
নির্বাচনে বিএনপি হারলে দেশ আফগানিস্তান হয়ে যাবে- এমন বার্তা দিয়ে যমুনা টিভির লোগোযুক্ত একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়েছে। তবে ফ্যাক্টচেকে দেখা যায়, এমন কোনো ফটোকার্ড যমুনা টিভি প্রকাশ করেনি।
ফেসবুকে আমার দেশ 🇧🇩 গ্রুপ থেকে গত ৩ জানুয়ারি একটি ফটোকার্ড পোস্ট করা হয়। ফটোকার্ডের ভেতরে লেখা, “নির্বাচনে বিএনপি হারলে দেশ আফগানিস্তান হয়ে যাবে।” ফটোকার্ডে ছবির নিচে বামপাশে যমুনা টিভির লোগো রয়েছে।

পোস্টের ক্যাপশনে লেখা, “আলহামদুলিল্লাহ। দেশ যদি মধ্য প্রাচ্যের মতো কোরআন হাদিসের শাসনে চলে এটা তো সুসংবাদ জাতীর জন্য। সকল অন্যায় ৯০% ধ্বংশ হবে। আমরা হিন্দুস্থান হতে আর চায় না” (বানান অপরিবর্তিত)।
ফটোকার্ডটিতে রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আফগানিস্তানের ইসলামিক আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী মৌলবি আমির খান মুত্তাকির ছবি আছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফটোকার্ডটি ৫১বার শেয়ার করা হয়েছে; প্রতিক্রিয়া দেখানো হয়েছে ৩০৫টি।
ফটোকার্ডের সত্যতা নিশ্চিত করতে যমুনা টিভির এর অফিশিয়াল ফেসবুক পেজের ফটোকার্ড ও পোস্টগুলো যাচাই করে দেখে ডিসমিসল্যাব। তবে, এই রঙের কোনো ফটোকার্ড বা প্রতিবেদনের লিংক সংবাদমাধ্যমের অফিশিয়াল ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি। সংবাদ মাধ্যমটির ফটোকার্ডগুলো বিশ্লেষণ করলে দেখা যায় লাল রঙের ব্যাকগ্রাউন্ডের উপর সাদা রঙের ফন্টে লেখা হয়। পাশাপাশি ফটোকার্ডগুলোতে যমুনা টিভির জলছাপ দেওয়া থাকে। কার্ডের নিচে সংবাদ মাধ্যমের লোগো, ওয়েবসাইট লিংক, ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের নাম দেওয়া থাকে।

এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে, সংবাদমাধ্যমটির সাথে যোগাযোগ করে ডিসমিসল্যাব। যমুনা টিভির নিউ মিডিয়া বিভাগের সম্পাদক রুবেল মাহমুদ ডিসমিসল্যাবকে নিশ্চিত করেছে এ ধরনের কোনো ফটোকার্ড বা প্রতিবেদন প্রকাশ হয়নি।
অর্থাৎ, যমুনা টিভির নামে ছড়ানো এই ফটোকার্ডটি ভুয়া। ইতিপূর্বে, জাতীয় নির্বাচন ঘিরে সংবাদমাধ্যমের নামে একাধিক ভুয়া ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়াতে দেখা গেছে, যা ডিসমিসল্যাবের ফ্যাক্টচেক প্রতিবেদনে উঠে এসেছে।