তাসনিম তাবাস্সুম মুনমুন

ফেলো, ডিসমিসল্যাব
নভেম্বর ২৩, ২০২৫
১৮:৩৬:৩৬
গ্রামীণ ব্যাংকে আগুনের ঘটনায় বিএনপি কর্মী গ্রেপ্তারের দাবিতে ছড়াচ্ছে এআই ভিডিও

গ্রামীণ ব্যাংকে আগুনের ঘটনায় বিএনপি কর্মী গ্রেপ্তারের দাবিতে ছড়াচ্ছে এআই ভিডিও

নভেম্বর ২৩, ২০২৫
১৮:৩৬:৩৬

তাসনিম তাবাস্সুম মুনমুন

ফেলো, ডিসমিসল্যাব

গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ায় বিএনপি কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি।

ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, “গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়া লোকদের গ্রেপ্তার করছে পুলিশ, জানা গেছে তারা বিনপির লোকজন।” ভিডিওতে একজনকে বুম হাতে বলতে শোনা যায়, “দর্শক, দেখতেই পারছেন, গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়া লোকদের গ্রেপ্তার করছে পুলিশ, জানা গেছে তারা বিএনপির লোকজন। কিন্তু বিএনপির তারা এগুলা কেন করছে এখনো জানা যায়নি।”

ভিডিওতে দেখা যায় সাদা পাগড়ি ও পাঞ্জাবি পরা একজনকে পুলিশ আটক করে নিয়ে যাচ্ছে। পোস্টে একজন মন্তব্য করেছেন, “এরা কিন্তু বিএনপির নাম বলছে এটা কিন্তু জামায়াতের লোক দেখতে দেখেন না আপনারা পাগল নাকি”। আরেকজন লিখেছেন, “আগেই বলা হয়েছে যে জামাত/ বিএনপি এই কাজগুলো করে তারা আওয়ামী লীগ / ছাএলীগের উপর দোষ চাপানো হবে।” আবার কোনো কোনো ব্যবহারকারী এটিকে এআই বলেও মন্তব্য করেন। ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন ৫৪ লাখ ব্যবহারকারী, শেয়ার হয়েছে ১৮ হাজার বার।  

ভালোভাবে লক্ষ করলে ভিডিওর কিছু অসঙ্গতি নজরে আসে। ৮ সেকেন্ডের এই ভিডিও-এর ৪ সেকেন্ডে এক ব্যক্তির সাধারণ পোশাক হঠাৎ পাল্টে পুলিশের ইউনিফর্ম হয়ে যায়। ৭ সেকেন্ডে ইউনিফর্ম আবার পরিবর্তিত হয়ে আগের পোশাকে রূপান্তরিত হয়। তাছাড়া পুলিশের ইউনিফর্মের রং বাংলাদেশ পুলিশের বর্তমান বা আগের কোনো পোশাকের সাথেই মিলে না।

  • গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়া লোকদের গ্রেপ্তার এআই
  • গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়া লোকদের গ্রেপ্তার এআই

ভিডিও-এর ডান পাশে ‘ভিও’ লেখা একটি ওয়াটারমার্ক দেখা যায়। ভিও হলো গুগল ডিপমাইন্ডের তৈরি একটি টেক্সট-টু-ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মডেল। ভিও ব্যবহার করে তৈরি এআই ভিডিও সাধারণত ৮ সেকেন্ডের হয়, যা যাচাই করা ভিডিও এর সাথে মিলে যায়। এআই কনটেন্ট শনাক্তকরণ টুল হাইভ মডারেশন দিয়ে যাচাই করে দেখা গেছে, ভিডিওটি এআই দিয়ে তৈরির সম্ভাবনা প্রবল।

প্রসঙ্গত, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে দেশজুড়ে বিভিন্ন গ্রামীণ ব্যাংক শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় এ পর্যন্ত কাউকে গ্রেপ্তারের খবর কোন গণমাধ্যম সূত্রে পাওয়া যায়নি।

অর্থাৎ, গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ায় বিএনপি কর্মী গ্রেপ্তার দাবিতে ছড়ানো ভিডিওটি বাস্তব নয়, এআই দিয়ে তৈরি।

গুগলের ভিও এআই বা অন্যান্য এআই টুল ব্যবহার করে তৈরি ভিডিও মিথ্যা দাবিতে প্রায়ই বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়াতে দেখা যায়। ডিসমিসল্যাব এর আগে এআই দিয়ে তৈরি ভিডিওর ওপর একাধিক ফ্যাক্টচেক রিপোর্ট (,,,) প্রকাশ করেছে।

আরো কিছু লেখা