নোশিন তাবাসসুম

ফেলো, ডিসমিসল্যাব
মনোনয়ন না পেয়ে বিএনপি নেতাকর্মীরা ট্রেনে আগুন দিয়েছে বলে পুরোনো ভিডিও প্রচার
This article is more than 2 months old

মনোনয়ন না পেয়ে বিএনপি নেতাকর্মীরা ট্রেনে আগুন দিয়েছে বলে পুরোনো ভিডিও প্রচার

নোশিন তাবাসসুম

ফেলো, ডিসমিসল্যাব

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন না পেয়ে চট্টগ্রামে ট্রেনে আগুন দিয়েছে বিএনপি নেতাকর্মীরা এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাব ফ্যাক্টচেক করে দেখেছে, ভিডিওটি ২০২৪ সালের ৫ জানুয়ারিতে রাজধানীর গোলাপবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের। 

ফেসবুকে একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে ভিডিওটি পোস্ট করা হয়। ক্যাপশনে বলা হয়, “বিএনপির মনোনয়ন না পেয়ে চট্টগ্রাম অলংকার স্টেশনে কাছে ট্রেনে আগুন দিল বিএনপি নেতাকর্মীরা। দেশে আবারো বিএনপির আগুন সন্ত্রাস শুরু।।” একই দাবিতে ফেসবুকে একাধিক ব্যক্তিগত প্রোফাইল (,,,,,), পেজ (,) এবং গ্রুপে (,) ভিডিওটি পোস্ট করতে দেখা যায়।

৩২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি থেমে থাকা ট্রেনের একটি বগিতে আগুন জ্বলছে। সামনে বেশ কিছু ব্যক্তি মোবাইলে ভিডিও করছেন। ভিডিওর নিচে ডান পাশে সময় টিভির লোগো দেখা যায়। 

ভিডিওর সূত্র যাচাই করতে ডিসমিসল্যাব রিভার্স ইমেজ সার্চ করে সময় টিভির একটি প্রতিবেদন পায়। ২০২৪ সালের ৫ জানুয়ারিতে প্রকাশিত ভিডিও প্রতিবেদনটির শিরোনাম ছিল, “এবার গোলাপবাগে ট্রেনে আগুন নাশকতাকারীদের, দগ্ধ অনেকে”। ১ মিনিট ৩১ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওর প্রথম ৩২ সেকেন্ডের সাথে ছড়িয়ে পড়া ভিডিওটি হুবহু মিলে যায়।

অধিকতর যাচাইয়ে ‘বেনাপোল’, ‘ট্রেন’ ও ‘আগুন’- সূত্র ধরে কিওয়ার্ড সার্চ করা হয়। অনুসন্ধানে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত একাধিক (,,,) প্রতিবেদন পাওয়া যায়। প্রথম আলোর ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত বছরের ৫ জানুয়ারি রাতে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়া হয়। যশোরের বেনাপোল থেকে ট্রেনটি ঢাকায় আসছিল। আগুনে ট্রেনটির তিনটি কোচ পুড়ে যায়। মৃত্যু হয় চারজনের। দগ্ধ হন বেশ কয়েকজন।

অর্থাৎ, বিএনপি এর মনোনয়ন না পেয়ে চট্টগ্রামে অলংকার স্টেশনের ট্রেনে আগুন দেওয়ার দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটি আসলে এক বছর আগে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনার। 

এর আগেও বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ভিডিওটি ভিন্ন প্রেক্ষাপটে ছড়াতে দেখা গেছে। এ নিয়ে ডিসমিসল্যাব ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে। 

প্রসঙ্গত, গত ৩ নভেম্বর বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। এর মধ্যে দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকে তিনটি আসনে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একটি আসনে প্রার্থী করা হয়েছে।

একাধিক (,,) সংবাদ প্রতিবেদন থেকে জানা গেছে, প্রার্থী তালিকা প্রকাশের পর দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন মনোনয়নবঞ্চিতদের কর্মী-সমর্থকরা। তবে এখনো পর্যন্ত ট্রেনে আগুন ধরানোর কোনো খবর পাওয়া যায়নি।

আরো কিছু লেখা