ফারিহা আফরীন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
বাংলাদেশ বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় যাচ্ছে- এখনো এমন সিদ্ধান্ত জানায়নি বিসিবি ফ্যাক্টচেক

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় যাচ্ছে- এখনো এমন সিদ্ধান্ত জানায়নি বিসিবি

ফারিহা আফরীন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

‘বাংলাদেশের কাছে হার মানলো ভারত, বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল’- এমন দাবিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ছবি সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, এই বিষয়ে দেওয়া সর্বশেষ আনুষ্ঠানিক বিবৃতিতে এখনো এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা জানায়নি বিসিবি।

ফেসবুকে “Trends Sports Pro” নামের একটি পেজ থেকে ফটোকার্ডের আদলে তৈরি একটি ছবি পোস্ট করা হয়। কার্ডে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ছবি দেওয়া আছে। ফটোকার্ডের ভেতরে লেখা, “ডিসিশন ফাইনাল। বাংলাদেশের কাছে হার মানতে হলো ভারতকে। শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল”।

এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত পোস্টটিতে ৯ হাজার ৬০০টিরও বেশি প্রতিক্রিয়া দেখা গেছে। কার্ডটি ২৮১ বার শেয়ার করা হয়েছে এবং ব্যবহারকারীরা ফটোকার্ডটিতে ৩৯১টি মন্তব্য করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “আলহামদুলিল্লাহ, ধন্যবাদ বুলবুল ভাই কে।। সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করতে পারার জন্য।।” আরেকজন মন্তব্য করেছেন, “এটা হার মানা না, এখানে সত্যের জয় হয়েছে, ক্রিকেটের জয় হয়েছে।”

ফেসবুকের আরেকটি গ্রুপ থেকেও একই ফটোকার্ড ছড়ানো হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই পোস্টে ৭৫৬টি প্রতিক্রিয়া ছিল। ৫৮টি মন্তব্যের পাশাপাশি ৬৫ বার শেয়ার করা হয়েছে এই পোস্ট।

ঘটনার সত্যতা যাচাইয়ে কিওয়ার্ড সার্চ করে কোনো গণমাধ্যমে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের এমন কোনো বক্তব্য খুঁজে পায়নি ডিসমিসল্যাব। বিসিবির পক্ষ থেকেও এমন কোনো তথ্য প্রদানের কথা কোনো প্রতিবেদনে পাওয়া যায়নি। তবে একাধিক (, ) গণমাধ্যম থেকে জানা যায় ভেন্যু স্থানান্তরের বিষয়ে আইসিসি (ICC)-এর সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বিসিবি। এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

এছাড়া, ১২ জানুয়ারি প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই বা অন্য কোথাও সরিয়ে নেয়ার বিষয়ে এখনো কোনো বার্তা পায়নি বিসিসিআই। তিনি বলেন, “এটা বিসিবি এবং আইসিসির মধ্যে আলোচনার বিষয় কারণ নিয়ন্ত্রক সংস্থা হলো আইসিসি। ভেন্যু পরিবর্তন নিয়ে আইসিসি যদি আমাদের কোনো সিদ্ধান্ত জানায়, তাহলে আয়োজক হিসেবে বিসিসিআই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। আপাতত এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।”

গতকাল ১২ জানুয়ারি বিসিবির একটি মিডিয়া রিলিজে বলা হয়, “বিসিবি আবারও জানাতে চায়, তারা ভেন্যু ব্যবস্থাপনা নিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেছে এবং দলের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে। বোর্ড নিশ্চিত করছে, এই বিষয়ে তারা এখনো আইসিসি’র পক্ষ থেকে আনুষ্ঠানিক উত্তরের অপেক্ষায় রয়েছে।”

আজ ১৩ জানুয়ারি আরেকটি মিডিয়া রিলিজে বিসিবি জানিয়েছে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে আইসিসির সঙ্গে ভিডিও কনফারেন্স হয়েছে তাদের। বিবৃতিতে বলা হয়েছে, “আলোচনায় বিসিবি নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে ভারতে সফর না করার সিদ্ধান্তের বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে। বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে স্থানান্তর করার বিষয়টি বিবেচনা করার জন্য আইসিসি-কে বোর্ড আবারও অনুরোধ করেছে।”

“আইসিসি যদিও উল্লেখ করেছে টুর্নামেন্টের আইটিনেরারি এরইমধ্যে ঘোষণা করা হয়েছে এবং বিসিবিকে তার অবস্থান পুনর্বিবেচনা করার অনুরোধ করেছে, বোর্ডের (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) অবস্থান অপরিবর্তিত রয়েছে। সম্ভাব্য সমাধানের জন্য আলোচনা অব্যাহত রাখার ব্যাপারে উভয় পক্ষই সম্মত হয়েছে।”- বিবৃতিতে আরও বলা হয়।

অর্থাৎ, আসন্ন ২০২৬ আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত নয়, শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল- এ তথ্য এখনো নিশ্চিত করেনি বিসিবি।

প্রসঙ্গত, আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর থেকেই ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। বর্তমান প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে দেশের ক্রীড়াঙ্গন- সবখানেই বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো ভারতে আয়োজন করা নিয়ে আলোচনা হচ্ছে। এ কারণে বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলঙ্কায় ভেন্যু স্থানান্তরের বিষয়ে আবেদন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আরো কিছু লেখা