সুদেষ্ণা মহাজন অর্পা

ইন্টার্ন, ডিসমিসল্যাব
BBC Bangla fake photo card claiming Asif Nazrul threatened legal action for “No” votes, debunked by Dismislab fact-check.

বিবিসি বাংলার ভুয়া ফটোকার্ডে গণভোটে ‘না’ ভোট দিলে আইনের আওতায় আনার দাবি

সুদেষ্ণা মহাজন অর্পা

ইন্টার্ন, ডিসমিসল্যাব

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোটে যারা ‘না’ ভোট দেবে তাদের আইনের আওতায় আনা হবে। সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া বিবিসি নিউজ বাংলার লোগোযুক্ত একটি ফটোকার্ডে এমন দাবি করতে দেখা গেছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, এমন কোনো ফটোকার্ড বিবিসি নিউজ বাংলা প্রকাশ করেনি।

গত ১৯ জানুয়ারি ফেসবুকে একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের ছবি সম্বলিত ফটোকার্ডটি ছড়িয়ে পড়ে। বিবিসি নিউজ বাংলার আদলে বানানো সেই ফটোকার্ডের ভেতরে আসিফ নজরুলের ছবি সংযুক্ত করে লেখা “গণভোটে যারা না ভোট দিবেন তাদেরকে আইনের আওতায় আনা হবে।” কার্ডের নিচে বাম দিকে বিবিসি নিউজ বাংলার লোগো এবং সংবাদমাধ্যমটির ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে।

কার্ডের ক্যাপশনে পোস্টদাতা লিখেছেন, “👉কয় কি কাচ্কি বান্ধির পুত!” (লেখা অপরিবর্তিত) এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত ফটোকার্ডটি ১০০ বারের বেশি শেয়ার করা হয়েছে এবং কার্ডে ৭০০টির বেশি প্রতিক্রিয়া দেখা গেছে। পোস্টে দেড় হাজারের বেশি মন্তব্য করেছেন ফেসবুক ব্যবহারকারীরা। একজন মন্তব্য করেন, “এই কথা যদি সত্যি হয় তাহলে ভোটের কি দরকার?  সরাসরি আইন পাশ করে দিলেই হয়। তাহাতে দেশের টাকা খরচ হবেনা।” আরেকজন ব্যবহারকারী লিখেছেন, “তো “না “ভোটের অপশন না রাখলেত হয়।।” 

ফেসবুকের একাধিক ব্যক্তিগত অ্যাকাউন্ট (, ) থেকে একই দাবিতে ফটোকার্ডটি শেয়ার করা হয়।

ফটোকার্ডের সত্যতা নিশ্চিত করতে বিবিসি নিউজ বাংলার ফেসবুক পেজের সাম্প্রতিক ফটোকার্ড ও পোস্টগুলো যাচাই করে দেখে ডিসমিসল্যাব। সংবাদমাধ্যমটির ফেসবুক পেজে এমন ফটোকার্ড বা প্রতিবেদনের লিংক খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, বিবিসি নিউজ বাংলার ওয়েবসাইটইউটিউব চ্যানেলেও এ সম্পর্কে কোনো প্রতিবেদন দেখা যায় না। তাছাড়া, ছড়ানো ফটোকার্ডের লেখার ফন্টের সঙ্গে বিবিসি নিউজ বাংলার ফেসবুকের ফটোকার্ডের ফন্টের ভিন্নতা লক্ষ্য করা যায়। তবে, আসিফ নজরুলের একই ছবি ব্যবহার করে বিবিসি বাংলা নিউজ গত ১৫ জানুয়ারি একটি ফটোকার্ড প্রকাশ করে যার শিরোনাম ছিল, “জুলাই-অগাস্টের ফৌজদারি কার্যাবলি থেকে গণ-অভ্যুত্থানকারীদের দায়মুক্তি”। 

এ সম্পর্কে আরও বিস্তারিত যাচাইয়ে সংবাদমাধ্যমটির সঙ্গে যোগাযোগ করে ডিসমিসল্যাব। বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির ডিসমিসল্যাবকে নিশ্চিত করেন এই ফটোকার্ডটি নকল। তিনি আরও জানান, প্রচারিত ফটোকার্ডে শিরোনামে ব্যবহৃত ফন্ট বিবিসি নিউজ বাংলার ফটোকার্ডের ফন্ট থেকে সম্পূর্ণ ভিন্ন।

অর্থাৎ, গণভোটে “না” ভোট দিলে আইনের আওতায় আনা হবে- এমন দাবির কোনো ফটোকার্ড বিবিসি নিউজ বাংলা প্রকাশ করেনি।

প্রসঙ্গত, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণতান্ত্রিক সংস্কারের প্রস্তাব সংবলিত গণভোট অনুষ্ঠিত হবে।

আরো কিছু লেখা