নোশিন তাবাসসুম

ফেলো, ডিসমিসল্যাব
বাংলাদেশি পাইলট বিধ্বস্ত করেছেন দাবি, বিমানে কোনো বাংলাদেশিই ছিল না

বাংলাদেশি পাইলট বিধ্বস্ত করেছেন দাবি, বিমানে কোনো বাংলাদেশিই ছিল না

নোশিন তাবাসসুম

ফেলো, ডিসমিসল্যাব

বাংলাদেশি উগ্র ইসলামপন্থী পাইলট যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় একটি প্রাইভেট জেট বিধ্বস্তের ঘটনায় জড়িত দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, এ ঘটনায় নিহত কেউ বাংলাদেশি নন।

বিস্তারিত যাচাইয়ে দেখা গেছে, ভিডিওর ঘটনাটি যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার স্টেটসভিলে এলাকায় একটি সেসনা সি৫৫০ বিজনেস জেট বিধ্বস্ত হওয়ার। ১৮ ডিসেম্বরের এই দুর্ঘটনায় স্ত্রী, পুত্র, কন্যাসহ প্রাক্তন নাসকার (ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর স্টক কার অটো রেসিং) ড্রাইভার গ্রেগ বিফলের মৃত্যু হয়েছে। এছাড়া আরও তিনজনের মৃত্যু হয়েছে।

১৯ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি অ্যাকাউন্ট থেকে দুটি ভিডিও পোস্ট করা হয়। ক্যাপশনে বলা হয়, “নর্থ ক্যারোলিনার স্টেটসভিল আঞ্চলিক বিমানবন্দরে একটি প্রাইভেট জেট বিধ্বস্ত হয়েছে। ফাঁস হওয়া এফবিআই চ্যাটার অনুসারে পাইলট একজন সুন্নি বাংলাদেশি উগ্র ইসলামপন্থী এবং তিনি জামায়াতে ইসলামী ও একিউআইএস এর সাথে যুক্ত ছিলেন, জেটটি বিধ্বস্ত হওয়ার আগে ওসামা বিন লাদেনের প্রশংসা করেছিলেন। বিমানটিতে ৬ জন নিহত হয়েছে।” ফেসবুকের একাধিক (, ) ব্যক্তিগত প্রোফাইল থেকেও একই দাবিতে পোস্ট করতে দেখা যায়।

সত্যতা যাচাইয়ে কিফ্রেম ধরে সার্চ করলে, যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএন- এর গত ২১ ডিসেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটির শিরোনাম ছিল, “নর্থ ক্যারোলিনায় প্রাইভেট জেট বিধ্বস্ত হওয়ার পর প্রাক্তন নাসকার চালক এবং ৬ জন মারা গেছেন।” প্রতিবেদনে বলা হয়, নর্থ ক্যারোলিনার স্টেটসভিলে প্রাক্তন নাসকার ড্রাইভার গ্রেগ বিফলসহ একটি প্রাইভেট জেট বিধ্বস্ত হওয়ার ঘটনা তদন্ত করছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। পরিবারের সদস্যদের বিবৃতির বরাতে তদন্তকারীরা বলেছেন, বৃহস্পতিবারের দুর্ঘটনায় নিহতদের মধ্যে গ্রেগ বিফল, তার স্ত্রী ক্রিস্টিনা এবং দুই সন্তান রাইডার এবং এমা ছিলেন। 

প্রতিবেদনে আরও বলা হয়, বিফল এবং তার পরিবার ছাড়াও আরও তিন যাত্রী সেসনা সি৫৫০-এ আরোহী ছিলেন। অন্য তিনজন যাত্রী ছিলেন পাইলট ডেনিস ডাটন, তার ছেলে জ্যাক এবং নাসকার কমিউনিটির সদস্য ক্রেগ ওয়াডসওয়ার্থ।

সিএনএনের প্রতিবেদনে ব্যবহৃত ভিডিওর সঙ্গে ছড়িয়ে পড়া পোস্টের প্রথম ভিডিওটির মিল পাওয়া যায়।

আরেকটি ভিডিওর কিফ্রেম ধরে সার্চ করলে, ইন্ডিয়া টিভি নিউজ- এর গত ১৯ ডিসেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটির শিরোনাম ছিল, “নর্থ ক্যারোলিনায় বিমান দুর্ঘটনায় প্রাক্তন নাসকার চালকসহ সাতজন নিহত হয়েছেন।” এই প্রতিবেদনে বলা হয়, “মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় উড্ডয়নের কিছুক্ষণ পরেই একটি ব্যবসায়িক জেট বিধ্বস্ত হয়ে সাতজন প্রাণ হারিয়েছেন। কর্মকর্তাদের মতে, জেটটি স্টেটসভিলে আঞ্চলিক বিমানবন্দর থেকে রওনা হয়েছিল, কিন্তু ফিরে আসার এবং অবতরণের চেষ্টা করার সময় এটি বিধ্বস্ত হয়।” প্রতিবেদনে আরও বলা হয়, নিহতদের মধ্যে অবসরপ্রাপ্ত নাসকার ড্রাইভার গ্রেগ বিফল এবং তার স্ত্রী ক্রিস্টিনা এবং সন্তান রাইডার ও এমা রয়েছে। অন্যরা হলেন ডেনিস ডটন, তার ছেলে জ্যাক এবং ক্রেগ ওয়াডসওয়ার্থ। 

এ প্রতিবেদনে ব্যবহৃত ভিডিওর সঙ্গে ছড়িয়ে পড়া দ্বিতীয় ভিডিওটির হুবহু মিল রয়েছে। 

এ ঘটনা নিয়ে একাধিক (, , , ) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম প্রতিবেদন প্রকাশ করে। ২১ ডিসেম্বর যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম এবিসি নিউজ প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, সেসনা সি৫৫০ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০:২০ মিনিটে শার্লটের প্রায় ৪৫ মাইল উত্তরে স্টেটসভিলে আঞ্চলিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত নাসকার ড্রাইভার গ্রেগ বিফল, তার স্ত্রী ক্রিস্টিনা, মেয়ে এমা এবং ছেলে রাইডার, পাইলট ডেনিস ডটন, জ্যাক ডটন এবং ক্রেগ ওয়াডসওয়ার্থ নিহত হন।

একটি ১৬ সদস্যের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) দল দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। বিধ্বস্তের কারণ এখনো নির্ণয় করা হচ্ছে। তাদের প্রাথমিক তদন্ত থেকে জানা যায়, বিমানটি একটি রানওয়ে থেকে উড্ডয়ন করে এবং প্রায় দশ মিনিট ধরে উড্ডয়নরত থাকার পরে অন্যটিতে অবতরণের চেষ্টা করেছিল। 

প্রতিবেদনে আরও বলা হয়, ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) এখনো নিশ্চিত নয় যে দুর্ঘটনার সময় বিমানটি কে চালাচ্ছিলেন। এনটিএসবি জানিয়েছে, বিমানে পাইলট ডেনিস ডটনের পাশাপাশি বিফল ও জ্যাক ডটনের ব্যক্তিগত বিমান চালানোর লাইসেন্স ছিল।

এছাড়া একাধিক (, , ) জাতীয় গণমাধ্যম এ ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। ১৯ ডিসেম্বরে যমুনা টিভির প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, “যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় একটি সেসনা সি৫৫০ বিজনেস জেট বিধ্বস্ত হওয়ার ঘটনায় প্রাণ হারিয়েছেন দেশটির বিখ্যাত সাবেক রেসার গ্রেগ বিফল ও তার পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) স্টেটসভিল রিজিওনাল এয়ারপোর্ট থেকে ফ্লোরিডার উদ্দেশে উড্ডয়ন করেছিল বিমানটি। পাইলটসহ সেখানে ছিল মোট ৭ আরোহী। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে রানওয়ে ত্যাগের কিছুক্ষণ পরই আবারও ফিরে আসে বিজনেস জেটটি।” 

অর্থাৎ, বিমান চালানোর লাইসেন্স থাকা তিন যাত্রীর কেউই বাংলাদেশি ছিলেন না এবং যাত্রীদের মধ্যে কোনো বাংলাদেশি ছিলেন না। ঘটনার ভিডিওসহ ছড়িয়ে পড়া পোস্টের দাবিটি মিথ্যা।

আরো কিছু লেখা