নোশিন তাবাসসুম

ফেলো, ডিসমিসল্যাব
অক্টোবর ১৪, ২০২৫
১৯:২৬:৫৯
বোরকা পরে বাংলাদেশের নারী ক্রিকেটারদের খেলার দাবিতে ছড়িয়ে পড়া ছবিটি ভুয়া

বোরকা পরে বাংলাদেশের নারী ক্রিকেটারদের খেলার দাবিতে ছড়িয়ে পড়া ছবিটি ভুয়া

অক্টোবর ১৪, ২০২৫
১৯:২৬:৫৯

নোশিন তাবাসসুম

ফেলো, ডিসমিসল্যাব

আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপে একটি ম্যাচে বাংলাদেশের নারী দুই ক্রিকেটার বোরকা পরে খেলছে – এমন দাবিতে একটি ছবি পোস্ট হতে দেখা যাচ্ছে বিভিন্ন সামাজিক মাধ্যমে। চলমান বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ নিয়ে ওঠা এই দাবি নিয়ে ফ্যাক্টচেক করে ডিসমিসল্যাব দেখেছে পুরো বিষয়টি বানোয়াট। ম্যাচের কোনো পর্যায়েই বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোনো সদস্যকে বোরকা পরে খেলতে দেখা যায়নি।

সামাজিক মাধ্যম ফেসবুকে “ইনসপায়ারড অ্যানালিস্ট” নামের পেজ থেকে একটি ছবি পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা, “দুই বাংলাদেশি নারী ক্রিকেটার বিশ্বকে দেখিয়ে দিয়েছেন, পর্দা কোনো বাধা নয়, বরং এটি সুরক্ষা; আর শালীনতা কোনো দুর্বলতা নয়, বরং এটি শক্তি। বাংলাদেশি এক খেলোয়াড় ইসলামি পোশাক পরে ক্রিকেট খেলছেন। মাশা আল্লাহ”। 

ছবিতে দেখা যায়, দুজন নারী কালো বোরকা পরে মাঠে দাঁড়িয়ে আছেন। একজনের হাঁটুতে প্যাড এবং হাতে গ্লাভস পড়া, যা ব্যাটিংয়ের সময় ক্রিকেটারদের পরতে দেখা যায়। তার বোরকার নিচের দিকে ব্যাটের কিছু অংশ দেখা যাচ্ছে। অপরজনের হাতে কোনো গ্লাভস নেই। ছবিটির বামে আইসিসির অফিশিয়াল লোগো দেখা যায়, সঙ্গে লেখা উইমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৫। ছবির ডান পাশে উপরে লাইভ লেখা। 

ছবির নিচে ম্যাচের স্কোর দেয়া আছে। স্কোর দেখে বোঝা যাচ্ছে, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে ম্যাচ চলছে এবং বাংলাদেশ ব্যাট করছে। স্কোর অনুযায়ী ৩ ওভার শেষে বিনা উইকেটে বাংলাদেশ ৭ রান তুলেছে। ব্যাটার ঝিলিকের রান ৪ এবং তার সঙ্গী সুপ্তা ৩ রান করেছেন। ছবির ডানে নিচের কোণায় গুগলের এআই মডেল জেমেনাই এর লোগোও দেখতে পাওয়া যায়। 

অ্যাক্টিভিস্ট ইমতিয়াজ মাহমুদের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকেও একই দাবিতে ছবিটি শেয়ার করতে দেখা যায়। পোস্টের ক্যাপশনে লেখা, “বাংলাদেশে নারী ক্রিকেট টুর্নামেন্ট”। এক্সের একাধিক অ্যাকাউন্ট থেকে (, , , , , , ) একই দাবিতে ছবিটি শেয়ার হয়। এছাড়া ইউটিউব এবং ফেসবুকের একাধিক প্রোফাইল এবং পেজ (, , ) থেকেও ছবিটি ছড়াতে দেখা যায়। 

ছবিটি ফ্যাক্টচেক করার জন্য ডিসমিসল্যাব আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে ১০ অক্টোবর অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচটির হাইলাইটস যাচাই করে দেখে। ৭ মিনিটের ভিডিওর ৩ মিনিট ৪৬ সেকেন্ডে রুবাইয়া হায়দার ঝিলিককে ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হতে দেখা যায়, শারমিন আক্তার সুপ্তাকেও দেখা যাচ্ছে সেখানে। দুজনের পরনে জাতীয় দলের জার্সি।

ভিডিওর ৩ মিনিট ৪৮ সেকেন্ডে দেখা যায়, বাংলাদেশের রান ৭, উইকেটের ঘরে তখনো ০।  ঝিলিক ৪ রান করেছেন এবং সুপ্তার রান ৩। চতুর্থ ওভারের খেলা শেষে পঞ্চম ওভারের প্রথম বলের মুহূর্ত। সুপ্তা ব্যাট করছেন এবং নন-স্ট্রাইকিং প্রান্তে থাকা ঝিলিক দাঁড়িয়ে আছেন। ঝিলিকের জার্সিতে নাম ও নাম্বার (১০) দেখতে পাওয়া যায়। 

সে বলেই সুপ্তা আউট হয়ে যান। ছড়িয়ে পড়া ছবির সাথে আইসিসির হাইলাইটসে ৩ মিনিট ৪৮ সেকেন্ডে ক্রিকেটারদের রান ও বাংলাদেশের মোট রানের মিল আছে। তবে হাইলাইটসের কোথাও  দুই ক্রিকেটারকে বোরকা পরতে দেখা যায়নি। দুজনের পরনেই বাংলাদেশের জার্সি দৃশ্যমান ছিলো। 

অধিকতর যাচাইয়ে ডিসমিসল্যাব আইসিসির পোশাক এবং যন্ত্রপাতি সংক্রান্ত নীতিমালা দেখে। এই নীতিমালার “সাধারণ নিষেধাজ্ঞা” ধারার উপধারা ২-এ স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে, “এই নিয়মাবলীর অধীনে যে কোনো ব্যক্তির এমন কোনো পোশাক পরা বা কোনো যন্ত্রপাতি ব্যবহার করা যা পরিবর্তিত, রূপান্তরিত বা অন্য কোনোভাবে বদলে ফেলা হয়েছে (এই নিয়মাবলীর সঙ্গে মিলিয়ে বা অন্য কারণে), এবং যা কোনো ম্যাচ অফিশিয়ালের মতে শীর্ষস্তরের খেলোয়াড়ের মান নিয়ে প্রশ্ন তুলে দেয়, এমন কিছু পরা নিষিদ্ধ। উদাহরণস্বরূপ, পোশাক বা যন্ত্রপাতির আকার পরিবর্তন করা বা স্টিকিং প্লাস্টার বা মার্কার পেন দিয়ে ঢেকে রাখা, অথবা রঙ করা ব্যাটিং প্যাড পরা যার রঙ ফ্যাকাশে হয়ে গেছে বা ঝড়ে পড়ছে – সবকিছুই নিষিদ্ধ।”

অর্থাৎ, আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় এমন কিছু পরিধান করে খেলতে পারবেন না, যা তাদের পোশাক অর্থাৎ জার্সিকে পরিবর্তন করে বা ঢেকে রাখে। অর্থাৎ, আইসিসির নিয়মের পরিপন্থী হয়ে বোরকা পরে খেলতে নামার কোনো সুযোগ কার্যত নেই। তবে আইসিসি হিজাব পরার অনুমতি দেয়।

এছাড়া, ছবিটির কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি কি না যাচাই করতে ডিসমিসল্যাব “আনডিটেকটেবল এআই”-এ ছবিটি আপলোড করলে টুলসটি দেখায় যে ছবিটি এআই জেনারেটেড হতে পারে।

অর্থাৎ, নিশ্চিতভাবে বলা যায় বোরকা পরে বাংলাদেশ নারী ক্রিকেট দল খেলছে দাবিটি সত্য নয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি হতে পারে।

এছাড়া বেশ কিছু ফ্যাক্টচেক রিপোর্ট (, , ) ডিসমিসল্যাবের সামনে আসে যেখানে ছবিটিকে ভুয়া বলা হয়েছে। বুম প্রকাশিত একটি ফ্যাক্টচেক প্রতিবেদনে বলা হয়েছে, “একটি রূপান্তরিত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশি নারী ক্রিকেটাররা মাঠে বোরকা পরে খেলছেন। দাবি করা হচ্ছে এটি নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত আইসিসি নারী বিশ্বকাপ ২০২৫-এর একটি ম্যাচের দৃশ্য। তবে বুম সংশ্লিষ্ট কীওয়ার্ড দিয়ে অনুসন্ধান চালিয়ে এমন কোনো সংবাদ প্রতিবেদন খুঁজে পায়নি যা এই দাবিকে সমর্থন করে। আমরা আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে ম্যাচের হাইলাইটসও পর্যালোচনা করেছি এবং সেখানে বাংলাদেশি ওপেনারদের বোরকা পরে খেলার কোনো প্রমাণ পাওয়া যায়নি।”

প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর থেকে ক্রিকেট বিশ্বকাপ শুরু হয়েছে। বাংলাদেশ এখন পর্যন্ত মোট ৪টি ম্যাচ খেলেছে এই টুর্নামেন্টে। পাকিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার সাথে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জয় পেলেও বাকি তিন ম্যাচে হেরে গেছে। টুর্নামেন্টটি ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হচ্ছে। এই টুর্নামেন্টের আয়োজক ভারত হলেও, পাকিস্তানের ম্যাচগুলো রাজনৈতিক কারণে নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হচ্ছে।

আরো কিছু লেখা