সুদেষ্ণা মহাজন অর্পা

ইন্টার্ন, ডিসমিসল্যাব
Fact-check confirming the viral Facebook photo showing bandages on everyone at Nasiruddin Patwary’s press conference was digitally edited and misleading

সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ সবার মাথায় ব্যান্ডেজের দাবিতে ছড়ানো ছবিটি সম্পাদিত

সুদেষ্ণা মহাজন অর্পা

ইন্টার্ন, ডিসমিসল্যাব

সামাজিক মাধ্যম ফেসবুকে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যাচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় ডাকা সংবাদ সম্মেলনে উপস্থিত সবার মাথায় ব্যান্ডেজ। ছবিতে এক ব্যক্তির টুপির ওপরও ব্যান্ডেজ দেখা যায়। তবে, ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে প্রচারিত ছবিটি সম্পাদিত।

ফেসবুকে গত ২৭ জানুয়ারি একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে একটি ছবি (আর্কাইভ লিংক) ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যাচ্ছে, একটি কক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ উপস্থিত সবার মাথায় ব্যান্ডেজ পরা। কয়েকজনের হাতেও ব্যান্ডেজ লাগানো। ছবির ক্যাপশনে লেখা, “ক্যাপের উপর ব্যান্ডেজ 🌚” এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ছবিটি ৩ হাজার ৯০০ বারের বেশি শেয়ার করা হয়েছে এবং ছবিতে ১ লাখ ২৪ হাজারের বেশি প্রতিক্রিয়া দেখা গেছে।

একাধিক ব্যবহারকারী পোস্টের ছবিতে মন্তব্য করেছেন। একজন লিখেছেন, “তাড়াহুড়ো করতে গিয়ে ভুল হয়ে গেছে নিজের কপালে ব্যান্ডেজ করার কথা সে জায়গায় ক্যাপের কপালে ব্যান্ডেজ করে ফেলছি ” আরেকজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “যেমন খুশী তেমন সাজ”।

ফেসবুকের একাধিক ব্যক্তিগত প্রোফাইল এবং পেজ (, , , , , , , , ) থেকে ছবিটি পোস্ট করা হয়েছে। ছড়িয়ে পড়া একটি পোস্টে ছবির ভেতরে লেখা হয় “ব্যান্ডেজ পার্টি”।

প্রচারিত ছবিটির সত্যতা যাচাইয়ে ছবিটি রিভার্স ইমেজ সার্চ করলে ডিসমিসল্যাবের সামনে আসে ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে গত ২৭ জানুয়ারি পোস্ট করা একটি ছবি। ছবির ক্যাপশনে লেখা, “কাঁচা ডিম মা*রলে হাত, মাথা ফেটে যায় পৃথিবীর ইতিহাসে প্রথম দেখলাম! পাবনা মানসিক হাসপাতালের কর্মকর্তাদের অনুরোধ করবো নাসিরুদ্দিন পাটওয়ারীসহ এসকল পাগলদের আপনাদের হাসপাতালে ভর্তি করিয়ে হাসপাতালের নামের সাথে সুবিচার করুন।’’ ছবিতে দেখা যায় উপস্থিত ২ ব্যক্তির মাথায় এবং একজনের হাতে ছাড়া অন্য কারও শরীরে ব্যান্ডেজ নেই। সবার মাথায় ব্যান্ডেজের অংশ ছাড়া ছবিটির সাথে ছড়িয়ে পড়া ছবির দৃশ্যপটের হুবহু মিল পাওয়া যায়।

অধিকতর যাচাইয়ে প্রাসঙ্গিক কিওয়ার্ড ধরে সার্চ করলে সংবাদমাধ্যম বার্তা ২৪- এর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রকাশিত প্রায় ১১ মিনিটের একটি ভিডিও পাওয়া যায়। ক্যাপশনে লেখা, “হাবীবুল্লাহ বাহার কলেজে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, সরাসরি…”।

ভিডিওর ৯ মিনিট ৩৭ সেকেন্ড থেকে ৯ মিনিট ৫৭ সেকেন্ড অংশের মধ্যে ছড়ানো ছবিতে ব্যান্ডেজ পরিহিত অবস্থায় সবাইকে দেখা যায়। তবে এই ভিডিওতে মাত্র ৩ জনের শরীরে ব্যান্ডেজ ছিল। এমনকি টুপি পরিহিত ব্যক্তিকেও দেখা যাচ্ছে, তবে ভিডিওতে তার মাথায় কোনো ব্যান্ডেজ নেই।

অর্থাৎ, সবার মাথায় ব্যান্ডেজ পরা যে ছবিটি ফেসবুকে ছড়াতে দেখা যাচ্ছে সেটি সম্পাদনা করে তৈরি করা হয়েছে।

প্রসঙ্গত, গতকাল সকালে গণসংযোগের সময় ঢাকার হাবিবুল্লাহ বাহার কলেজে ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ওপর ডিম নিক্ষেপ করা হয়। ২৭ জানুয়ারি দুপুরে হামলার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছিল ১১ দলীয় জোট। আর সেখানে উপস্থিত ব্যক্তিদের মাথায় ব্যান্ডেজ যুক্ত করে সম্পাদনার মাধ্যমে ছবিটি তৈরি করে ছড়ানো হয়েছে।

আরো কিছু লেখা