সুদেষ্ণা মহাজন অর্পা

ইন্টার্ন, ডিসমিসল্যাব
জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের দাবিতে হওয়া মিছিলকে আওয়ামী লীগের বলে প্রচার

জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের দাবিতে হওয়া মিছিলকে আওয়ামী লীগের বলে প্রচার

সুদেষ্ণা মহাজন অর্পা

ইন্টার্ন, ডিসমিসল্যাব

ঢাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিশাল মিছিলের দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে। তবে, ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, মূল ভিডিওটি ২০২৪ সালের আগস্ট মাসে রাজশাহীতে শেখ হাসিনার পতনের একদফা দাবিতে অসহযোগ আন্দোলনরত বিক্ষুদ্ধ ছাত্র-জনতার মিছিলের।

গত ১৩ ডিসেম্বর ফেসবুকের একটি পেজ থেকে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। ভিডিওর ভেতরে লেখা, “১০ লক্ষ্য নেতাকর্মী নিয়ে ঢাকায় ছাত্রলীগের বিশাল মিছিল! প্রশাসনের ঘুম হারাম!” ( বানান অপরিবর্তিত)। ক্যাপশনে লেখা, “আওয়ামী লীগের বিশাল মিছিল দেখে দিশেহারা হয়ে গেছে প্রশাসন!”

ফেসবুকের আরেকটি পেজ থেকে একই ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওর ভেতরে লেখা, “লংমার্চ টু যমুনা! যে মিছিল দেখে ভয়ে কাপছে প্রশাসন!” এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ভিডিওটি প্রায় ২০ হাজারবার দেখা হয়েছে এবং ৩০০ বারের বেশি শেয়ার করা হয়েছে।

১৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তার দুইপাশে অসংখ্য মানুষ আন্দোলনরত অবস্থায় স্লোগান দিতে দিতে এগিয়ে যাচ্ছে। তাদের আন্দোলনের বিষয়টি স্পষ্টভাবে বোঝা না গেলেও ‘জ্বালো জ্বালো আগুন জ্বালো’ এই কথাটি বোঝা যাচ্ছে।

ভিডিওর সত্যতা যাচাইয়ে বিভিন্ন কিফ্রেম ধরে রিভার্স ইমেজ সার্চ করলে ডিসমিসল্যাবের সামনে আসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পোস্ট করা একটি ভিডিও

ভিডিওর ক্যাপশন লেখা, “রাজশাহী ছাত্র-জনতার দখলে…৪ আগস্ট ২০২৪, রবিবার স্বৈরাচারী খু*নী হাসিনার পদত্যাগের ১ দফা দাবীতে বৈষম্য বিরোধী আন্দোলনের ডাকে রাজশাহীতে রাজপথে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল।” এছাড়া বিবরণে ‘জুলাই_গণহত্যা’, ‘হাসিনা_পতন_আন্দোলন’, ‘হাসিনা_খেদাও’, ‘বৈষম্য, ছাত্রহত্যা’, ‘ছাত্র_জনতা_হত্যা’, ‘কোটা_সংস্কার’, ‘ছাত্র_বিক্ষোভ’ এসব হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে। ৩ মিনিটের ভিডিওটির ৫৯ সেকেন্ড থেকে ১মিনিট ১৫ সেকেন্ড পর্যন্ত অংশের সাথে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যপটের হুবহু মিল পাওয়া যায়।

একই স্থানের মিছিলের দৃশ্য দেখা যায় এটিএন বাংলার ইউটিউব চ্যানেল থেকে ২০২৪ সালের ৪ আগস্টে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনে। ভিডিওর শিরোনামে লেখা, “১ দফার দাবীতে রাজশাহী শহরের রাস্তায় রাস্তায় শিক্ষার্থীদের মিছিল |”

এই ঘটনা সম্পর্কে অধিকতর যাচাইয়ে বিভিন্ন কিওয়ার্ড সার্চ করলে দেখা যায়, এই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের একাধিক (, , ) প্রতিবেদন পাওয়া যায়।

এ বিষয় নিয়ে গতবছরের ৪ আগস্ট প্রকাশিত বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, জুলাই গণহত্যার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে অসহযোগে আন্দোলনে নামে রাজশাহীতে অবস্থানরত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকসহ সব শ্রেণি-পেশার মানুষ। ২০২৪ সালের ৪ আগস্ট বেলা ১১টা থেকে সরকার পতনের একদফা দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে রাজশাহী।

অর্থাৎ, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিশাল মিছিল বলে করা দাবিটি ভুয়া। মূল ভিডিওটি ২০২৪ সালের আগস্ট মাসে রাজশাহীতে শেখ হাসিনার পতনের একদফা দাবিতে অসহযোগ আন্দোলনরত বিক্ষুব্ধ ছাত্র-জনতার মিছিলের দৃশ্য।

আরো কিছু লেখা