তাসনিম তাবাস্সুম মুনমুন

ফেলো, ডিসমিসল্যাব
This article is more than 2 months old
আওয়ামী লীগের লকডাউন ঘিরে মানুষের উচ্ছ্বাস দেখানোর ভিডিওটি এআই দিয়ে বানানো ফ্যাক্টচেক

আওয়ামী লীগের লকডাউন ঘিরে মানুষের উচ্ছ্বাস দেখানোর ভিডিওটি এআই দিয়ে বানানো

তাসনিম তাবাস্সুম মুনমুন

ফেলো, ডিসমিসল্যাব

সম্প্রতি ফেসবুকে রাস্তায় আগুন জ্বালিয়ে বেশ কয়েকজন মানুষের উল্লাসের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ছয় সেকেন্ডের সেই ভিডিওতে বলা হচ্ছে, বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা আগামী ১৩ নভেম্বরের লকডাউনের জন্য মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাসের দৃশ্য এটি। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে বানানো। এআই কনটেন্ট সনাক্তকরণ টুলও বলছে ভিডিওটি এআই প্রযুক্তির সহায়তায় বানানোর সম্ভাবনা প্রায় শতভাগ। 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকায় ১৩ নভেম্বরের “লকডাউন” কর্মসূচিকে ঘিরে মানুষের উচ্ছ্বাসের দাবিতে সামাজিক মাধ্যম ফেসবুকে গত ১১ নভেম্বরের একটি পোস্ট দেখতে পায় ডিসমিসল্যাব। ওইদিনই একাধিক ব্যবহারকারী (, ) একই দাবিতে ভিডিওটি শেয়ার করেন।

একই দাবিতে পোস্ট করা এক ভিডিওর বিবরণে লেখা, “১৩ তারিখের লকডাউনের জন্য আজ সন্ধ্যায় মানুষের বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস!! জুলাই ষড়যন্ত্রের বিপ্লব, ধিরে ধিরে সত্যিকারের প্রতিবিপ্লবের রূপ নিচ্ছে, আলহামদুলিল্লাহ, জয় বাংলা” (বানান অপরিবর্তিত)।

এক ব্যবহারকারী সেখানে মন্তব্যে লিখেছেন, “এই সময়ে দেশরক্ষা করতে, নিশ্চিত গ্রেফতার জেনেও যারা ঢাকাসহ সারা দেশে মিছিল করছেন তারা হচ্ছে এই নব প্রজন্মের দেশ প্রেমিক মুক্তিযুদ্ধা। তাদের জন্য রইলো বিপ্লবী সালাম ও শুভেচ্ছা। ” আরেকজন লিখেছেন, “জুলাই জঙ্গি সন্ত্রাসীরা যেখানেই থাকো তোমাদের যে কি অবস্থা হবে”। ভিডিওটি এ পর্যন্ত ৭০ হাজারের বেশিবার দেখা হয়েছে। 

ভিডিওর সত্যতা যাচাইয়ে দেখা যায়, সেখানে দৃশ্যমান দুইটি ব্যানারের লেখা বিকৃত হয়ে আছে, যা এআই দিয়ে তৈরি ভিডিওর সাধারণ বৈশিষ্ট্য। আশেপাশের ভবনের লেখাও অস্পষ্ট। এছাড়া ভিডিওর শুরুতে সামনে থাকা এক ব্যক্তির দুই হাতে লাঠি থাকলেও হঠাৎ এক হাতের লাঠি উধাও হয়ে যায়। তাছাড়া ঐ ব্যক্তি লাঠি যেখানে ধরে আছে, সেখানে আগুন জ্বলতে দেখা গেলেও ব্যক্তির হাতে আগুনের কোনো স্পর্শ নেই।

তাছাড়া এআই কনটেন্ট শনাক্তকরণ টুল হাইভ মডারেশন দিয়ে যাচাই করে দেখা গেছে, ভিডিওটি এআই দিয়ে তৈরির সম্ভাবনা প্রবল।

  • আওয়ামী লীগের লকডাউন ঘিরে মানুষের উচ্ছ্বাস দেখানোর ভিডিওটি এআই দিয়ে বানানো ফ্যাক্টচেক
  • আওয়ামী লীগের লকডাউন ঘিরে মানুষের উচ্ছ্বাস দেখানোর ভিডিওটি এআই দিয়ে বানানো ফ্যাক্টচেক

অর্থাৎ, ভিডিওর এসব বিকৃতি ও অসঙ্গতি থেকে বোঝা যায় এটি বাস্তব কোনো দৃশ্য নয়, বরং এআই দিয়ে তৈরি।

এর আগেও দলটির মিছিল বা আন্দোলনের দাবিতে সামাজিক মাধ্যমে একাধিকবার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি ভিডিও ছড়িয়ে পড়তে দেখা গেছে।

আরো কিছু লেখা