সুদেষ্ণা মহাজন অর্পা

ইন্টার্ন, ডিসমিসল্যাব
This article is more than 2 months old
আওয়ামী লীগের লকডাউনের প্রস্তুতি বলে বিএনপির মশাল মিছিলের ভিডিও প্রচার ফ্যাক্ট চেক

আওয়ামী লীগের লকডাউনের প্রস্তুতি বলে ছড়াচ্ছে বিএনপির মশাল মিছিলের ভিডিও

সুদেষ্ণা মহাজন অর্পা

ইন্টার্ন, ডিসমিসল্যাব

১৩ নভেম্বর আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে প্রস্তুতি চলছে এমন দাবিতে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, মূল ভিডিওটি গত ৯ নভেম্বর টেকনাফে মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতার সমর্থকদের কাফন পরে মশাল মিছিলের একটি দৃশ্য।

সামাজিক মাধ্যম ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে ১১ নভেম্বর ১৫ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করা হয়। বিবরণে লেখা, “মধ্যরাতে শুরু হয়ে গেছে,, এই মুহূর্তে লকডাউনের প্রস্তুতি চলছে।১৩ তারিখ,ইনশাআল্লাহ,,,,, জয় বাংলা জয় বঙ্গবন্ধু।” (লেখা অপরিবর্তিত)

এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ভিডিওটি ৩০ হাজারের বেশিবার দেখা হয়েছে এবং চারশোর বেশি শেয়ার করা হয়েছে।

ফেসবুকের বেশকিছু ব্যক্তিগত প্রোফাইল থেকেও (,,,,,,) একই দাবিতে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা রাস্তায় বেশ কিছু মানুষ জ্বলন্ত মশাল হাতে নিয়ে বিক্ষোভ করছে। সামনের সারিতে থাকা সাদা পোশাক পরে একদল লোক স্লোগান দিতে দিতে সামনে এগিয়ে যাচ্ছে। বেশকিছু ব্যক্তি সেই দৃশ্য মোবাইলে ক্যামেরাবন্দী করছে। পুরো ভিডিওর অডিওতে শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ শোনা যাচ্ছে।

ভিডিওটির ফ্যাক্টচেকে বিভিন্ন কিফ্রেম ধরে রিভার্স ইমেজ সার্চ করলে সংবাদমাধ্যম চ্যানেল টোয়েন্টিফোরের আঞ্চলিক ইউটিউব চ্যানেল “চট্টগ্রাম টোয়েন্টিফোর”-এ প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। গত ৯ নভেম্বর প্রকাশিত সেই ভিডিওর বিবরণে লেখা, “মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে বিএনপি নেতার সমর্থকদের মশাল মিছিল |” ৬ মিনিট ২ সেকেন্ডের সেই ভিডিও প্রতিবেদনের ৪ মিনিট ১১ সেকেন্ড থেকে ৪ মিনিট ২৪ সেকেন্ড অংশের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।

ঘটনাটি নিয়ে অধিকতর যাচাইয়ে প্রাসঙ্গিক বিভিন্ন কিওয়ার্ড সার্চ করে দেখে ডিসমিসল্যাব। দেখা যায়, একই ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে একাধিক (, , , , ,) প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সংবাদমাধ্যম সমকালে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ৯ নভেম্বর সন্ধ্যায় কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে মশাল মিছিল করেছিল জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহর কর্মী-সমর্থকরা।

অর্থাৎ, টেকনাফে মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিএনপি নেতাকর্মীদের মশাল মিছিলের ভিডিওকে ভুয়া দাবিতে ১৩ নভেম্বর লকডাউনের প্রস্তুতি হিসেবে আওয়ামী লীগের মশাল মিছিলের দৃশ্য দাবিতে প্রচারিত হচ্ছে।

প্রসঙ্গত, দেশের ১৩তম জাতীয় নির্বাচন উপলক্ষে গত ৪ নভেম্বর বিএনপি দেশের ২৩৭টি আসনে সংসদ প্রার্থীর নাম ঘোষণা করে। সেখানে কক্সবাজার–৪ আসনে শাহজাহান চৌধুরীর নাম ঘোষণা করা হয়। এরপর থেকেই টেকনাফে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি করছে মোহাম্মদ আব্দুল্লাহর কর্মী-সমর্থকরা।

আরো কিছু লেখা