সুদেষ্ণা মহাজন অর্পা

ইন্টার্ন, ডিসমিসল্যাব
আওয়ামী লীগের সঙ্গে জোট বাঁধতে আপত্তি নেই বিএনপির– দাবিতে ছড়ানো যমুনা টিভির ফটোকার্ডটি ভুয়া

আওয়ামী লীগের সঙ্গে জোট বাঁধতে আপত্তি নেই বিএনপির– দাবিতে ছড়ানো যমুনা টিভির ফটোকার্ডটি ভুয়া

সুদেষ্ণা মহাজন অর্পা

ইন্টার্ন, ডিসমিসল্যাব

কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগ চাইলে বিএনপির সাথে জোট বেঁধে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে এমন মন্তব্য করেছেন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এই দাবিতে যমুনা টিভির লোগোযুক্ত একটি ফটোকার্ড সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, এমন কোনো ফটোকার্ড যমুনা টিভি প্রকাশ করেনি।

ফেসবুকে একটি গ্রুপ থেকে আজ (৮ ডিসেম্বর) বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের ছবি সম্বলিত ফটোকার্ডটি ছড়িয়ে পড়ে। যমুনা টিভির অনুকরণে সৃষ্ট সেই ফটোকার্ডের ভেতরে সালাহউদ্দিন আহমেদ ছবি সংযুক্ত করে লেখা “আঃলীগ চাইলে বিএনপির সাথে জোট বেঁধে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে।”

কার্ডের নিচে বাম দিকে যমুনা টিভির লোগো দেওয়া। এছাড়া কার্ডের নিচের দুইপাশে “৭ ডিসেম্বর  ২০২৫ তারিখ” এবং যমুনা টিভির ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে। ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকেও একই দাবিতে ফটোকার্ডটি পোস্ট করা হয়। তবে সেখানে যমুনা টিভির লোগোটি কেটে দেওয়া হয়েছে। কার্ডের বিবরণে পোস্টদাতা লিখেছেন, “ভারতের দালাল বলে কি।”

ফটোকার্ডের সত্যতা নিশ্চিত করতে যমুনা টেলিভিশনের ফেসবুক পেজের ৭ ডিসেম্বরের ফটোকার্ড ও পোস্টগুলো যাচাই করে দেখে ডিসমিসল্যাব। তবে নির্দিষ্ট এই তারিখে এ ধরনের কোনো ফটোকার্ড বা খবর সংবাদমাধ্যমটির অফিশিয়াল ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি।

এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে, যমুনা টেলিভিশনের সাথে যোগাযোগ করে ডিসমিসল্যাব। সংবাদমাধ্যমটির নিউ মিডিয়া বিভাগের সম্পাদক রুবেল মাহমুদ জানিয়েছেন, প্রচারিত ফটোকার্ডটি যমুনা টিভির নয়।

অর্থাৎ, যমুনা টিভির নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া। আওয়ামী লীগ চাইলে বিএনপির সাথে জোট বেঁধে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে সংক্রান্ত কোনো মন্তব্য সালাউদ্দিন আহমেদ করেননি।

আরো কিছু লেখা