সুদেষ্ণা মহাজন অর্পা

ইন্টার্ন, ডিসমিসল্যাব
গাঁজা বিরোধী অভিযানের ভিডিও ছড়াচ্ছে ভারত -বাংলাদেশ সীমান্তে সেনা মোতায়েন বলে

গাঁজা বিরোধী অভিযানের ভিডিও ছড়াচ্ছে ভারত -বাংলাদেশ সীমান্তে সেনা মোতায়েন বলে

সুদেষ্ণা মহাজন অর্পা

ইন্টার্ন, ডিসমিসল্যাব

ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন করে হাজার হাজার ভারতীয় সেনা মোতায়েন করা হয়েছে এমন দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, মূল ভিডিওটি চলতি বছরের ১৮ নভেম্বর ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলায় গাঁজা বিরোধী অভিযানের।

ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে ২১ ডিসেম্বর একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওর ক্যাপশনে লেখা হয়, “ভারত বাংলাদেশ সীমান্তে নতুন করে হাজার হাজার ভারতীয় সেনা মোতায়েন। বাংলাদেশ ইউক্রেন হওয়ার পথে। তথাকথিত বিপ্লবীদের শাউয়া মাউয়া মনে হয় আর থাকবে না।”(লেখা অপরিবর্তিত)। ভিডিওর ভেতরে নিচের বামকোণে “সময় টিভি”র লোগো দেওয়া।

ফেসবুকের একাধিক ব্যক্তিগত প্রোফাইল (, , , , , ), গ্রুপ (, ,) এবং পেজ (, ) থেকে একই দাবিতে ভিডিওটি পোস্ট করা হয়। ১০ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, অনেক সেনা সদস্য ঢালু পাহাড়ি পথ বেয়ে এগিয়ে যাচ্ছে। 

সত্যতা যাচাইয়ে, ভিডিওর বিভিন্ন কিফ্রেম ধরে রিভার্স ইমেজ সার্চ করলে ডিসমিসল্যাবের সামনে আসে ত্রিপুরাভিত্তিক সংবাদমাধ্যম ‘আগুলি’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ২০২৫ সালের ১৯ নভেম্বর পোস্ট করা একটি ভিডিও

ভিডিওর ক্যাপশনে লেখা, “মাদকবিরোধী এক অভিযানে, পুলিশ সুপার বিজয় দেববর্মার নেতৃত্বে সিপাহীজলা জেলা পুলিশ একদিনে ১২ লক্ষেরও বেশি গাঁজা গাছ ধ্বংস করেছে। জেলা পুলিশ, টিএসআর, সিআরপিএফ এবং বন বিভাগের প্রায় ৫০০ জন কর্মীর সহায়তায়, বিশালগড়, বিষ্ণুগঞ্জ, কালামচৌড়া, সোনামুড়া এবং মেলাঘর – এই পাঁচটি থানা এলাকায় একযোগে অভিযান চালানো হয়েছে। জেলার সর্ববৃহৎ হিসেবে এই অভিযানটি সিপাহীজলাকে গাঁজামুক্ত অঞ্চল হিসেবে গড়ে তোলার একটি বিশেষ উদ্যোগের অংশ। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এই সমন্বিত প্রচেষ্টার প্রশংসা করেছেন, মাদক-সম্পর্কিত কার্যকলাপের বিরুদ্ধে রাজ্যের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।”

৪১ সেকেন্ডের ভিডিওটির প্রথম ১০ সেকেন্ডের সাথে ছড়িয়ে পড়া ভিডিওর হুবহু মিল রয়েছে। আগুলির ফেসবুক পেজ থেকে পোস্ট হওয়া ৪ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওর শুরুতে একই দৃশ্য রয়েছে।

আরও বিস্তারিত জানতে বিভিন্ন প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করলে, একাধিক ভারতীয় গণমাধ্যমে (, , , , ) প্রকাশিত প্রতিবেদন পাওয়া যায়। হেডলাইনস ত্রিপুরা ন্যাশানাল-এ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলা পুলিশ সুপার দেববার্মার নেতৃত্বে চলতি বছরের ১৮ নভেম্বর প্রায় ৫০০ জওয়ান (ভারতীয় সেনা) নিয়ে সর্ববৃহৎ গাঁজা বিরোধী অভিযান পরিচালিত হয়। জেলার বিশালগড়, বিশ্রামগঞ্জ, কলমচৌড়া, সোনামুড়া ও মেলাঘর থানার মিলিত অভিযানে ধ্বংস করা হয় ১২ লক্ষেরও বেশি গাঁজা গাছ। যার বাজারমূল্য প্রায় ৫০ কোটি ভারতীয় রূপি। পুলিশের পক্ষ থেকে দাবি  করা হয়, এত বড় অভিযান এর আগে কখনো হয়নি এই সিপাহীজলা জেলায়।

অর্থাৎ, ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন করে হাজার হাজার ভারতীয় সেনা মোতায়েন করা হয়েছে বলে প্রচারিত দাবিটি ভুয়া। মূল ঘটনাটি ভারতে ত্রিপুরা রাজ্যের সিপাহীজলায় গাঁজা বিরোধী অভিযানে ভারতীয় সেনাদের পাহাড়ে যাওয়ার দৃশ্য।

আরো কিছু লেখা