তাসনিম তাবাস্সুম মুনমুন

ফেলো, ডিসমিসল্যাব
জরিপে ৭৫ ভাগ মানুষ আওয়ামী লীগকে চায় দাবিতে ছড়ানো ভিডিওটি ভুয়া

জরিপে ৭৫ ভাগ মানুষ আওয়ামী লীগকে চায় দাবিতে ছড়ানো ভিডিওটি ভুয়া

তাসনিম তাবাস্সুম মুনমুন

ফেলো, ডিসমিসল্যাব

ভয়েস অফ আমেরিকার জরিপের বরাতে বাংলাদেশের ৭৫ শতাংশ মানুষ আওয়ামী লীগকে চায়— এই দাবির একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে ফ্যাক্টচেকে দেখা যায়, ভয়েস অফ আমেরিকার এক বছর পুরোনো সেই জরিপে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে ছিল ৫৭ শতাংশ মানুষ, ৭৫ শতাংশ নয়।

“ভয়েস অব অ্যামেরিকার জরিপে দেখা গেছে বাংলাদেশের ৭৫ পার্সেন্ট মানুষ চায় আওয়ামী লীগ ফিরে আসুক”— ক্যাপশনের একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যম ফেসবুকে। ভিডিওতে এক সংবাদ উপস্থাপককে বলতে শোনা যায়, “ভয়েস অব অ্যামেরিকার জরিপে দেখা গেছে বাংলাদেশের (অস্পষ্ট) পার্সেন্ট লোক চায় আওয়ামী লীগ ফিরে আসুক ও ও ক্ষমতায় বসুক।” ফোরটিন নিউজ লোগো সংবলিত এই ভিডিওটি এ পর্যন্ত ব্যবহারকারীরা ৩ লাখের বেশিবার দেখেছেন। আর শেয়ার হয়েছে এক হাজারের বেশি বার।

কিওয়ার্ড সার্চে ভয়েস অফ আমেরিকার এ সংক্রান্ত সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে প্রকাশিত একটি জরিপ খুঁজে পায় ডিসমিসল্যাব। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত, নাকি তাদের রাজনীতি চালিয়ে যেতে দেওয়া উচিত- এই প্রশ্নে একটি জরিপ করে ভয়েস অফ আমেরিকা বাংলা।

২০২৪ সালের ২৭ নভেম্বর ভয়েস অফ আমেরিকা তাদের ওয়েবসাইট জরিপের এই প্রতিবেদন প্রকাশ করে। জরিপের উত্তরদাতারা তারও প্রায় একমাস আগে তাদের মতামত জানিয়েছেন। প্রকাশিত এই জরিপের ফল অনুযায়ী, বাংলাদেশের ৫৭ শতাংশ মানুষ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে। অন্যদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন ৩৫ দশমিক ৫ শতাংশ মানুষ। 

ভিডিওতে ফোরটিন নিউজ নামের যে লোগো দেখা যাচ্ছে সেরকম নাম বা লোগো-র কোনো বাংলা গণমাধ্যমের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া ব্রেকিং নিউজ বলে লেখা দেখা যায়, “অবিদিরর বজির আল সি বায়ুসিদিয় হযান, নৌ, উ% কবার, ডাক বালি সউর সোউক নর আলার”— যার কোনো অর্থ নেই। এ ধরণের বিকৃত লেখা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও-র একটি সাধারণ বৈশিষ্ট্য।

ভিডিও-এর ডান পাশে ‘ভিও’ লেখা একটি ওয়াটারমার্ক দেখা যায়। ভিও হলো গুগল ডিপমাইন্ডের তৈরি একটি টেক্সট-টু-ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মডেল। ভিও ব্যবহার করে তৈরি এআই ভিডিও সাধারণত ৮ সেকেন্ডের হয়, যা যাচাই করা ভিডিও এর সাথে মিলে যায়। কনটেন্ট শনাক্তকরণ টুল ডিপফেক-ও-মিটার দিয়ে যাচাই করে দেখা গেছে, ভিডিওটি এআই দিয়ে তৈরির সম্ভাবনা প্রবল (১০০%)।

প্রসঙ্গত, ভয়েস অফ আমেরিকা বাংলার এডিটোরিয়াল নির্দেশনা অনুযায়ী গবেষণা সংস্থা ওআরজি কোয়েস্ট রিসার্চ লিমিটেড এই জরিপ পরিচালনা করে। নির্দিষ্ট (ক্লোজ এন্ড) প্রশ্নমালার ভিত্তিতে কম্পিউটারের সহায়তায় টেলিফোন সাক্ষাৎকারের মাধ্যমে দেশের আট বিভাগে ১৮ বছর ও তদূর্ধ্ব এক হাজার মানুষের মধ্যে জরিপ চালানো হয়। এই জরিপের ত্রুটির সম্ভাব্য সীমা ৩ দশমিক ১ শতাংশ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

অর্থাৎ, ভয়েস অফ আমেরিকার জরিপে ৭৫% শতাংশ মানুষ চায় আওয়ামী লীগ ফিরে আসুক ও ক্ষমতায় বসুক দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটি এআই দিয়ে তৈরি। এছাড়া, ভয়েস অফ আমেরিকার মূল জরিপের সঙ্গেও রয়েছে অমিল।

গুগলের ভিও এআই বা অন্যান্য এআই টুল ব্যবহার করে তৈরি ভিডিও মিথ্যা দাবিতে প্রায়ই বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়াতে দেখা যায়। ডিসমিসল্যাব এর আগে এআই দিয়ে তৈরি ভিডিওর ওপর একাধিক ফ্যাক্টচেক রিপোর্ট (, , , , ) প্রকাশ করেছে।

আরো কিছু লেখা