তাসনিম তাবাস্সুম মুনমুন

খালেদা জিয়া হাঁটছেন দাবিতে ছড়াচ্ছে এআই ছবি
তাসনিম তাবাস্সুম মুনমুন
জুবাইদা রহমানের পরিশ্রম ও সেবায় খালেদা জিয়া সুস্থ এবং হাঁটতে পারছেন দাবিতে একাধিক ছবি ও ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে ফ্যাক্টচেকে দেখা যায়, এসব ছবি ও ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।
জাইমা রহমানের নাম ও ছবি ব্যবহার করে তৈরি একটি আনভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে একাধিক ছবি (১, ২) ছড়ানো হয়েছে। একটি ছবির ক্যাপশনে লেখা, “আলহামদুলিল্লাহ আমার মায়ের অক্লান্ত পরিশ্রম এবং সেবায় আমার দাদু একটু সুস্থ এবং হাঁটতে পারতেছে সকলেই দোয়া করবেন।”

ছবিতে খালেদা জিয়াকে জুবাইদা রহমানের হাত ধরে হাঁটতে দেখা যায়। মন্তব্যে একজন লিখেছেন, “শুধু মায়ের সুনাম না করে পরিবারের সবার সুনাম করার দরকার ছিল। কোকর স্ত্রীর অবদান কম না। প্রথম থেকেই তিনি শাশুড়ির সঙ্গে আছেন।” (বানান অপরিবর্তিত)। এই পোস্টে দেড় লাখের বেশি প্রতিক্রিয়া আছে, শেয়ার হয়েছে ৩৭০০ বারের বেশি।
একই ছবির সাথে আরও কয়েকটি ছবি জুড়ে দিয়ে আরেকটি পোস্ট করা হয় এই পেজ থেকে। পোস্টে একজন মন্তব্য করেছেন, “শুধু মায়ের সেবা যত্নই নয়,সারাদেশের মানুষ দেশের সকল মসজিদে দোয়া করেছে, এটা ভূলে গেলে চলবে? ” (বানান অপরিবর্তিত)। এই পোস্ট শেয়ার হয়েছে ১৭০০ বারের বেশি।
এই পেজ থেকেই খালেদা জিয়া সুস্থ হওয়ার দাবিতে একটি ভিডিও ছড়ানো হয়। তাতে একজন মন্তব্য করেন, “মাশাআল্লাহ এরকম সেবা যত্ন যদি অনেক আগে করা হতো তাহলে সুস্থ হয়ে যেতেন কিন্তু সেটা ব্যাগে জুটেনি এটাই অনেক কষ্টের বিষয়।” (বানান অপরিবর্তিত)।
কিওয়ার্ড ও কিফ্রেম সার্চে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত এ ধরণের কোনো তথ্য নির্ভরযোগ্য সূত্রে বা সংবাদ প্রতিবেদনে খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি এই দাবিকে মিথ্যা ও ভিত্তিহীন বলে জানান।
এআই কনটেন্ট শনাক্তকরণ টুল এআইঅরনট, হাইভ মডারেশন ও ডিপফেক-ও-মিটার দিয়ে যাচাই করেও দেখা গেছে এই ভিডিও ও ছবিগুলো এআই দিয়ে তৈরির সম্ভাবনা প্রায় শতভাগ।
প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর স্বাস্থ্য সংকট নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। ডা. এ জেড এম জাহিদ হোসেন ১০ ডিসেম্বর (বুধবার) এক সংবাদ ব্রিফিংয়ে জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। তিনি আরও বলেন, দেশেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বোত্তম চিকিৎসা চলছে এবং প্রয়োজনে যেকোনো সময় দেশের বাইরে নেওয়া হতে পারে।
অর্থাৎ, খালেদা জিয়া সুস্থ ও হাঁটতে পারছেন দাবিতে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিগুলো বাস্তব নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। প্রসঙ্গত, এর আগেও খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে ছড়ানো এআই ভিডিও নিয়ে ফ্যাক্টচেক করেছে ডিসমিসল্যাব।

