মো. তৌহিদুল ইসলাম

ফেলো, ডিসমিসল্যাব
মেঝেতে ছিল শুধু পাকিস্তানের পতাকা, এআই দিয়ে যুক্ত হলো আরও চার দেশের

মেঝেতে ছিল শুধু পাকিস্তানের পতাকা, এআই দিয়ে যুক্ত হলো আরও চার দেশের

মো. তৌহিদুল ইসলাম

ফেলো, ডিসমিসল্যাব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের প্রবেশপথে পাকিস্তানসহ মোট পাঁচটি দেশের পতাকা সাঁটানো একটি ছবি সম্প্রতি সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত হয়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, পাকিস্তানের পতাকার ছবিতে এআই দিয়ে অন্যান্য দেশের পতাকাগুলো যুক্ত করা হয়েছে। 

৯ ডিসেম্বর সংবাদমাধ্যম রাইজিং বিডি ডট কমের অনলাইন পোর্টালে পাঁচটি দেশের পতাকা সম্বলিত ছবিটি ব্যবহার করে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। ছবিতে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের প্রবেশপথের মেঝেতে ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ভারত ও পাকিস্তানের ছবি সাঁটানো। রাইজিং বিডির প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকালে ডাকসু ভবনে প্রবেশপথে পাকিস্তানের পতাকার পাশে ভারত ও ইসরায়েলে পতাকা সেঁটে দেওয়া হয়েছে। পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পতাকাও সাঁটানো হয়।

উক্ত সংবাদমাধ্যম ছাড়াও ফেসবুকে একই ছবি ছড়াতে দেখা যায়। “পাবলিকিয়ান” নামের একটি পেজ থেকে ছবিটিপোস্ট করে লেখা হয়, “আর কোনো পতাকা বাকি আছে? © ডাকসু ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়।” সামাজিকমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ভারত ও ইসরাইলের পতাকা যুক্ত একই ধরণের একটি ছবিপোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “বাংলাদেশ ১৯৭১ সালের কথাও ভুলে যায়নি, ভারতীয় আধিপত্য এবং ইসরায়েলি আগ্রাসনের কথাও ভুলে যায়নি।”

দাবির সত্যতা যাচাইয়ে দেখা যায়, ছবিটির নিচে ডান কোণে গুগলের জেমিনি এআইয়ের (Gemini AI) একটি লোগো রয়েছে। গুগল অ্যাসিস্ট্যান্ট জেমিনির “ন্যানো বানানা” নামের একটি মডেল ব্যবহার করে ছবি সম্পাদনা করলে, সম্পাদিত ছবিতে লোগোটির এমন জলছাপ থাকে। এছাড়া, প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে, সংবাদমাধ্যম চ্যানেল ওয়ান নিউজের একটি ভিডিও প্রতিবেদন ও ফেসবুকে পোস্ট হওয়া কেবল পাকিস্তানের পতাকা সম্বলিত একটি ছবি খুঁজে পাওয়া যায়।

চ্যানেল ওয়ান নিউজের প্রতিবেদনে জানানো হয়, “সরেজমিনে গিয়ে ডাকসুর সামনে কোনো পতাকার অস্তিত্ব পাওয়া যায়নি। দায়িত্বরত নিরাপত্তারক্ষীও নিশ্চিত করেছেন যে, সকালে এমন কোনো পতাকা লাগানো হয়নি।” তবে ডাকসুর প্রবেশপথের মেঝেতে এর আগে কেবল পাকিস্তানের পতাকা লাগানো হয়েছিল বলে প্রতিবেদনে নিশ্চিত করে সংবাদমাধ্যমটি। 

অন্যদিকে ফেসবুকে পোস্ট হওয়া কেবল পাকিস্তানের পতাকা সম্বলিত ছবির সঙ্গে, এআই দিয়ে সম্পাদিত ছবিটির উল্লেখযোগ্য মিল খুঁজে পাওয়া যায়। ছবিটি গতকাল (৮ ডিসেম্বর) একটি প্রোফাইল থেকে পোস্ট করা হয়। এই ছবিটির মাঝখানের অংশের সঙ্গে সম্পাদিত ছবিটির হুবহু মিল রয়েছে। 

অর্থাৎ, পাকিস্তানের পতাকা থাকা ছবিটি এআই দিয়ে সম্পাদনা করা অন্যান্য দেশের পতাকাগুলো যুক্ত করা হয়েছে।

আরো কিছু লেখা