যোগ দিন, থাকুন সদাসতর্ক!
অনলাইনে মিথ্যা, বিভ্রান্তিকর তথ্যের মুখে পড়েন না— এমন কেউ আছেন? হয়তো না। ফেসবুকে স্ক্রল করতে করতে, ইউটিউব-টিকটকে ব্রাউজ করতে করতে প্রায়ই আমাদের সামনে আসে এমন সব তথ্য সম্বলিত দাবি, যার হয়তো কোনো সত্যতাই নেই। বা তথ্যটিকে উপস্থাপন করা হয়েছে সত্য-মিথ্যা মিলিয়ে, যা তৈরি করে বিভ্রান্তি।
অনলাইনে ভেসে আসা এমন অনেক মিথ্যা হয়তো খুব বেশি ক্ষতিকর নয়। কিন্তু এমন অনেক অপতথ্যও প্রায়ই আমাদের নিউজফিডে জায়গা করে নেয়, যেগুলো কোনো বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গিই পাল্টে দেয়। বাস্তব অনেক কাজ-সিদ্ধান্তকে প্রভাবিত করে। মিথ্যা তথ্য, ভুল ধরনের ব্যাখ্যা দিয়ে গড়ে ওঠে দৃষ্টিভঙ্গি, চিন্তাপদ্ধতি।
ডিসমিসল্যাব অনলাইনে চালু থাকা এই মিথ্যা তথ্যের প্রবাহকে যাচাই করতে চায়। এগুলোর প্রভাব-ঝুঁকি কমিয়ে আনতে চায়। বলাই বাহুল্য, কাজটি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষেই একা একা করা সম্ভব নয়। চাই অনেক মানুষের সম্পৃক্ততা, যেন মিথ্যা তথ্য দ্রুত সনাক্ত করা যায়, সঠিক তথ্যটি আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে দেওয়া যায়। এটিই সদাসতর্ক গ্রুপের লক্ষ্য।
এখানে আমরা অপতথ্যের ধরন, ধারা-প্রবণতা নিয়ে অকপটে কথা বলব। ভুল বা বিভ্রান্তিকর তথ্য চোখে পড়লে সেটি ধরিয়ে দেব। কীভাবে সত্যাসত্য যাচাই করা যায়— তার উপায়-কৌশল নিয়ে আলোচনা করব। ডিসমিসল্যাবের সদাসতর্ক গ্রুপে যোগ দিয়ে আপনিও সঠিক তথ্যের স্রোতকে শক্তিশালী করতে পারেন।
কী হবে সদাসতর্ক গ্রুপে
- বাংলা ভাষাভাষী অঞ্চলে প্রায়ই যেসব মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে— সেগুলো দ্রুত সনাক্ত করে ফেলাই হবে এই গ্রুপের একটি অন্যতম উদ্দেশ্য। অনলাইনের যেকোনো প্ল্যাটফর্ম বা সংবাদমাধ্যমে যদি কোনো সন্দেহজনক দাবি আপনার চোখে পড়ে- তাহলে চট করে সেটি এই গ্রুপে শেয়ার করে অন্যদের জানিয়ে দিন।
- ডিসমিসল্যাবের পক্ষ থেকে সত্যাসত্য যাচাই করা হবে দাবির পরিধি-ব্যাপ্তি ও যাচাইযোগ্যতা নির্ধারণ করে। সেগুলোও নিয়মিত শেয়ার করা হবে সদাসতর্ক গ্রুপে, যেন সবাই সতর্ক হতে পারেন এবং অন্যদের জানাতে পারেন সংশ্লিষ্ট বিষয়ের সঠিক তথ্য ও ব্যাখ্যাটি।
- জনপরিসরে ক্ষতিকর প্রভাব তৈরি করতে পারে, কিন্তু প্রায়ই অলক্ষিত থেকে যায়— এমন কোনো ভুল বা মিথ্যা তথ্য বিষয়ে যদি প্রতিবেদন তৈরি বা গবেষণামূলক কাজের তাগিদ বোধ করেন, তাহলে নির্দ্বিধায় জানান সদাসতর্ক গ্রুপে। ডিসমিসল্যাবের পক্ষ থেকে এমন কাজের উদ্যোগ নেওয়া হলে সেখানে আপনিও অংশ নিন সক্রিয়ভাবে।
- ‘সদাসতর্ক’ ফেসবুক গ্রুপের সদস্যরা ভুল বা মিথ্যা তথ্য চিহ্নিত করে নিজেরাও ব্যক্তিগত উদ্যোগে ফ্যাক্টচেক প্রতিবেদন তৈরি করতে পারেন। আপনার যাচাই মানসম্পন্ন হলে সেটি ডিসমিসল্যাবে প্রকাশিত হতে পারে। এজন্য পুরস্কারও থাকবে!
- অনলাইন জগতে যেন আরও বেশি মানুষ মিথ্যা ও অপতথ্যের ঝুঁকি ও প্রভাব সম্পর্কে সচেতন হতে পারেন, সেই লক্ষ্যে প্রশিক্ষণও আয়োজন করা হবে সদাসতর্ক গ্রুপের মাধ্যমে। এগুলোতে সক্রিয়ভাবে অংশ নিতে পারেন আপনিও।