ফাতেমা তাবাসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ভিডিওটি এক বছর পুরোনো

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ভিডিওটি এক বছর পুরোনো

ফাতেমা তাবাসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, আজ, ২৪ জুলাই ঠাকুরগাঁওয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে। তবে ডিসমিসল্যাবের যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি এক বছর পুরোনো। এটি ছিল ২০২৪ সালের জুলাই মাসে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার। সেসময় আন্দোলনরত ছাত্রদের গুম, হত্যা ও আটকের প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভে অংশ নিয়েছিলেন স্থানীয় শিক্ষার্থীরা।

সামাজিক মাধ্যম ফেসবুকে ‘প্রথম আলু’ নামের একটি পেজ থেকে ২৪ জুলাই একটি ভিডিও শেয়ার করে লেখা হয়, “বর্তমান ঠাকুরগাঁও এর অবস্থা। এভাবে নির্মমভাবে ছাত্র-ছাত্রীদের উপর পুলিশের লাঠি চার্জ।” শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের দাবিতে ভিডিওটি আরও কয়েকজন ব্যবহারকারী (, , , )  নিজ নিজ ফেসবুক প্রোফাইলেও শেয়ার করেন। প্রায় ৩৫ হাজার সদস্যবিশিষ্ট ‘সজীব ওয়াজেদ’ নামের একটি ফেসবুক গ্রুপেও ভিডিওটি একই বিবরণসহ ছড়াতে দেখা যায়। ‘প্রথম আলু’ নামের ফেসবুক পেজ থেকে শেয়ার করা ভিডিওটি এখন পর্যন্ত ৫২ হাজারের বেশি বার দেখা হয়েছে।

ভুয়া দাবিতে ছড়ানো ভিডিওর স্ক্রিনশট

ভিডিওটির প্রথম ৩০ সেকেন্ডে দেখা যায় পুলিশ সদস্যরা আন্দোলনরত শিক্ষার্থীদের লাঠিচার্জ করছেন। পরবর্তী এক মিনিটজুড়ে ঠাকুরগাঁওয়ে “বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি” ব্যানার সামনে নিয়ে শিক্ষার্থীরা মিছিল বা সমাবেশ করছেন। ১ মিনিট ২৮ সেকেন্ডে আন্দোলনকারীদের ঠাকুরগাঁও পৌরসভা কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে মুখোমুখি অবস্থান নিতে ও বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায়। ২ মিনিট ৩ সেকেন্ডের পর ভিডিওতে দেখা যায়, সেনাবাহিনীর গাড়ি উদ্দেশ্য করে আন্দোলনরত শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া” স্লোগান দিচ্ছে। সবশেষে ভিডিওতে শিক্ষার্থীদের হাতে প্ল্যাকার্ডসহ রাস্তায় অবস্থান কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়।

তবে রিভার্স অনুসন্ধানে দেখা যায় ভিডিওটি গত বছরের। ২০২৪ সালের ৩১ জুলাই ফেসবুকে একজন ব্যবহারকারীর প্রোফাইলে একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়। একই দিনে ‘ঠাকুরগাঁওয়ের প্রকাশিত সংবাদ’ নামের একটি ফেসবুক পেজেও “বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি”র ক্লিপগুলোর একটি ভিডিও আপলোড করা হয়। ভিডিওটির ক্যাপশনে বলা হয়, “ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলন, পুলিশের লাঠিচার্জ।”

রাইজিং বিডি-এর সংবাদ প্রতিবেদন

কীওয়ার্ড অনুসন্ধানে মূলধারার গণমাধ্যমে ঠাকুরগাঁওয়ের ওই দিনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে একাধিক প্রতিবেদন (, , ) পাওয়া যায়। ৩১ জুলাই দৈনিক রাইজিংবিডি-তে প্রকাশিত এক প্রতিবেদনে ভিডিওর প্রথম ৩০ সেকেন্ডে দেখানো পুলিশের লাঠিচার্জের দৃশ্যের একটি স্থিরচিত্রও ব্যবহার করা হয়েছে। এসব তথ্য থেকে স্পষ্ট যে ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার নয় বরং গত বছর জুলাইয়ে ঠাকুরগাঁওয়ের সাধারণ শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ভিডিও। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গ্রেপ্তারকৃত সমন্বয়ক ও শিক্ষার্থীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, দমন পীড়ন বন্ধ, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া, হত্যাকাণ্ডের সাথে জড়িত সবার বিচারসহ ৯ দফা দাবিতে ২০২৪ সালের ৩১ জুলাই ঠাকুরগাঁও জেলার অপরাজয় চত্বরে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান করেন। সেদিন আন্দোলনের সময় পুলিশ শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ শুরু করে। ভিডিওটি মূলত সেইদিনের ঘটনার একটি অংশ। এছাড়াও, ভুল দাবিতে শেয়ার করা ভিডিওর ২ মিনিট ৪ সেকেন্ডে বিক্ষোভরত এক শিক্ষার্থীর হাতে “STEP DOWN HASINA (স্টেপ ডাউন হাসিনা)” লেখা প্ল্যাকার্ড দেখা যায়।

‘স্টেপ ডাউন হাসিনা’ লেখা প্ল্যাকার্ড

অর্থাৎ, ভিডিওটি এক বছরের পুরোনো ঘটনার।

আরো কিছু লেখা