ডিসমিসল্যাব

ভারত-পাকিস্তান সংঘাতে ছড়াচ্ছে যেসব ভুল তথ্য
ডিসমিসল্যাব
ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে বেশকিছু ভুল তথ্য ছড়াচ্ছে। ডিসমিসল্যাব শুধু আজ বুধবারেই ক্ষেপনাস্ত্র হামলা ও যুদ্ধবিমান ভূপাতিত করাসহ অন্তত ৮টি ভুল ও বিভ্রান্তিকর দাবি যাচাই করেছে, যার বেশিরভাগই ছিল ছবি-ভিডিও। পুরোনো ফুটেজ, ভিডিও গেমের দৃশ্য, অথবা ভিন্ন ঘটনার ছবি-ভিডিও নতুন সংঘাতের সঙ্গে মিশিয়ে ছড়ানো হয় সামাজিক মাধ্যমের পোস্টে। কয়েকটি ভুল দাবি বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমেও জায়গা করে নিয়েছে।
ভারত-পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত নিয়ে ছড়ানো অপতথ্যগুলো যাচাই করে এই প্রতিবেদনে সেগুলো পর্যায়ক্রমে যুক্ত করা হয়েছে।

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে একজন ব্যবহারকারী দাবি করছেন, “ভারতের যুদ্ধবিমান ভুপাতিত করার দৃশ্য। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতীয় পাঁচটা যুদ্ধবিমান ধ্বংস করেছে পাকিস্তান। কয়েকজন ভারতীয় পাইলট আটক করেছে পাকিস্তান।” ভিডিওতে বিস্ফোরণের পর একটি বাড়িতে আগুন জ্বলতে দেখা যাচ্ছে।
যাচাইয়ে দেখা যায় ভিডিওটির শুরুতে বিস্ফোরণের দৃশ্যটি সাম্প্রতিক নয়। সামাজিক মাধ্যম ইউটিউবে একই ভিডিও পাওয়া যায় যা ২০২৪ সালের ১১ মার্চ আপলোড করা হয়েছিল। এটির সঙ্গে চলমান ভারত-পাকিস্তানের উত্তেজনার কোনো সম্পর্ক নেই। তবে ভুল দাবিযুক্ত ভিডিওর শেষে বাড়িতে আগুন জ্বলার দৃশ্যটি সাম্প্রতিক কিনা তা যাচাই করা যায়নি।

আরেকটি ভিডিও পোস্ট হতে দেখা যাচ্ছে সামাজিক মাধ্যম ফেসবুকে। ভিডিওতে মিসাইল ছুড়ে একটি বিমানকে ভূপাতিত করার দৃশ্য দেখা যায়। ভিডিওর ভেতরে লেখা “ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করার দৃশ্য।” ‘আজাদির ডাক’ নামের একটি পেজ থেকে পোস্ট হওয়া এই ভিডিওটি এখন পর্যন্ত শেয়ার করা হয়েছে ২০০ বারেরও বেশি।
ডিসমিসল্যাবের যাচাইয়ে দেখা যায়, এটি ৬ মে দিবাগত রাতে পাকিস্তান কর্তৃক ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার ভিডিও নয়। অন্তত ৯ দিন আগেও ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয়েছিল। ভিডিওটির শিরোনাম ছিল, “বিগ ব্রেকিং নিউজ 🛑|| ইন্ডিয়া অ্যাটাক 🛑|| ইন্ডিয়ান অ্যাটাক 🛑|| পাকিস্তান এয়্যার ফোর্স ডিফেন্স ||”। ইউটিউব চ্যানেলটির নাম ‘পোয়েট্রি রাঙ অফিসিয়াল’ এবং এটির লোকেশন দেয়া পাকিস্তান। কমেন্টে ভিডিওটিকে একজন আরমা ৩ গেমের অংশ বলেও দাবি করেন। তবে ডিসমিসল্যাব এই বিষয়ে নিশ্চিত হতে পারেনি।

ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করার সংবাদে ছবিটি ব্যবহার করতে দেখা যাচ্ছে গণমাধ্যমে। ছবিটিতে একটি বিধ্বস্ত বিমানে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। ছবিটি সংগৃহীত বলে উল্লেখ করা হয়েছে। কিছু গণমাধ্যম ফটোকার্ডে এই ছবিটি ব্যবহার করলেও পরবর্তীতে সরিয়ে নিয়েছে।
যাচাইয়ে দেখা যায় এটি ২০২৪ সালের সেপ্টেম্বরে ভারতের রাজস্থানে বিধ্বস্ত হওয়া একটি যুদ্ধবিমানের ছবি। প্রযুক্তিগত ত্রুটির কারণে প্রশিক্ষণের সময় ভারতীয় বিমান বাহিনীর মিগ-২৯ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। এটির সঙ্গে চলমান ভারত-পাকিস্তান উত্তেজনার কোনো সম্পর্ক নেই।

“আল্লাহু আকবার✊পাকিস্তান জিন্দাবাদ🇵🇰 এভাবেই ভারতের পাঁচটা বিমান ভূপাতিত করেছে। আলহামদুলিল্লাহ”- এই ক্যাপশনসহ ভিডিওটি পোস্ট হতে দেখা যাচ্ছে ফেসবুকে। সেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি মিসাইল ছুড়ে একটি হেলিকপ্টার ভূপাতিত করেছে। ‘ছাত্র শিবির’ নামের প্রোফাইল থেকে শেয়ার হওয়া এই ভিডিওতে এখন পর্যন্ত ৮০টিরও বেশি কমেন্ট দেখা যায় এবং শেয়ার হয়েছে ২০০ বারেও বেশি।
ডিসমিসল্যাবের যাচাইয়ে দেখা যায়, এটি একটি ভিডিও গেমের দৃশ্য। চলতি বছরের ৩১ মার্চ ইউটিউবে আপলোড হওয়া এই ভিডিওটির শিরোনাম ছিল “অন টারগেট! গ্রোজনিতে মার্কিন জেভেলিন রাশিয়ান হেলিকপ্টার ধ্বংস করেছে! #আরমা৩”। আরমা ৩ হলো একটি ভিডিও গেম। ভিডিওর বিবরণেও এটিকে গেমের দৃশ্য বলে উল্লেখ করা হয়েছে।

‘ইসলামিক নলেজ’ নামের পেজ থেকে ভারত-পাকিস্তানের যুদ্ধ শুরু হয়ে গেছে এমন দাবিযুক্ত ফেসবুক পোস্টে একটি ভিডিও যুক্ত করা হচ্ছে। ভিডিওতে একটি এলাকায় মিসাইল হামলা হতে দেখা যাচ্ছে। ভিডিওটির ডানদিকে উপরের প্রান্তে ‘ইন্ডিয়া’ লেখাটি দেখা যায়।
যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি ভারত বা পাকিস্তানের নয়। অন্তত সাত মাস পুরোনো ভিডিওটি পোস্ট করতে দেখা যায় ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরান ন্যাশনাল নিউজ এজেন্সিতে (ইরনা)। ২০২৪ সালের অক্টোবরে ইরনা তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করেছিল। তারা এটিকে ‘উত্তর তেল আবিবের হারজেলিয়ায় ইরানি মিসাইল হামলার দৃশ্য’ বলে উল্লেখ করে।

“আবারও পাকিস্তানে হামলা চালাচ্ছে ভারত”- এমন দাবিতে একটি ভিডিও পোস্ট হচ্ছে সামাজিক মাধ্যম ফেসবুকে। ভিডিওতে একটি এলাকায় সেনা মহড়া দিতে দেখা যাচ্ছে। বেশকিছু ট্যাংক থেকে গোলা নিক্ষেপ করতেও দেখা যায়।
ডিসমিসল্যাবের যাচাইয়ে ভিডিওটির প্রায় ৫ বছর পুরোনো সূত্র সামনে আসে। ‘ডিফেন্স দিল্লি রিভিউ’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ২০২০ সালের ১৬ জানুয়ারিতে পোস্ট করা হয়। ভিডিওর শিরোনাম ছিল, “দেবলালি রেঞ্জে ভারতীয় সেনাবাহিনীর ১২২ মিমি ‘আপগ্রেডেড’ গ্র্যাড মাল্টি ব্যারেল রকেট লঞ্চারের গুলিবর্ষণ।” অর্থাৎ, এই ভিডিওর সাথেও চলমান সংঘাতের কোন সম্পর্ক নেই।

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা দাবি করে একটি ভিডিও পোস্ট হচ্ছে ফেসবুকে। ভিডিওতে একটি এলাকায় বোমা হামলা হওয়ার দৃশ্য দেখা যাচ্ছে। হামলার সাথে সাথে তাঁবু থেকে কিছু মানুষকে দৌঁড়াতে দেখা যায়।
যাচাইয়ে দেখা যায় এই ভিডিওটি মূলত ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বোমা হামলার। ২০২৩ সালের ৯ নভেম্বর সংবাদমাধ্যম আল-জাজিরার একটি ভিডিও প্রতিবেদনে এই দৃশ্যটি দেখা যায়। ভিডিওর শিরোনাম ছিল, “গাজার ইন্দোনেশিয়ার হাসপাতালে আহতদের খবর পাওয়া যাচ্ছে”। ভিডিওর ৫ মিনিট ৭ সেকেন্ড থেকে ভুল দাবিতে ছড়ানো ভিডিওর দৃশ্যের সাথে হুবহু মিল পাওয়া যায়। অর্থাৎ এটি পাকিস্তান-ভারত সংঘাতের সাথে সম্পর্কিত নয়।

“ভারতের যুদ্ধবিমান বোপাদিত করেছে পাকিস্তানের সামরিক বাহিনী এবং ভারতীয় বিমান সেনাকে আটক করেছে পাকিস্তানি ক্ষুব্ধ জনতা যা পরবর্তীতে পাকিস্তানি আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করে।”- এমন ক্যাপশনে ভিডিও প্রচার হতে দেখা যাচ্ছে ফেসবুকে। ভিডিওতে দেখা যাচ্ছে একটি বিধ্বস্ত বিমানে আগুন জ্বলছে এবং কয়েকজন ব্যক্তি আগুন নেভানোর চেষ্টা করছে। এই পোস্টটি এখন পর্যন্ত ১০০ বারেরও বেশি শেয়ার হয়েছে।
ভিডিওটির সূত্র যাচাইয়ে দেখা যায় এটি চলতি বছরের এপ্রিলের একটি ঘটনার দৃশ্য। গত ১৬ এপ্রিল প্রকাশিত পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে এটিকে পাকিস্তানের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার দৃশ্য বলে উল্লেখ করা হয়েছে। ভিডিওর ১৪ সেকেন্ড থেকে অপর একটি ঘটনার দৃশ্য যোগ করা হয়েছে। যাচাইয়ে দেখা গেছে সেটিও পুরোনো একটি ঘটনার ভিডিও। ভারতের মধ্য প্রদেশে গত ৬ ফেব্রুয়ারি সেদেশের বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা এটি।
প্রসঙ্গত, গত ৬ মে দিবাগত রাতে পাকিস্তানের ৯টি স্থানে বিমান হামলার দাবি করে ভারত। এরপর পাকিস্তানও ভারতে পাল্টা হামলা চালায়। পাকিস্তানের প্রতিরক্ষা প্রধান ৫টি ভারতীয় বিমান বাহিনীর জেট ভূপাতিত করেছে বলে দাবি করে। এই পাল্টাপাল্টি আক্রমণে এখন পর্যন্ত পাকিস্তানের ২৬ জন এবং ভারতের ১০ নাগরিক নিহত হয়েছে বলে জানা যাচ্ছে।