তৌহিদুল ইসলাম রাসো

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
নাচের আয়োজক শিবির নয়, ঢাবির নৃত্যকলা বিভাগ

নাচের আয়োজক শিবির নয়, ঢাবির নৃত্যকলা বিভাগ

তৌহিদুল ইসলাম রাসো

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নাচের ভিডিও ভাইরাল হতে দেখা গেছে। বেশকিছু ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে দাবি করছেন এর আয়োজক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। তবে যাচাইয়ে দেখা গেছে, নাচের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগ, এর সঙ্গে শিবিরের কোনো সম্পৃক্ততা নেই। 

গত ২৯ এপ্রিল ১০ সেকেন্ডের একটি নাচের ভিডিও ডিসমিসল্যাবের নজরে আসে। সেদিন সকাল ১০টা ৪৪ মিনিটে ফেসবুকে ভিডিওটি শেয়ার করেন এক ব্যবহারকারী। বিবরণে লেখা, “আয়োজনে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির।” ভিডিওতে দেখা যাচ্ছে একদল নারী-পুরুষ ভিন্ন ভিন্ন পোশাকে নৃত্য করছেন আর তাদের পেছনে ছাত্রশবিবিরের নাম ও লোগো সম্বলিত ব্যানার দেখা যাচ্ছে। ভিডিওটি এখন পর্যন্ত ৮ লাখের বেশিবার দেখা হয়েছে। শেয়ার করা হয়েছে প্রায় তিন হাজার বার। ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়েছেন তিন হাজারের বেশি; আর মন্তব্য করেছেন প্রায় দেড় হাজার ব্যবহারকারী। 

আলোচিত পোস্টটির মন্তব্য বিশ্লেষণে দেখা যায়, সেখানে ব্যবহারকারীরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ ইসলামী দল হিসেবে এমন নাচের আয়োজন করায় শিবিরের সমালোচনা করে লিখেছেন, “নাউজুবিল্লাহ। এমন কাজ ইসলামি দলের নাম ভাঙ্গিয়ে করে তাদের লজ্জা থাকা উচিত।” আবার কেউ নাচের আয়োজক শিবির নয় বরং নৃত্যকলা বিভাগ জানিয়ে লিখেছেন, “নৃত্যকলা বিভাগের অনুষ্ঠান ছিল এটা; হয়তো আন্তর্জাতিক নৃত্যকলা দিবস উপলক্ষে ক্যাম্পাসে ওরা আজকে নৃত্য যাত্রা করে…।” ভিডিও পোস্টের প্রায় ৪ ঘন্টা পর পোস্টদাতা তার এক কমেন্টে বলেন, “এইটা শিবিরের একটি স্বেচ্ছাসেবী ইনফরমেশন বুথ এর সামনে নৃত্য কলার একটা সংগঠন নাচতেছিল। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ইনফরমেশন বুথ। কনফিউজড হওয়ার বা সিরিয়াসলি নেওয়ার কারণ দেখি না।”

তবে এরই মধ্যে আরও ব্যবহারকারী (, , , , , ) নাচের আয়োজন শিবির করেছে দাবিতে ভিডিওটি ফেসবুকে শেয়ার করতে থাকেন; শেয়ার করা হয় এক্সেও

ভিডিওটির সত্যতা যাচাইয়ে এবং প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হতে ঢাবির নৃত্যকলা বিভাগে যোগাযোগ করে ডিসমিসল্যাব। বিভাগের চেয়ারপারসন ও সহকারী অধ্যাপক জনাব তামান্না রহমান জানান, আন্তর্জাতিক নৃত্য দিবস হিসেবে তারা একটি র‍্যালি করেছেন যেখানে নৃত্য পরিবেশনও একটি অংশ ছিল। এরপর তাকে হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া ভিডিওটি শেয়ার করা হলে তিনি বলেন, “নাচের ভিডিওটি নৃত্যকলা বিভাগের র‍্যালির অংশ। আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে আজ (২৯ এপ্রিল) এই র‍্যালির আয়োজন করা হয় যেটির শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে থেকে।” 

এ সম্পর্ক আরও নিশ্চিত হতে দৈনিক সমকালের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও জানান নাচের ভিডিওটি নৃত্যকলা বিভাগের র‍্যালির অংশ। এরপর তিনি ডিসমিসল্যাবের সঙ্গে র‍্যালির কয়েকটি ছবিও শেয়ার করেন। ছবি পর্যবেক্ষণে দেখা যায়, সেখানে উপস্থিত একাধিক ব্যক্তি ও পোশাকের সঙ্গে ভিডিওতে থাকা ব্যক্তিদের চেহারার ও পোশাকের হুবহু মিল রয়েছে।

আর ভিডিওতে দেখতে পাওয়া ছাত্রশিবিরের ব্যানার ও প্যান্ডেলের কারণ জানতে ডিসমিসল্যাব যোগাযোগ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদের সঙ্গে। তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের ‘বি ইউনিট’ – এ সাক্ষাৎকার দিতে আসা শিক্ষার্থীদের তথ্য দিয়ে সহায়তার পাশাপাশি শিবিরের পক্ষ থেকে কিছু শুভেচ্ছা উপহার দেওয়ার কার্যক্রমে ঢাবির অপরাজেয় বাংলার সামনে একটি বুথ পরিচালনা করছিলেন তারা। আর আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে নাচের আয়োজন করেছিল নৃত্যকলা বিভাগ যেটার শুরু হয় অপরাজেয় বাংলার সামনে থেকেই। কিন্তু যেহেতু  শিবিরের বুথ ও নাচের আয়োজন একটি উন্মুক্ত জায়গায় ছিল এবং একটি সময়ে নৃত্যকলা বিভাগের র‍্যালিটি বুথের কাছাকাছি চলে আসে তাই অনেকে সেটি প্রচার করছেন যে এর আয়োজন করা হয়েছে শিবিরের পক্ষ থেকে, যা সঠিক নয়।”

অর্থাৎ, ছড়িয়ে পড়া নাচের ভিডিওটির আয়োজক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নয়, বরং আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষ্যে এর আয়োজন করেছে ঢাবির নৃত্যকলা বিভাগ।

আরো কিছু লেখা