ফাতেমা তাবাসুম
হিন্দু নারীদের ওপর হামলার পুরোনো ভিডিও সাম্প্রতিক দাবিতে প্রচার
ফাতেমা তাবাসুম
সামাজিক যোগাযোগ মাধ্যমে হিন্দু নারীদের ওপর হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়তে দেখা গেছে। হামলার সেই ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে বাংলাদেশে ইসলামপন্থীরা জমি দখলের উদ্দেশ্যে অরক্ষিত হিন্দু নারীদের উপর আক্রমণ চালাচ্ছে। তবে যাচাইয়ে দেখা গেছে, দাবিটি সঠিক নয়। নারীদের উপর হামলার এই ভিডিওটি দুই বছরের বেশি পুরোনো এবং এর সঙ্গে জমি দখলেরও কোনো সম্পর্ক নেই।
এক্সের বিভিন্ন অ্যাকাউন্ট (১, ২) থেকে হামলার ভিডিওটি শেয়ার করে সাম্প্রতিক ঘটনা বলে দাবি করা হয়। ‘হিন্দুপোস্ট’ নামের এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করা পোস্টের ইংরেজি বিবরণীতে বলা হয়, “আপাতদৃষ্টিতে বাংলাদেশী ইসলামপন্থীরা জমি দখলের চেষ্টায় অরক্ষিত হিন্দু নারীদের উপর আক্রমণ করে। দেখুন এবং শিখুন কীভাবে ‘নিয়মতন্ত্রের ভেতরে থেকে গণতন্ত্র’ কাজ করে।” শেয়ার করা এই ভিডিওটি ১০ হাজারের বেশিবার দেখা হয়েছে। রিপোস্ট করা হয়েছে প্রায় ৫০০ বার।
অন্যদিকে একই দাবিতে ফেসবুকে আরেক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে লেখেন, “বর্তমান বাংলা দেশে হিন্দুদের বাড়িঘরে হামলা লুটপাট অগ্নি সংযোগ জায়গা জমি দখল, চলছে প্রতিনিয়ত!” ১ মিনিট ৩৩ সেকেন্ডের এই ভিডিওটির শুরুতে বাংলাদেশের গণমাধ্যম ‘প্রথম আলো’র লোগো দেখতে পাওয়া যায়।
ভিডিওটির কীফ্রেম ধরে রিভার্স ইমেজ অনুসন্ধানে একই ভিডিও খুঁজে পাওয়া যায় প্রথম আলোর ইউটিউব চ্যানেলে। “জাম পাড়াকে কেন্দ্র করে নারী নির্যাতনের অভিযোগ” শিরোনামের এই ভিডিওটি প্রচারিত হয়েছিল ২০২২ সালের ৩ জুন। বিবরণীতে লেখা ছিল, “সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় জাম পাড়াকে কেন্দ্র করে দুই নারীকে নির্যাতনের অভিযোগ। ভুক্তভোগী নারীরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।”
সে সময়ে ঢাকা ট্রিবিউনে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নের জোড়বটতল এলাকায় জাম পাড়াকে কেন্দ্র করে তিন নারীকে মারধর করার অভিযোগ ওঠে। ঘটনাটির একটি ভিডিও সে সময় সামাজিক মাধ্যমে ভাইরাল হতেও দেখা যায়। আর সেই ভিডিওটিই চলমান পরিস্থিতিতে বাংলাদেশের সমসাময়িক ঘটনা হিসেবে শেয়ার করা হয়েছে একাধিক সামাজিক মাধ্যমে।