ফাতেমা তাবাসুম

ফেলো, ডিসমিসল্যাব
বন্যার্তদের সহায়তায় আওয়ামী লীগ সমর্থিত পেজ-আইডি থেকে যত ভুয়া দাবি
This article is more than 3 months old

বন্যার্তদের সহায়তায় আওয়ামী লীগ সমর্থিত পেজ-আইডি থেকে যত ভুয়া দাবি

ফাতেমা তাবাসুম

ফেলো, ডিসমিসল্যাব

ভয়াবহ বন্যায় প্লাবিত বাংলাদেশের পূর্ব ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা। গণমাধ্যম বলছে, বাংলাদেশে ১১টি জেলা বন্যায় আক্রান্ত হয়েছে, যেখানে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ১০ লাখ মানুষ। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৮ জনের। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৫০ লাখ। আচমকা বন্যায় জেলাগুলোর ৭৭টি উপজেলা ও ৫৮৭টি ইউনিয়ন পানির নিচে চলে গেছে। এই ভয়াবহ বন্যার বিভিন্ন ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। বন্যাকবলিতদের উদ্ধারকাজ, ত্রাণ ও চিকিৎসায় বহু স্বেচ্ছাসেবক অনবরত কাজ করে চলেছেন। দুর্গতদের সাহায্যে প্রশাসন, সেনা ও নৌ বাহিনী কাজ করছে। এছাড়াও বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। যার বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক মিডিয়াতে অনবরত শেয়ার হচ্ছে। এরই মাঝে সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নামে পরিচালিত ফেসবুক পেজ ও গ্রুপে অন্যান্য স্বেচ্ছাসেবী এমনকি বিরোধী রাজনৈতিক দলের ছবি ব্যবহার করে নিজেদের নামে ভুয়া প্রচারণা চালানোর ছয়টি নজির পেয়েছে ডিসমিসল্যাব। 

২৩ আগস্ট “আজ বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করছে কুমিল্লা মহানগর ছাত্রলীগ” দাবিতে একটি ভিডিও ফেসবুকে প্রচার হয়। পোস্ট হয় “সাপোটার্স অফ বাংলাদেশ আওয়ামী লীগ” নামে পরিচালিত গ্রুপেও। যদিও তা পরবর্তীতে সরিয়ে ফেলা হয়। যাচাইয়ে দেখা যায় ছবিটি গত ২১ আগস্টের, কুমিল্লায় ছাত্রদলের খিচুড়ি বিতরণের ভিডিও। মূল পোস্টটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত সুজারের ফেসবুক প্রোফাইলে খুঁজে পাওয়া যায়। “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল”– এর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও ২২ আগস্ট ভিডিওটি পোস্ট করা হয়।

বাংলাদেশ ছাত্রলীগ”,  “বাংলাদেশ আওয়ামী যুবলীগ” নামের বিভিন্ন ফেসবুক পেজ (, , , ) থেকে “বাংলাদেশ ছাত্রলীগ ত্রান সহ বন‍্যাকবলিত এলাকায় যাচ্ছে” দাবিতে একাধিক ছবি প্রচার হতে দেখা যায়। ছাত্রলীগ নেত্রী “আতিকা বিনতে হোসাইন”-এর ছবি ও নামে পরিচালিত একটি পেজ থেকেও একই পোস্ট শেয়ার হতে দেখা যায়। যাচাইয়ে দেখা যায় দাবিটি ভুল; ছবিগুলো মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের ২১ আগস্টের ছবি। অমর একুশে হলের ১৬/১৭ জন শিক্ষার্থীদের একটি দল সেদিন শুকনো খাবার নিয়ে নৌকা ভাড়া করে নোয়াখালীতে বন্যার্তদের সাহায্যের উদ্দেশ্যে রওনা হয়েছিল। ছাত্রলীগ কর্মীদের ছবি দাবিতে প্রচার করা ছবিগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের ছাত্রদের ত্রাণ বিতরণের ছবি।

২৩ আগস্ট “রেজাউল বেপারী নীরব” নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে “কুমিল্লার পালপাড়া ব্রীজ এলাকায় গোমতী নদীর পাড়ে বেড়িবাঁধ সংস্কারের কাজ করছে দাউদকান্দি উপজেলা ছাত্রলীগ…” দাবিতে থেকে একটি ছবি পোস্ট করা হয়, “সাপোটার্স অফ বাংলাদেশ আওয়ামী লীগ” নামের ফেসবুক গ্রুপে। ডিসমিসল্যাব যাচাইয়ে খুঁজে পেয়েছে দাবিটি ভুল। “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির”– নামের একটি ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একই ছবিটি এর আগের দিন, অর্থাৎ ২২ আগস্ট শেয়ার হতে দেখা যায়। মূল পোস্টটিতে এই ছবিটির সঙ্গে আরও মোট পাঁচটি ছবি আছে। এবং ছবিগুলো সম্পর্কে ক্যাপশনে জানানো হয়, “কুমিল্লার পালপাড়া ব্রিজ এলাকায় গোমতী নদীর পাড়ে বেড়িবাঁধ সংস্কারের কাজ করছে ছাত্রশিবিরের স্থানীয় শাখা।”

সাপোটার্স অফ বাংলাদেশ আওয়ামী লীগ” নামের গ্রুপটিতে “ফেনীতে বন্যা দূর্গত এলাকায় পানিবন্দী মানুষের পাশে বাংলাদেশ ছাত্রলীগ” দাবিতে কিছু ছবি শেয়ার করেন একজন ব্যবহারকারী। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের প্রকাশিত একটি ফটোকার্ডে দেখানো হয়, “বাংলাদেশ আওয়ামী লীগ”– এর নামে পরিচালিত ভেরিফাইড ফেসবুক পেজ থেকে গত জুলাই মাসের ১১ তারিখে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বন্যার্তদের জন্য ছাত্রলীগ কর্মীদের উদ্যোগ উল্লেখ করে একই ছবিগুলো পোস্ট করা হয়েছিল। অর্থাৎ ছবিগুলো প্রায় দেড় মাস আগের। একই স্থানের একই দিনের আরও একটি পোস্ট খুঁজে পাওয়া গেলেও, ভুল দাবি ছড়িয়ে দেয়ার পর, ১১ জুলাইয়ের পোস্টটি “বাংলাদেশ আওয়ামী লীগ” পেজ থেকে সরিয়ে ফেলা হয়।

“ফেনীর ছাত্রলীগের কর্মীরা পানিবন্দী মানুষের পাশে দাঁড়াতে নিজেদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে” এমন দাবিতে “জয় বাংলা” নামের এক আওয়ামী লীগ সমর্থিত পেজ থেকে গত ২৩ আগস্ট দুটি ছবি শেয়ার হয়। তবে এই ছবি দুটিও দুই দিন আগের পুরোনো। ছবি দুটি অলাভজনক সংস্থা প্রচেষ্টা ফাউন্ডেশনের উদ্যোগে ফেনীর ফুলগাজি উপজেলার মানুষদের জন্য ২১ আগস্টের রান্নার আয়োজনের ছবি। বিভিন্ন প্রতারণা চক্ররাজনৈতিক দল ছবিগুলো অপব্যবহার করছে জানিয়ে প্রচেষ্টা ফাউন্ডেশন তাদের ফেসবুক পেজে ২৩ আগস্ট একটি বিবৃতির মাধ্যমে প্রতিবাদ জানায়।

“চাঁদপুরের ছাত্রলীগের কর্মীরা, চাঁদপুর বড় স্টেশন থেকে ৭ টি স্পিডবোট নিয়ে কুমিল্লা ও ফেনীর উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন” দাবিতে ২৩ আগস্ট অপর একটি ভিডিওবাংলাদেশ ছাত্রলীগ” নামের একই গ্রুপে শেয়ার হতে দেখা যায়। “সজীব ওয়াজেদ জয়” নামের একটি ফেসবুক প্রোফাইল থেকেও একই দাবিতে পোস্টটি শেয়ার করা হয়। যদিও দাবিটি ভুল। প্রথম আলোর একটি প্রতিবেদন থেকে জানা যায় ভিডিওটি মূলত চাঁদপুরের শিক্ষার্থীদের ১৭টি স্পিডবোট নিয়ে ফেনীর বন্যাকবলিত মানুষদের উদ্ধার করতে যাবার একটি দৃশ্য। গত বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তাঁরা ১৭টি স্পিডবোট ডাকাতিয়া নদী থেকে তুলে ট্রাকে করে ফেনীতে নিয়ে যান। আর অন্তত ৫০ শিক্ষার্থী যান স্বেচ্ছাসেবক হিসেবে। ভিডিও ও আসল ঘটনাটি চাঁদপুরের স্থানীয় কিছু ফেসবুক প্রোফাইল, পেজগণমাধ্যম থেকেও শেয়ার হয়।

ক্ষমতাচ্যুত হওয়ার পরই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা প্রায় সবাই গা ঢাকা দিয়েছেন। এরই মাঝে আইনের আওতায় আনা হয়েছে অনেক নেতাকর্মীকেই, অনেকে আছেন সেনা হেফাজতে। মাঠ পর্যায়ের অধিকাংশ নেতাকর্মীরাই রয়েছেন আত্মগোপনে। এমন অবস্থায় বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে, দলটির অঙ্গসংগঠনসমূহের কার্যক্রম অনেকটা নেই বললেই চলে। এর মধ্যেই সামাজিক মাধ্যম ফেসবুকে, দলটির ভেরিফায়েড পেজ “বাংলাদেশ আওয়ামী লীগ”-সহ দলটির সমর্থনে বিভিন্ন অঙ্গসংগঠনের নামে খোলা বিভিন্ন প্রোফাইল, পেজ ও গ্রুপ থেকে বন্যার্তদের ত্রাণ ও সহযোগীতার ভুয়া দাবিতে ভিন্ন ছবি ব্যবহার করে অপপ্রচার চালাতে লক্ষ্য করা যায়। তথ্য যাচাইকারী একাধিক প্রতিষ্ঠান এ সকল ঘটনা নিয়ে বিভিন্ন সময় ফ্যাক্টচেক ফটোকার্ড (, , , , , ) প্রকাশ করে।

আরো কিছু লেখা