আহমেদ ইয়াসীর আবরার

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
চলতি বন্যার দৃশ্য দাবিতে সামাজিক মাধ্যমে পুরোনো ভিডিও প্রচার
This article is more than 3 months old

চলতি বন্যার দৃশ্য দাবিতে সামাজিক মাধ্যমে পুরোনো ভিডিও প্রচার

আহমেদ ইয়াসীর আবরার

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা, খাগড়াছড়িসহ কয়েকটি জেলায় বন্যা দেখা দিয়েছে। সামাজিক মাধ্যমে চোখে পড়ছে অনেক ভিডিও ও ছবি। তবে এসবের ভিড়ে এমন কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে যেগুলো চলমান বন্যার দৃশ্য নয়। 

বাংলাদেশে প্রবল বর্ষণের সঙ্গে ভারত থেকে আসা পানি বন্যার মাত্রা বাড়িয়েছে। এর মধ্যে ত্রিপুরা রাজ্যের ডুম্বুর হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার প্রজেক্টের গেট খুলে দেয়া হয়েছে বলে জানা যায়। এ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার মধ্যে ডুম্বুর বাঁধের ভিডিও দাবিতে ভারতের দুইটি পৃথক বাঁধের ভিডিও শেয়ার করা হচ্ছে। এর মধ্যে একটি ভিডিও ঝাড়খণ্ডের, অন্যটি অন্ধ্র প্রদেশের শ্রীশৈলম বাঁধের। 

প্রথম ভিডিওটির ক্যাপশনে বলা হয় “গত ৪০ বছরের রেকর্ড ভেঙে ফেনীর মুহুরী নদীর পানি বিপদসীমার অন্তত ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারতের ত্রিপুরায় অবস্থিত ড’ম্বু’র হাইড্রইলেক্ট্রিক পাওয়ার প্রজেক্ট বা ড’ম্বু:র গেট খুলে দেয়া হয়েছে। সর্বশেষ ১৯৯৩ সালে ভারত এই গেট খুলে দিয়েছিল। যার ফলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চল বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। পানি বন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ।” ভিডিওটিতে দেখতে পাওয়া বাঁধের দৃশ্য যাচাই করলে দেখা যায় এটি ত্রিপুরার ডম্বুর গেটের কোন দৃশ্য নয়। এটি মূলত ঝাড়খণ্ডের পাঞ্চেত বাঁধের ভিডিও। এই একই ভিডিও গত জুন মাসে ফারাক্কা বাঁধের ভিডিও বলে প্রচারিত হলে বাংলাদেশের তথ্যযাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।

ডুম্বুর গেট দাবি করে আরেকটি ভিডিও ছড়াতে দেখা যায় সামাজিক মাধ্যম ফেসবুকে। ক্যাপশনে বলা হয়, “ভারতের ত্রিপুরায় অবস্থিত ড’ম্বু’র হাইড্রইলেক্ট্রিক পাওয়ার প্রজেক্ট বা ড’ম্বু:র গেট এর অবস্থা।” তবে যে বাঁধের দৃশ্য দেখা যাচ্ছে তা ডুম্বুর গেটের নয়। রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে দেখা যায় ভিডিওটি ভারতের অন্ধ্র প্রদেশের শ্রীশৈলম বাঁধের একটি দৃশ্য। 

ফেসবুকে আরেকটি ভিডিও ছেড়ে বলা হয় ডুম্বুরের গেট খুলে দেয়ার কারণে ভারত থেকে পানি ঢুকছে। খোয়াই ও গোমতী দুই নদীর ক্ষেত্রেই ভিডিওটি শেয়ার হতে দেখা যায়। সেখানে একটি ব্রিজের নিচ দিয়ে প্রবল স্রোত বহমান দেখা যায়। ভিডিওটির মূল অনুসন্ধানে নেমে ডিসমিসল্যাবের সামনে আসে একটি পুরোনো ভিডিও। ভিডিওটির সবচেয়ে পুরোনো সংস্করণটি ৮ আগস্ট পোস্ট হতে দেখা যায় ইউটিউব এবং টিকটকে (, , , )। এ থেকে নিশ্চিত হওয়া যায় ভিডিওটি কিছুতেই বাংলাদেশে চলমান বন্যার নয়। প্রাথমিক অনুসন্ধানে ভিডিওটি পাকিস্তানের বলে তথ্য পাওয়া যায়। তবে পুরো নিশ্চিত হওয়া যায়নি।

জার্মান গণমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদন অনুযায়ী, গত দুই দিনের ভারী বর্ষণে মুহুরি নদীর বাঁধ ভেঙে ফেনী জেলার পরশুরাম, ছাগলনাইয়া এবং ফুলগাজী উপজেলার প্রায় ৮০টি গ্রাম প্লাবিত হয়। সীমান্তবর্তী গ্রামগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নৌকা ও ট্রলারের মাধ্যমে পানিবন্দি মানুষদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাচ্ছে। পাশাপাশি উদ্ধারকৃতদের মাঝে বিশুদ্ধ পানি ও জরুরি শুকনা খাবার বিতরণ করছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবি তার উদ্ধার ও অন্যান্য সহায়তামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানা যায় প্রতিবেদনটিতে।

আরো কিছু লেখা