স্বচ্ছতা
ডিসমিসল্যাব, ডিজিটালি রাইট লিমিটেডের (ডিআরএল) একটি পরীক্ষামূলক প্রকল্প হিসেবে পরিচালিত হয়। ডিজিটালি রাইট একটি নিবন্ধিত প্রাইভেট লিমিটেড কোম্পানি, যা মূলত প্রযুক্তি ও গণমাধ্যমের সংযোগস্থল নিয়ে গবেষণা ও দক্ষতা উন্নয়নে কাজ করে। এর উদ্দেশ্য হলো: ডিজিটাল রূপান্তরের জন্য গণমাধ্যম ও বেসরকারি সংস্থাগুলোকে গবেষণালব্ধ জ্ঞান, তথ্য ও দক্ষতা দিয়ে সহায়তা করা, এবং ইন্টারনেট ক্ষেত্রে ক্রমপরিবর্তনশীল নীতি ও বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে সাহায্য করা।
ডিজিটালি রাইটের গবেষণা ও ব্যবসায়িক সেবা কার্যক্রম থেকে যে আয় হয় সেখান থেকেই ডিসমিসল্যাবের ব্যয় নির্বাহ করা হয়। প্রকল্প হিসেবে, ডিসমিসল্যাবের জন্য একটি স্বাধীন ব্যবসায়িক কাঠামো দাঁড় করাতেও সাহায্য করে থাকে ডিআরএল।
ডিজিটালি রাইটের উদ্যোক্তা পরিচালক দুই জন: বদরুদ্দোজা বাবু, চেয়ারম্যান; মিরাজ আহমেদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক।
প্রতিষ্ঠান হিসেবে ডিজিটালি রাইট তার যাবতীয় আর্থিক লেনদেনের বিশদ বিবরণ নিয়মিতভাবে সংরক্ষণ করে এবং প্রতিষ্ঠানটির যাবতীয় হিসাব বার্ষিকভাবে স্বাধীন নিরীক্ষা প্রতিষ্ঠান দিয়ে নিরীক্ষা করানো হয়।
তবে ডিসমিসল্যাব এর মালিকানা প্রতিষ্ঠান থেকে সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ থেকে কাজ করে। এটির সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ডিআরএলের উদ্যোক্তাদের কোনো হস্তক্ষেপ নেই। একইসঙ্গে এটি রাজনৈতিক, মতাদর্শিক, ধর্মীয়, লৈঙ্গিক বা ব্যবসায়িক গোষ্ঠীর প্রভাবমুক্ত। পক্ষ-নির্বিশেষে ডিসমিসল্যাব সব ধরনের দাবি যাচাই করে এবং সব কন্টেন্টের জন্য একই মান বজায় রাখে।
প্রকল্প হিসেবে, ডিসমিসল্যাবের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনাতেই ডিজিটালি রাইটের এখতিয়ার সীমাবদ্ধ।