তাসনিম তাবাস্সুম মুনমুন

খালেদ মাসুদ পাইলটের জামায়াতে ইসলামীতে যোগদানের ভুয়া দাবি প্রচার
তাসনিম তাবাস্সুম মুনমুন
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছেন- এমন একটি দাবি সম্প্রতি বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাব যোগাযোগ করলে তিনি এই দাবিটি ভুয়া বলে নিশ্চিত করেন।
সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি পরিচালকের জামায়াতে যোগদান সম্পর্কে ২৭ নভেম্বর ট্রেন্ডস স্পোর্টস প্রো তাদের ফেসবুক পেজে লিখেছে, “জামায়াত ইসলাম এর রা’জ’নী’তি’তে যোগ দিচ্ছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।। আজ ক্লিয়ার বার্তা পাওয়া যাবে।” একই তথ্য পাওয়া যায় সামাজিক মাধ্যম থ্রেড ও ইনস্টাগ্রামেও। তবে এই পোস্টগুলোতে বলা হয় আগামীকাল তিনি অফিসিয়ালি রাজনৈতিক দলটির সঙ্গে যুক্ত হবেন।

স্পোর্টসটিউব নামে এক ফেসবুক পেজ থেকেও গত ২৬ নভেম্বর এক পোস্টে জানানো হয়, “জামায়াতে ইসলামীর রাজনীতিতে যোগ দিচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। আগামীকাল আনুষ্ঠানিকভাবে দলটির সাথে তার যোগ দেওয়ার কথা রয়েছে।” অর্থাৎ, এই পোস্ট অনুযায়ী আজ ২৭ নভেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে দলটির সঙ্গে যুক্ত হবেন।
পোস্টে একজন মন্তব্য করেছেন, “বাংলাদেশ টিমের একজন ক্রিকেটারের সাথে দীর্ঘ সময় আলাপচারিতায় উঠে আসলো বাংলাদেশের রাজনৈতিক প্রসঙ্গ, ঐ ক্রিকেটার সহ অনেকেই দাঁড়িপাল্লায় ভোট দিবে এবার, মনে হয় ক্রিকেটারদের হাত ধরেই ইসলাম আসবে, ইনশাআল্লাহ।” আরেকজন লিখেছেন, “সাকিব, মাশরাফি থেকে শিক্ষা গ্রহন করা উচিত।” পোস্টটি ৫০০ বারেরও বেশি শেয়ার হয়েছে।
ঘটনার সত্যতা যাচাইয়ে কিওয়ার্ড সার্চে খালেদ মাসুদ পাইলটের পক্ষ থেকে এরকম কোনো বক্তব্য খুঁজে পায়নি ডিসমিসল্যাব। খালেদ মাসুদ পাইলটের জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার বিষয়ে সংবাদ প্রতিবেদন প্রকাশ করে গণমাধ্যম জাগো নিউজ। প্রতিবেদনে অনুযায়ী দাবিটি সত্য নয়।
খালেদ মাসুদ পাইলট গণমাধ্যমটিকে বলেন, “আমার সার্বক্ষণিক চিন্তা এখন খেলাধুলা, বিশেষ করে ক্রিকেট। কি করে ক্রিকেটের উন্নয়ন ঘটবে, আমি সে চিন্তায় বিভোর। সবেমাত্র বিসিবির সঙ্গে সম্পৃক্ত হয়েছি ক্রিকেটকে এগিয়ে নেয়ার লক্ষ্যে। এ অবস্থায় রাজনীতিতে জড়ানোর প্রশ্নই আসেনা। তেমন কোনই সম্ভাবনা নেই।” এ ব্যাপারে তার সঙ্গে যোগাযোগ করা হলে ডিসমিসল্যাবকেও তিনি নিশ্চিত করেন যে এই দাবিটি ভুয়া।
অর্থাৎ, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার দাবিটি সঠিক নয়।