তাসনিম তাবাস্সুম মুনমুন

চা-সিগারেটের দাম নিয়ে মারামারিকে ইসলামপন্থীদের আক্রমণ বলে প্রচার
তাসনিম তাবাস্সুম মুনমুন
ইসলামে গান নিষিদ্ধ বলে গাজীপুরে মেলায় গানের মঞ্চ ভেঙে দিয়েছে ইসলামপন্থীরা— এ দাবিতে সামাজিক মাধ্যম এক্স-এ একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাব ফ্যাক্টচেক করে দেখেছে, ছড়ানো ভিডিওটি মেলায় চা-সিগারেটের দামকে কেন্দ্র করে এক ক্রেতাকে মারধরের জেরে হামলা ও ভাঙচুরের ঘটনার।
“ব্রেকিং 🚨: গাজীপুর, #বাংলাদেশ-এ কট্টর ইসলামপন্থীরা মেলায় গানের মঞ্চ ভেঙে দিয়েছে এই বলে যে গান-বাজনা করা উচিত নয়। শিল্পীদের পালাতে হয়েছে। তারা দাবি করেছে যে #ইসলাম-এ গান নিষিদ্ধ।”— এই ক্যাপশনে এক্স-এ (সাবেক টুইটার) সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। “বাংলাদেশি হিন্দুস কমিউনিটি” নামের এই একাউন্ট থেকেই এ ঘটনায় আরেকটি ভিডিও পোস্ট করা হয়েছে।

পোস্টের ক্যাপশনে বলা হয়েছে, “গাজীপুর, ঢাকায় একটি আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলছিল। গত রাতে একটি উগ্র ইসলামপন্থী গ্রুপ মেলায় হামলা করে এবং সবকিছু লুট করে নিয়ে যায়। এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এটাই হলো ‘নতুন বাংলাদেশ’-এর চিত্র।🚨” পোস্টটি এখন পর্যন্ত প্রায় দেড় লক্ষবার দেখা হয়েছে। প্রায় ৫০০ জন রিপোস্ট করেছেন।
মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিবেদন থেকে নেওয়া এই ভিডিও ক্লিপের সাথে ক্যাপশনের দাবিটি অসামঞ্জস্যপূর্ণ। ভিডিওতে পুলিশের ভাষ্যমতে বলা হয়েছে, মেলার একটি দোকানে চায়ের দাম বেশি রাখাকে কেন্দ্র করে বাক-বিতণ্ডার এক পর্যায়ে দোকানদাররা ছাত্রদের মারধর করলে ডুয়েট শিক্ষার্থীদের একটি দল ও এলাকাবাসী মেলায় ব্যাপক ভাঙচুর চালায়।

এ ঘটনা নিয়ে একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন (১, ২, ৩, ৪, ৫) থেকে জানা যায়, গত ২২ নভেম্বর গাজীপুর মহানগরের শিমুলতলীতে মেলায় সিগারেটের বাড়তি মূল্য দিতে অস্বীকার করায় এক ক্রেতাকে মারধরের জেরে হামলা ও ভাঙচুরের এই ঘটনা ঘটে। তাছাড়া ভিডিওটি বাণিজ্য ও কুটিরশিল্প মেলার, আন্তর্জাতিক বাণিজ্য মেলার নয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জাগোনিউজকে বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে মেলা কর্তৃপক্ষের দ্বন্দ্ব হয়। একপর্যায়ে মেলায় হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।” কোনো গণমাধ্যমের প্রতিবেদনেই এ ঘটনায় ইসলামপন্থীদের সংশ্লিষ্টতার কোনো উল্লেখ পাওয়া যায়নি।

অর্থাৎ, গাজীপুরে মেলায় গান-বাজনার কারণে ইসলামপন্থীদের আক্রমণ বলে প্রচারিত ভিডিওটি আসলে চা-সিগারেটের দামকে কেন্দ্র করে মারামারির ঘটনার।