মো. তৌহিদুল ইসলাম

জামায়াত নেতার বক্তব্য বলে ভুয়া ফটোকার্ড প্রচার
মো. তৌহিদুল ইসলাম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতা বলেছেন, নির্বাচনের আগে গণভোট না হলে আবারও ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। এমনই এক দাবি তোলা একটি ফটোকার্ড সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়েছে, সে কার্ডে সংবাদমাধ্যম বার্তা বাজারের লোগো আছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ফটোকার্ডটি সম্পাদিত।
ফেসবুকের একাধিক প্রোফাইল থেকে ফটোকার্ডটি ছড়িয়ে পড়ে (১, ২, ৩)। একটি পোস্টের ক্যাপশনে লেখা হয় “জামাতীরা শুরুটা করলো কি? আপনারাই বলেন-এই মোনাফেক দলটা আসলেই পাগল হইয়া গেছে।” ফটোকার্ডটিতে দেখা যায়, জামায়াত নেতা এটিএম মাসুমের ছবি ও নাম উল্লেখ করে একটি বক্তব্য উদ্ধৃত করা হয়েছে। লেখা হয়েছে, “নির্বাচনের আগে গণভোট না হলে আবারও ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। জামাত নেতা এটিএম মাসুম।” ফটোকার্ডের উপরে ডান কোণে থাকা তারিখ অনুযায়ী এটি গত ২২ নভেম্বরের।

সত্যতা যাচাইয়ে ফটোকার্ডটি রিভার্স সার্চ করা হলে সংবাদমাধ্যম বার্তা বাজারের ভেরিফায়েড ফেসবুক পেজে কাছাকাছি দৃশ্যের একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। গত ২২ নভেম্বর কার্ডটি পোস্ট করা হয়েছিল। তবে বার্তা বাজারের এই ফটোকার্ডের লেখার সঙ্গে, ফেসবুকে পোস্ট হওয়া ফটোকার্ডের লেখার মিল নেই। বার্তা বাজারের ফটোকার্ডে লেখা আছে, “আগে গণভোট, তারপর নির্বাচন: এটিএম মাসুম।”
একই শিরোনাম ও তারিখে সংবাদমাধ্যমটির ওয়েবসাইটেও একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন অনুযায়ী, গত ২১ নভেম্বর কুমিল্লার ফানটাউন এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন আয়োজিত হয়। এসময় দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম বলেন, “প্রথমে গণভোট, তারপর জাতীয় নির্বাচন, অন্যথায় নির্বাচন হবে না।”
অধিকতর যাচাইয়ের জন্য বার্তা বাজারের সহ-সম্পাদক মো: সোহানের সঙ্গে যোগাযোগ করে ডিসমিসল্যাব। তিনি জানান, বার্তা বাজার এমন কোনো ফটোকার্ড বা খবর প্রকাশ করেনি। এমনকি বার্তা বাজারের ফটোকার্ডের লেখার ফ্রন্ট ও আলোচিত ফটোকার্ডের ফ্রন্ট আলাদা।
অর্থাৎ, জামায়াত নেতার বক্তব্য জানিয়ে বার্তা বাজারের লোগো সম্বলিত ফটোকার্ডটি সম্পাদিত।

