মো. তৌহিদুল ইসলাম

ফেলো, ডিসমিসল্যাব
নভেম্বর ২০, ২০২৫
১৬:১৫:২৯
এনটিভির নামে ২০২৯ সালের আগে নির্বাচনের কথা না ভাবার ভুয়া ফটোকার্ড

এনটিভির নামে ২০২৯ সালের আগে নির্বাচনের কথা না ভাবার ভুয়া ফটোকার্ড

নভেম্বর ২০, ২০২৫
১৬:১৫:২৯

মো. তৌহিদুল ইসলাম

ফেলো, ডিসমিসল্যাব

এনটিভির লোগোযুক্ত একটি ফটোকার্ডে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের নির্বাচন সংক্রান্ত বক্তব্য ছড়াতে দেখা যাচ্ছে সামাজিক মাধ্যম ফেসবুকে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে ফটোকার্ডটি ভুয়া।

ফেসবুকে একটি প্রোফাইল থেকে আজ (২০ নভেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের ছবি সম্বলিত ফটোকার্ডটি ছড়িয়ে পড়ে। কার্ডটির বাঁ কোণে সংবাদমাধ্যম এনটিভির একটি লোগো দেখা যায়। কার্ডে লেখা, “২০২৯ সালের আগে আমরা নির্বাচনের কথা ভাবছি না।” কার্ডটির নিচে বাঁ কোণে উল্লেখিত তারিখ অনুযায়ী কার্ডটি গত ১৬ নভেম্বরের।

ফটোকার্ডের সত্যতা যাচাইয়ে এনটিভির অফিসিয়াল ফেসবুক পেজ বিশ্লেষণ করে দেখে ডিসমিসল্যাব। এতে দেখা যায় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের ছবি সম্বলিত একই গ্রাফিক্সের একটি ফটোকার্ড গত ১৬ নভেম্বর পোস্ট করা হয়েছে। তবে কার্ড দুটির গ্রাফিক্সের মিল থাকলেও তথ্য ও লেখা আলাদা। 

এনটিভির ফেসবুক পেজে পোস্ট হওয়া ফটোকার্ডে লেখা রয়েছে “জলবায়ু অর্থায়ন দরকষাকষির বিষয় নয়, এটি ন্যায়বিচার ও মানব মর্যাদার।” পোস্টটির ক্যাপশনে মূল প্রতিবেদনের  ইউআরএল যুক্ত করা আছে। ফটোকার্ডে উল্লেখিত শিরোনাম ও প্রতিবেদন থেকে জানা  যায়, গত শুক্রবার (১৫ নভেম্বর) জাতিসংঘের একটি জলবায়ু সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের বক্তব্য উদ্ধৃতি করে শিরোনামটি লেখা হয়েছে। 

অধিকতর যাচাইয়ে ফটোকার্ডটির সত্যতা সম্বন্ধে জানতে গণমাধ্যমটির অনলাইন সম্পাদক ফকরউদ্দীন জুয়েলের সঙ্গে যোগাযোগ করে ডিসমিসল্যাব। তিনি নিশ্চিত করেন, ফটোকার্ডটি ভুয়া। পরবর্তীকালে “ফটোকার্ডটি এনটিভির নয়” জানিয়ে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করে এনটিভি।

অর্থাৎ, ২০২৯ সালের আগে নির্বাচনের কথা না ভাবার বিষয়টি উদ্ধৃত করে ফেসবুকে ছড়িয়ে পড়া এনটিভির ফটোকার্ডের আদলে তৈরি করা ফটোকার্ডটি ভুয়া।

আরো কিছু লেখা