মো. তৌহিদুল ইসলাম

ফেলো, ডিসমিসল্যাব
নভেম্বর ২০, ২০২৫
১২:৪৯:৫০
ডাকসু সদস্য রাফিয়ার পুরোনো ছবি সম্পাদনা করে প্রচার

ডাকসু সদস্য রাফিয়ার পুরোনো ছবি সম্পাদনা করে প্রচার

নভেম্বর ২০, ২০২৫
১২:৪৯:৫০

মো. তৌহিদুল ইসলাম

ফেলো, ডিসমিসল্যাব

জুলাই কন্যা রাফিয়ার দাবি করে সম্প্রতি একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখা গেছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার পুরোনো একটি ছবিকে সম্পাদনা করে এটি তৈরি করা হয়েছে।

ফেসবুকে ১৮ নভেম্বর উম্মে উসওয়াতুন রাফিয়ার দাবিতে একটি ছবি ছড়িয়ে পড়ে। একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে পোস্ট হওয়া ছবিটির ক্যাপশনে লেখা হয়, “এটা নাকি জুলাই কন্যা রাফিয়া, মাঠে পুলিশ দেখলেই নাকি জুলাই চেতনা বেড়ে যায়, পুলিশ ভাইয়েরা আপনারা তাকে একটু আদর করে তার চোখের পানি মুছে দিতে পারেন, সেই সাথে আপনাদের পুলিশ হ/ত্যার জন্য এনাকে ধরতে পারেন।” এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটি ১০০ বারের অধিক শেয়ার করা হয়েছে। মন্তব্য দেখা গেছে চার শরও বেশি। এর বাইরে একাধিক ফেসবুক প্রোফাইল থেকে ছবিটি পোস্ট হতে দেখা যায় (, )।

  • জুলাই কন্যা রাফিয়া পুরোনো ছবি সম্পাদনা করে প্রচার
  • জুলাই কন্যা রাফিয়া পুরোনো ছবি সম্পাদনা করে প্রচার
  • জুলাই কন্যা রাফিয়া পুরোনো ছবি সম্পাদনা করে প্রচার

ছবির সত্যতা যাচাই করতে গেলে উম্মে উসওয়াতুন রাফিয়ার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে ২০২২ সালের ১২ মে পোস্ট হওয়া একটি ছবির সঙ্গে মিল লক্ষ্য করা করা যায়। সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিটির সঙ্গে রাফিয়ার ফেসবুক আইডিতে পোস্ট হওয়া ছবির তুলনা করে দেখা যায়, পরনের পোশাক ছাড়া অন্য সকল উপাদানে হুবহু মিল আছে। পাশে থাকা মোবাইল, ব্যাগ, হিজাব, হিজাবের পিন ও পেছনের গাছসহ সকল বস্তু দুইটি ছবিতেই হুবহু এক।

অর্থাৎ, ছবিটি সম্পাদনার মাধ্যমে পরনের পোশাক পরিবর্তন করে ভিন্ন পোশাক জুড়ে দেওয়া হয়েছে।

আরো কিছু লেখা