নোশিন তাবাসসুম

ফেলো, ডিসমিসল্যাব
নভেম্বর ১৮, ২০২৫
১৭:১৯:৩৫
পরিবেশ উপদেষ্টার বাসায় বোমা হামলার দাবিতে ছড়াচ্ছে ভারতের ভিডিও

পরিবেশ উপদেষ্টার বাসায় বোমা হামলার দাবিতে ছড়াচ্ছে ভারতের ভিডিও

নভেম্বর ১৮, ২০২৫
১৭:১৯:৩৫

নোশিন তাবাসসুম

ফেলো, ডিসমিসল্যাব

ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসায় বোমা হামলা হয়েছে এবং সে ভিডিওতে সে দৃশ্য দেখা যাচ্ছে। তবে ডিসমিসল্যাব ফ্যাক্টচেক করে দেখেছে, মূল ভিডিওটি গত ১৪ নভেম্বর ভারতের জম্মু-কাশ্মীরের নওগাম থানায় বিস্ফোরণের সিসিটিভি ফুটেজ।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে বলা হয়, “এইমাত্র পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা’র বাসায় বো*মা হাম/লার সিসিটিভি ফুটেজ…..।” ফেসবুকের বেশকিছু ব্যক্তিগত প্রোফাইল (,) এবং গ্রুপ (,) থেকে একই দাবিতে ভিডিওটি পোস্ট করা হয়। ৪ সেকেন্ডের ভিডিওতে মূলত একটি সিসিটিভি ফুটেজে একটি ভবনের সামনে বিস্ফোরণ হতে দেখা যায়।

ভিডিওর সূত্র যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ করলে এশিয়া নেট নিউজ প্রকাশিত গত ১৫ নভেম্বরের একটি প্রতিবেদন খুঁজে পায় ডিসমিসল্যাব। প্রতিবেদনের শিরোনাম, “জম্মু ও কাশ্মীরে বিস্ফোরণে ৯ জন নিহত: সিসিটিভিতে দেখা গেছে নওগাম থানায় ভয়াবহ বিস্ফোরণের মুহূর্ত (দেখুন)।”

প্রতিবেদনে বলা হয়, জম্মু ও কাশ্মীরের শ্রীনগর শহরতলির নওগাম থানায় একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে নয়জন নিহত এবং আরও ২৭ জন আহত হয়েছেন, যাদের বেশির ভাগই পুলিশ সদস্য ও ফরেনসিক বিশেষজ্ঞ। ব্যাপকভাবে ছড়িয়ে পড়া এক সিসিটিভি ফুটেজে থানায় বিস্ফোরণ ঘটার মুহূর্তটি ধরা পড়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি উদ্ঘাটিত একটি “হোয়াইট-কলার” জঙ্গি চক্রের কাছ থেকে উদ্ধার করা বিপুল পরিমাণ বিস্ফোরক পরীক্ষা করার সময়ই ওই বিস্ফোরণ ঘটে। শক্তিশালী ওই বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে, থানার ভবনের বেশ কিছু অংশ ধসে পড়ে। এই প্রতিবেদনে ব্যবহৃত ছবিতে দেখা যাওয়া গাড়ি এবং পিলারের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওটির মিল রয়েছে।

এছাড়া সিএনএন নিউজ ১৮ এর প্রকাশিত গত ১৫ নভেম্বরের একটি ইউটিউব ভিডিও প্রকাশ করে। ভিডিওর ক্যাপশনে লেখা, “নওগাম থানায় ভয়াবহ বিস্ফোরণ – বহু পুলিশ সদস্য আহত, তদন্ত চলছে।” ৪ মিনিট ৫৪ সেকেন্ডের ভিডিওর ১ মিনিট ২২ সেকেন্ড থেকে ১ মিনিট ২৫ সেকেন্ড অংশের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওটির হুবহু মিল আছে।

  • পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসায় বোমা হামলা দাবিতে ভারতের জম্মু-কাশ্মীরের বিস্ফোরণের ফুটেজ ফ্যাক্ট চেক
  • পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসায় বোমা হামলা দাবিতে ভারতের জম্মু-কাশ্মীরের বিস্ফোরণের ফুটেজ ফ্যাক্ট চেক

এ ঘটনা নিয়ে অধিকতর যাচাইয়ে কিওয়ার্ড সার্চ করলে এই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের একাধিক (,,,) প্রতিবেদন সামনে আসে। এ বিষয় নিয়ে গত ১৫ নভেম্বর প্রকাশিত বিবিসির প্রতিবেদনের শিরোনাম ছিল, “ভারত-শাসিত কাশ্মীরে এক পুলিশ স্টেশনে দুর্ঘটনাবশত বিস্ফোরণে নয়জন নিহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।”

 অর্থাৎ, ছড়িয়ে পড়া ভিডিওটি মূলত ভারতের জম্মু-কাশ্মীরের নওগাম থানায় বিস্ফোরণের সিসিটিভি ফুটেজ। যা ভুল দাবিতে ছড়াচ্ছে বাংলাদেশে।

প্রসঙ্গত, গত ১৭ নভেম্বর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

আরো কিছু লেখা