সুদেষ্ণা মহাজন অর্পা

চাঁদা চাওয়ার অভিযোগে গণপিটুনির ভিডিও যুবলীগ কর্মীকে নির্যাতনের দাবিতে প্রচার
সুদেষ্ণা মহাজন অর্পা
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায়, গাইবান্ধায় এক যুবলীগ কর্মীকে নির্যাতন করেছে বিএনপির সন্ত্রাসীরা– এমন দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, মূল ভিডিওটি রাজবাড়ীর। স্থানীয় বিএনপি নেতার কাছে চাঁদা দাবির অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনি দেওয়ার দৃশ্য এটি।
১৭ নভেম্বর শেখ হাসিনার রায় ঘোষণার পরপরই সামাজিক মাধ্যম ফেসবুক একটি ভিডিও ছড়িয়ে পড়তে দেখা যায়। ভিডিওর ক্যাপশনে লেখা, “গাইবান্ধায় জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া মিথ্যা মামলার রায়ের প্রতিবাদ করায় প্রকাশ্যে এক যুবলীগ কর্মীকে বর্বরভাবে পিটিয়ে আহত করেছে বিএনপির মব সন্ত্রাসীরা!এই অন্যায়ের বিচার বাংলার মাটিতে একদিন হবেই—এটা সময়েরই অপেক্ষা।জুলুম-নির্যাতনের শেষ নেই, কিন্তু অন্যায়ের জয় কোনোদিন হয়নি, হবেও না। ✊🇧🇩। (বানান অপরিবর্তিত)”

ফেসবুকের বেশকিছু ব্যক্তিগত প্রোফাইল থেকে (১ , ২, ৩, ৪) একই দাবিতে ভিডিওটি পোস্ট করা হয়। একই ভিডিও ইনস্টাগ্রামেও শেয়ার করা হয়। ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি মাঠে ফুটবলের গোলপোস্টের পাশে এক যুবককে বেশ কিছু লোকজন জটলা করে ঘিরে রেখেছে। প্রকাশ্যে কিছু ব্যক্তি সেই যুবককে লাঠি দিয়ে মারছে এবং জুতাপেটা করছে।
সূত্র যাচাইয়ে ভিডিওর বিভিন্ন কিফ্রেম ধরে রিভার্স ইমেজ সার্চ করলে ফেসবুকে হাফিজুল ইসলাম বকুল নামের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে পোস্ট করা একটি ভিডিও খুঁজে পায় ডিসমিসল্যাব। ১৫ নভেম্বরে পোস্ট হওয়া ভিডিওর বিবরণে লেখা, “পাংশার শরিসা খেলার মাঠের পাশে গোল বারের নিচে ৮ লাখ টাকা চাঁ/দা দাবির অভিযোগে আদর সোহাগ শেষে পুলিশে দিল জনতা,,অভিযুক্তর নাম কাবিল সে নাকি পিকুল হ/ত্যা মামলার আ/সা/মি ছিলো (বানান অপরিবর্তিত)।” এই ভিডিওর সঙ্গে যুবলীগ কর্মী দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটির হুবহু মিল রয়েছে।

ঘটনাটি নিয়ে অধিকতর যাচাইয়ে প্রাসঙ্গিক বিভিন্ন কিওয়ার্ড সার্চ করে দেখে ডিসমিসল্যাব। দেখা যায়, একই ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও অনলাইন পোর্টালে একাধিক (১, ২, ৩, ৪, ৫) প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সংবাদমাধ্যম একাত্তর টিভির প্রকাশিত প্রতিবেদনে হুবহু একই দৃশ্যের একটি ছবি দেখা যায়। প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৫ নভেম্বর বিকেলে রাজবাড়ীর পাংশা উপজেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক বাচ্চু বিশ্বাসের কাছে আট লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে কাবিল নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে থানায় হস্তান্তর করেছে স্থানীয়রা। উপজেলার সরিষা ইউনিয়নের প্রেমটিয়া স্কুলমাঠে এ ঘটনা ঘটে। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন জানান, গত ১৪ নভেম্বর পাংশা উপজেলার বিএনপির নেতার কাছে চাঁদা দাবি করে ওই যুবক।

অর্থাৎ, ছড়িয়ে পড়া ভিডিওটি গাইবান্ধায় শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া মামলার রায়ের প্রতিবাদ করায় এক যুবলীগ কর্মীকে পিটিয়ে আহত ছড়িয়ে পড়া ভিডিওটি আসলে গত ১৫ নভেম্বর রাজবাড়ীতে বিএনপি নেতার কাছে চাওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনি দেওয়ার দৃশ্য।
প্রসঙ্গত, ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।