তাসনিম তাবাস্সুম মুনমুন

ছাত্রদলের সঙ্গে পুরোনো সংঘর্ষের ভিডিও প্রচার হচ্ছে লকডাউন সফল করতে ছাত্রলীগের অসহযোগ আন্দোলন বলে
তাসনিম তাবাস্সুম মুনমুন
লকডাউন সফল করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের অসহযোগ আন্দোলন চলছে বলে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটি তিন বছর আগের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যকার সংঘর্ষের ঘটনাই ভিন্ন দাবিতে নতুন করে প্রচার করা হচ্ছে।
সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়েছে, যেখানে দাবি করা হচ্ছে, “লক ডাউন সফল করতে বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ নেতা কর্মীরা অসহযোগ আন্দোলনে নেমেছে আন্দোলন চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে।” সে ভিডিওতে স্ক্রলে ব্রেকিং নিউজ হিসেবে বলা হয়েছে, “ছাত্রলীগের হাতে গণধোলাই খেলো ডাকসু ভিপি সাদেক কায়েম”। ভিডিওর বিভিন্ন দৃশ্য দেখে ঘটনাটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বলে বোঝা যায়। ভিডিওতে মিছিল, ভাঙচুর ও লাঠি নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়ার দৃশ্য দেখা যাচ্ছে। পোস্টে একজন মন্তব্য করেছেন, “জয় বাংলা খেলা শুরু”।

কিফ্রেম ধরে সার্চ করলে ঢাকা পোস্টের একটি লাইভ ভিডিও প্রতিবেদন সামনে আসে। ভিডিওটি ২০২২ সালের ২৪ মে-এর। ঢাকা পোস্ট জানায়, “কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতিসহ অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন।”
কিওয়ার্ড সার্চে এ সংক্রান্ত একাধিক ভিডিও প্রতিবেদন (১, ২, ৩) খুঁজে পায় ডিসমিসল্যাব। এসব প্রতিবেদনের বিভিন্ন দৃশ্যের স্থান, ব্যক্তি, পোশাকের রং-এর সঙ্গে যাচাই করা ভিডিওর মিল পাওয়া যায়। বাংলাভিশন নিউজের ভেরিফায়েড ইউটিউব চ্যানেলের এরকমই এক ভিডিও প্রতিবেদনের বিস্তারিত ব্যাখ্যায় লেখা, “ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদলের সাথে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় ছাত্রদলের ৩০ কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।”
কিওয়ার্ড সার্চে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন (১, ২, ৩) থেকে জানা যায়, তৎকালীন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তির অভিযোগে ঐদিন ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। পরবর্তীতে ছাত্রদল সংগঠিত হয়ে বিক্ষোভে নামলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
অর্থাৎ, লকডাউন সফল করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের অসহযোগ আন্দোলন বলে ছড়ানো ভিডিওটি তিন বছর আগে ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনার।

