নোশিন তাবাসসুম

ফেলো, ডিসমিসল্যাব
নভেম্বর ১৭, ২০২৫
১৫:১৫:১৯
শেখ হাসিনার ফাঁসি চেয়ে বিএনপিপন্থী আইনজীবীদের মিছিলের ভিডিও ছড়াচ্ছে শাটডাউন সমর্থনের দাবিতে

শেখ হাসিনার ফাঁসি চেয়ে বিএনপিপন্থী আইনজীবীদের মিছিলের ভিডিও ছড়াচ্ছে শাটডাউন সমর্থনের দাবিতে

নভেম্বর ১৭, ২০২৫
১৫:১৫:১৯

নোশিন তাবাসসুম

ফেলো, ডিসমিসল্যাব

ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হচ্ছে, আইনজীবীরা ১৭ নভেম্বর কমপ্লিট শাটডাউনের পক্ষে বিক্ষোভ মিছিল করছেন। তবে ডিসমিসল্যাব ফ্যাক্টচেক করে দেখেছে, মূল ভিডিওটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে হাইকোর্ট এলাকায় বিএনপিপন্থী আইনজীবীদের মিছিলের।

সংবাদমাধ্যম সময় টিভির এক ভিডিও প্রতিবেদন থেকে জানা যায়, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে গত ১৬ নভেম্বর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে জড়ো হন বিএনপিপন্থী আইনজীবীরা। তাদের বিক্ষোভ মিছিল সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে দিয়ে আবার সমিতি ভবনের সামনে গিয়ে শেষ হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “বাংলাদেশ আওয়ামী লীগ” নামের একটি পেজ থেকে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে বলা হয়, “১৭ নভেম্বর কমপ্লিট শাটডাউনের পক্ষে আইনজীবীদের বিক্ষোভ মিছিলে উত্তাল কোট চত্বর।” ফেসবুকের একাধিক ব্যক্তিগত প্রোফাইল (,,) এবং গ্রুপে (,,,,) একই দাবিতে ভিডিওটি পোস্ট করা হয়। ১২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বেশ কিছু আইনজীবীরা স্লোগান দিতে দিতে সামনে অগ্রসর হচ্ছেন। মিছিলের সামনে নারী আইনজীবীরা আছেন, তাদের পেছনে পুরুষ আইনজীবীরা স্লোগান দিচ্ছেন। ভিডিওর নিচে ডান পাশে সময় টিভির লোগো দেখতে পাওয়া যায়।

ভিডিওর সূত্র যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ করলে সংবাদমাধ্যম সময় টিভির ইউটিউবে প্রকাশিত গত ১৬ নভেম্বরের একটি  ভিডিও খুঁজে পায় ডিসমিসল্যাব। বিবরণে লেখা, “হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে বিএনপির আইনজীবীদের বিক্ষোভ মিছিল।” ৫৭ সেকেন্ডের ভিডিওটির ২২ সেকেন্ড থেকে ৩৪ সেকেন্ড অংশের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর হুবহু মিল লক্ষ্য করা যায়।

এ নিয়ে গত ১৬ নভেম্বর প্রকাশিত সময় টিভির প্রতিবেদনের শিরোনাম ছিল, “শেখ হাসিনার ফাঁসির দাবিতে হাইকোর্ট এলাকায় বিক্ষোভ।” প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার ফাঁসির দাবিতে হাইকোর্ট এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপিপন্থী আইনজীবীরা। ১৬ নভেম্বর রোববার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে জড়ো হন দলটির আইনজীবীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে দিয়ে আবার সমিতি ভবনের সামনে গিয়ে শেষ হয়। এ সময় তারা শেখ হাসিনার ফাঁসির দাবি জানান।

অর্থাৎ শেখ হাসিনার ফাঁসির দাবিতে হাইকোর্ট এলাকায় বিএনপিপন্থী আইনজীবীদের মিছিলের ভিডিও ভিন্ন দাবিতে ছড়ানো হচ্ছে। 

প্রসঙ্গত, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হয়েছে আজ ১৭ নভেম্বর। গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা এটিই প্রথম মামলা, যার রায় হয়েছে আজ সোমবার। বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই মামলার রায় ঘোষণা করেছেন।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে দুটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর এজলাস থেকে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়েছে।

আরো কিছু লেখা