নোশিন তাবাসসুম

ফেলো, ডিসমিসল্যাব
নভেম্বর ১৬, ২০২৫
১৮:৩৩:১২
কুষ্টিয়ায় মন্দিরে আগুন লাগার দাবিতে ছড়াচ্ছে সাতক্ষীরার বাজারের পুরোনো ভিডিও

কুষ্টিয়ায় মন্দিরে আগুন লাগার দাবিতে ছড়াচ্ছে সাতক্ষীরার বাজারের পুরোনো ভিডিও

নভেম্বর ১৬, ২০২৫
১৮:৩৩:১২

নোশিন তাবাসসুম

ফেলো, ডিসমিসল্যাব

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে মন্দিরে আগুন ধরিয়ে দিচ্ছে তৌহিদী জনতা দাবিতে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাব ফ্যাক্টচেক করে দেখেছে, মূল ভিডিওটি কুষ্টিয়ার নয়। সংবাদমাধ্যম যমুনা টিভির এক ভিডিও প্রতিবেদন থেকে জানা যায়, চলতি বছরের ১৯ অক্টোবর সাতক্ষীরার সদরের আলীপুর বাদামতলা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনার ভিডিও এটি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে বলা হয়, “এইমাত্র.কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে মন্দিরে আগুন ধরিয়ে দিচ্ছে তৌহিদী জনতা…।”  ফেসবুকের বেশকিছু ব্যক্তিগত প্রোফাইল (,,,,,,) এবং গ্রুপে (,) একই দাবিতে ভিডিওটি পোস্ট করা হয়। ৩০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি ঘর সদৃশ স্থাপনার পেছনে এক অবকাঠামোতে আগুন জ্বলছে। ভিডিওর নিচে বাম পাশে যমুনা টিভির লোগো দেখতে পাওয়া যায়।

ভিডিওর সূত্র যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ করলে সংবাদমাধ্যম যমুনা টিভির ইউটিউবে প্রকাশিত গত ১৯ অক্টোবরের একটি  ভিডিও খুঁজে পায় ডিসমিসল্যাব। বিবরণে লেখা, “সাতক্ষীরার আলীপুর বাদামতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড।” ১ মিনিট ৩৫ সেকেন্ডের ভিডিওর ৩৮ সেকেন্ড থেকে ১ মিনিট ৮ সেকেন্ড অংশের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওটির হুবহু মিল আছে।

এ ঘটনা নিয়ে অধিকতর যাচাইয়ে কিওয়ার্ড সার্চ করলে একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম সেসময় একাধিক (,,,,) প্রতিবেদন প্রকাশ করেছে। এ বিষয় নিয়ে গত ১৯ অক্টোবর প্রকাশিত যমুনা টিভির প্রতিবেদনের শিরোনাম ছিল, “সাতক্ষীরার আলীপুর বাদামতলা বাজারে অগ্নিকাণ্ড।”

প্রতিবেদনে বলা হয়, সাতক্ষীরা সদরের আলীপুর বাদামতলা বাজারে ১৯ অক্টোবর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর নূরুল ইসলাম বলেন, খবর পেয়ে সকাল সাড়ে তিনটায় ঘটনাস্থলে গিয়ে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এই প্রতিবেদনে ব্যবহৃত ছবির সাথে ছড়িয়ে পড়া ভিডিওটির মিল রয়েছে। ১৯ অক্টোবরে প্রকাশিত খুলনা গেজেটের একটি প্রতিবেদনে বলা হয়, “সাতক্ষীরার আলীপুর বাদামতলা বাজারের আলম মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান ভস্মীভূত হয়েছে। এতে ব্যবসায়ীদের ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।” বাজারের একটি হার্ডওয়্যারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলেও জানা যায় প্রতিবেদন থেকে। 

অর্থাৎ, ছড়িয়ে পড়া ভিডিওটি আসলে গত ১৯ অক্টোবর সাতক্ষীরার সদরের আলীপুর বাদামতলা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনার একটি দৃশ্য, যা ভুল দাবিতে ছড়ানো হচ্ছে।

আরো কিছু লেখা