সুদেষ্ণা মহাজন অর্পা

উপ-প্রধানমন্ত্রী নিয়োগ নিয়ে জামায়াত আমিরের বক্তব্যযুক্ত কালের কন্ঠের ফটোকার্ডটি ভুয়া
সুদেষ্ণা মহাজন অর্পা
জামায়াতের আমির ডা.শফিকুর রহমান বলেছেন, বিরোধী দল থেকে উপ-প্রধানমন্ত্রী নিয়োগ না দিলে নির্বাচনে যাবে না জামায়াত- এমন দাবিতে কালের কণ্ঠের লোগোযুক্ত একটি ফটোকার্ড ফেসবুক ছড়িয়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, জামায়াত আমিরের মন্তব্যের দাবিতে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।
গত ১৪ নভেম্বর থেকে সামাজিক মাধ্যমে ফেসবুকে কয়েকটি ব্যক্তিগত প্রোফাইল ও গ্রুপ থেকে একটি ফটোকার্ড (১, ২, ৩, ৪, ৫, ৬, ৭) পোস্ট করা হয়। দৈনিক কালের কণ্ঠ পত্রিকার অনুকরণে সৃষ্ট সেই ফটোকার্ডের ভেতরে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ছবি সংযুক্ত করে লেখা “বিরোধী দল থেকে উপ-প্রধানমন্ত্রী নিয়োগ না দিলে নির্বাচনে যাবেনা জামায়াত। ডক্টর শফিকুর রহমান।” কার্ডের উপরে ডান দিকে কালের কণ্ঠের লোগো দেওয়া। এছাড়া নিচের দুইপাশে “১৩ নভেম্বর ২০২৫ তারিখ” এবং কালের কণ্ঠের ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে।

কার্ডের বিবরণে পোস্টদাতারা লিখেছেন, “পিআর গেছে গনভোট গেছে এবার উপপ্রধান মন্ত্রী? বিরোধী দল থেকে উপ প্রধানমন্ত্রী না দিলে উনারা নির্বাচন করবেননা। উনারা তো সরকার গঠন করার কথা বিরোধী দল বিবেচনায় আনলো কিভাবে। আরে ভাই আগে বিরোধী দল হয়ে নিন তারপর নাহয় উপপ্রধান মন্ত্রী পদটা চেয়ে নিবেন। পুরো দেশটা উনাদের, উনারা যাই চাইবেন তাহাই পাইবেন তবে দিবে কেডায়? বিগত সতেরো বছরের মিত্রকে উনারা শত্রুর মত জানে, বিএনপিকে উনারা যেভাবে ঘায়েল করছে বিশেষ করে চাঁদাবাজ বলে। উনারা কি বুকে হাত দিয়ে বলতে পারবে একটা পয়সা উনারা কাউকে এখন পর্যন্ত চাঁদা দিয়েছে। আল্লাহ উনাদেরকে হেদায়েত দান করুক”(লেখা অপরিবর্তিত)।
এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ফটোকার্ডের একটি পোস্ট প্রায় আট শর বেশিবার শেয়ার করা হয়েছে।
ফটোকার্ডের সত্যতা নিশ্চিত করতে কালের কণ্ঠের ফেসবুক পেজের ১৩ নভেম্বরের ফটোকার্ড ও পোস্টগুলো যাচাই করে দেখে ডিসমিসল্যাব। তবে নির্দিষ্ট এই তারিখে এ ধরনের কোনো ফটোকার্ড বা খবর পত্রিকাটির ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি।
ফটোকার্ডটি সম্পর্কে আরও বিস্তারিত যাচাইয়ে সংবাদমাধ্যমটির সঙ্গে যোগাযোগ করে ডিসমিসল্যাব। কালের কণ্ঠের মাল্টিমিডিয়া বিভাগের বার্তা সম্পাদক গাউস রহমান পিয়াস ডিসমিসল্যাবকে নিশ্চিত করেন এই ফটোকার্ডটি ভুয়া। তিনি বলেন, শিরোনামে কখনও দাড়ি ব্যবহার করা হয় না। এছাড়া, কালের কণ্ঠের সাম্প্রতিক ফটোকার্ডের ধরণের সঙ্গেও ফেসবুকে ছড়ানো ফটোকার্ডটির মিল নেই বলেও জানান তিনি।
অর্থাৎ, “বিরোধী দল থেকে উপ-প্রধানমন্ত্রী নিয়োগ না দিলে নির্বাচনে যাবেনা জামায়াত” দাবিতে ছড়ানো কালের কণ্ঠের ফটোকার্ডটি ভুয়া।
প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তবে এ বিষয়ে একমত নয় জামায়াতে ইসলামীসহ আট দল। তারা নির্বাচনের আগেই গণভোট চেয়েছে।