তাসনিম তাবাস্সুম মুনমুন

ফেলো, ডিসমিসল্যাব
নভেম্বর ১১, ২০২৫
১৪:৪২:০৩
এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণে আটক শিবিরের কর্মী বলে ভুয়া ফটোকার্ড প্রচার

এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণে আটক শিবিরের কর্মী বলে ভুয়া ফটোকার্ড প্রচার

নভেম্বর ১১, ২০২৫
১৪:৪২:০৩

তাসনিম তাবাস্সুম মুনমুন

ফেলো, ডিসমিসল্যাব

সামাজিক মাধ্যম ফেসবুকে সংবাদমাধ্যম “দৈনিক আমার দেশ” এর লোগোযুক্ত একটি ফটোকার্ড ছড়িয়ে পড়তে দেখা গেছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বরাতে ফটোকার্ডে দাবি করা হয়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপকারী শাহবাগ থানা ছাত্রশিবিরের কর্মী। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকিংয়ে দেখা গেছে এই ফটোকার্ডটি সংবাদমাধ্যম আমার দেশের নয়। এছাড়া ডিএমপি থেকে এ ধরনের কোনো বিবৃতি দেওয়া হয়নি বলেও নিশ্চিত হয়েছে ডিসমিসল্যাব।

“এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করা মুন্না শাহবাগ থানা ছাত্রশিবিরের কর্মী: ডিএমপি” লেখা আমার দেশ-এর কথিত একটি ফটোকার্ড সামাজিক মাধ্যম ফেসবুকে (, , , ) ছড়িয়ে পড়েছে।  ফটোকার্ডটি শেয়ার দিয়ে একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, “দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচালের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে জামাত-শিবির। যারা এ দেশ চায় নাই তারা এদেশের ভালো কখনোই চাইবে না এটাই স্বাভাবিক।” “সাপোর্টার্স অব বাংলাদেশ আওয়ামীলীগ” নামের একটি পেজ থেকে একই ফটোকার্ড শেয়ার করে লেখা হয়েছে, “আমরা আগে থেকেই বলে আসছি এই অরাজকতা সৃষ্টি করছে বি এন পি জামাত আর নাম দিচ্ছে আওয়ামী লীগের।”

আটক ব্যক্তিকে ছাত্রশিবির কর্মী দাবিতে ছড়িয়ে পড়া ফটোকার্ডটি সংবাদমাধ্যম আমার দেশ-এর পরিচিত ধরন ব্যবহার করে বানানো।  লোগোসহ রঙের ব্যবহার আমার দেশ-এর ফেসবুকে ব্যবহৃত ফটোকার্ডের সঙ্গে মেলে।  তবে ছড়ানো ফটোকার্ডের “বিস্তারিত কমেন্টে” লেখার দুই পাশের তীর চিহ্ন নিচের দিকে, আমার দেশ-এর ফটোকার্ডে যা দুই পাশে থাকে।  যাচাই করা ফটোকার্ডের ব্যাপারে আমার দেশ-এর সঙ্গে যোগাযোগ করলে তারা জানান, এরকম কোনো ফটোকার্ড তাদের পেজ থেকে পোস্ট করা হয়নি। 

ডিএমপি থেকে ককটেল বিস্ফোরণে আটককৃতদের প্রসঙ্গে কোনো বিবৃতি দেওয়া হয়েছে কি না সেটিরও খোঁজ করে ডিসমিসল্যাব।  ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনসের ডিসির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ডিএমপি থেকে এ ধরনের কোনো বিবৃতি দেওয়া হয়নি।” 

অর্থাৎ, এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক ব্যক্তিকে ছাত্রশিবিরের কর্মী দাবিতে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।

প্রসঙ্গত, রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে গত ১০ নভেম্বর রাত ১১টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন পাঁচ জনকে আটক করা হয়। ককটেল নিক্ষেপের পর দলটির নেতাকর্মীরা ধাওয়া দিয়ে দুই যুবককে আটক করে মারধর করার পর পুলিশে দেন।  একাধিক গণমাধ্যমের প্রতিবেদন (, ) থেকে জানা যায়, ফটোকার্ডের ছবিতে থাকা ব্যক্তি দাবি করেছেন তার নাম ইউসুফ।

আরো কিছু লেখা