সুদেষ্ণা মহাজন অর্পা

সাতক্ষীরায় বাসচালক নিহতের দাবিতে প্রচারিত যমুনা টিভির ফটোকার্ডটি ভুয়া
সুদেষ্ণা মহাজন অর্পা
নির্বাচনে মনোনয়ন বঞ্চিতদের অবরোধে সাতক্ষীরায় গাড়িতে আগুন দেওয়ার ফলে বাসচালক নিহত হয়েছে এমন দাবিতে “যমুনা টিভি”র একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের যাচাই করে দেখেছে, সাতক্ষীরায় বাসে অগ্নিসংযোগের এমন কোনো ঘটনা ঘটেনি। এবং ফটোকার্ডে যে ছবিটি ব্যবহার করা হয়েছে সেটি ৪ বছর আগে রাজধানীতে ভিন্ন ঘটনায় বাসে অগ্নিসংযোগের একটি ছবি।
সামাজিক মাধ্যমে ফেসবুকে কয়েকটি ব্যক্তিগত প্রোফাইল ও গ্রুপ থেকে একটি ফটোকার্ড (১, ২, ৩, ৪, ৫) পোস্ট করা হয়। যমুনা টিভির অনুকরণে সৃষ্ট সেই ফটোকার্ডে সড়কে জ্বলন্ত একটি বাসের ছবি দেখা যাচ্ছে। ছবির নিচে লেখা, “সাতক্ষীরায় নমিনেশন বঞ্চিতদের অবরোধ গাড়িতে আগুন,বাসচালক নিহত!” কার্ডের নিচের ডানকোণে ৪ নভেম্বর ২০২৫ তারিখ উল্লেখ করা।

ফটোকার্ডের ক্যাপশনে পোস্টদাতা লিখেছেন, “নমিনেশন পান নাই এটা আপনাদের ব্যপার।এই লোক কি অপরাধ করছে।এই খুনের দায় কে নিবে।।” আরেকটি গ্রুপে ফটোকার্ডটি পোস্ট করে ক্যাপশনের বিবরণে লেখা, “সাতক্ষীরায় নমিনেশন বঞ্চিতদের অবরোধ, গাড়ি ভাঙচুর, ও গাড়িতে আগুন 🔥 বাস চালক নিহত।”
ফটোকার্ডে ব্যবহৃত ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে বিভিন্ন গণমাধ্যমের অনলাইন সংস্করণের প্রতিবেদন (১, ২, ৩, ৪) খুঁজে পাওয়া যায়। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফটোকার্ডে দেওয়া বাসে অগ্নিসংযোগের ছবিটি ৪ বছর আগের। ২০২০ সালের ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনের উপনির্বাচন চলাকালে রাজধানীর অন্তত ৯ স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তার মধ্যে গুলিস্তান এলাকায় বাসে অগ্নিসংযোগের ছবি এটি।

যমুনা টিভি গত ৪ নভেম্বরে একটি ফটোকার্ড প্রকাশ করে। ফটোকার্ডে লেখা, “সাতক্ষীরায় মনোনয়নবঞ্চিত বিএনপি নেতার সমর্থকদের সড়ক অবরোধ”। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদনে বলা হয়, সাতক্ষীরা -৩ আসনে বিএনপি প্রার্থী কাজী আলাউদ্দীনের নাম ঘোষণার পর বিএনপি নির্বাহী কমিটির সদস্য ডা. শহিদুল আলমের নেতাকর্মী ও সমর্থক মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০টা থেকে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের নলতায় সড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
একাধিক সংবাদমাধ্যমে (১, ২, ৩, ৪, ৫) এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। তবে কোনো প্রতিবেদনে কোনো বাস পোড়ানো কিংবা চালক নিহতের ঘটনার কথা বলা হয়নি।

আগুনে জ্বলতে থাকা বাসের ছবিসহ ছড়িয়ে পড়া ফটোকার্ডের সত্যতা নিশ্চিত করতে যমুনা টেলিভিশনের সাথে যোগাযোগ করে ডিসমিসল্যাব। সংবাদমাধ্যমটির নিউ মিডিয়া বিভাগের সম্পাদক রুবেল মাহমুদ জানিয়েছেন, প্রচারিত ফটোকার্ডটি যমুনা টিভির নয়। তিনি আরও জানান, ভুয়া কার্ডের লেখার ফন্ট যমুনা টিভির সঙ্গে মিলে না।
এই ব্যাপারে সাতক্ষীরার কালিগঞ্জ থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি ডিসমিসল্যাবকে নিশ্চিত করেন, কালিগঞ্জে বাস পোড়ানোর কিংবা চালক নিহতের কোনো ঘটনা ঘটেনি।
অর্থাৎ, যমুনা টিভির নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া এবং সাতক্ষীরায় মনোনয়নবঞ্চিতদের অবরোধের সময় বাসে অগ্নিসংযোগে চালক নিহত হয় যা সত্য নয়।