নোশিন তাবাসসুম

ফেলো, ডিসমিসল্যাব
নভেম্বর ৩, ২০২৫
১৪:০৬:১২
৫ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি

৫ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি

নভেম্বর ৩, ২০২৫
১৪:০৬:১২

নোশিন তাবাসসুম

ফেলো, ডিসমিসল্যাব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ এবং গণভোট একইসাথে ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এমন একটি দাবি সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাব ফ্যাক্টচেক করে দেখেছে, এ ধরণের কোনো আনুষ্ঠানিক ঘোষণা নির্বাচন কমিশন থেকে আসেনি। নির্বাচন কমিশনের জনসংযোগ বিভাগ এ বিষয়ে ডিসমিসল্যাবকে নিশ্চিত করেছে।

সামাজিক মাধ্যম ফেসবুকে কাঁঠেরকেল্লা নামের পেজ থেকে একটি ফটোকার্ড পোস্ট করা হয়, সেখানে নির্বাচন এবং গণভোটের তারিখ নির্দিষ্ট করে লেখা। পোস্টের কার্ড ও ক্যাপশন- উভয় জায়গায় লেখা, “সংসদ নির্বাচন: ৫ ফেব্রুয়ারি ২০২৬। একই দিনে হবে গণভোট। তফসিল: ডিসেম্বরের প্রথম সপ্তাহে।”

ফেসবুকে একাধিক ব্যক্তিগত প্রোফাইল (, , , , ) গ্রুপ (, , , ) এবং পেজ থেকে একই দাবিতে লেখাটা পোস্ট করা হয়। তবে কোনো পোস্টেই উক্ত দাবির পক্ষে কোনো সূত্র উল্লেখ করতে দেখা যায়নি।

  • ৫ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি ফ্যাক্টচেক
  • ৫ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি ফ্যাক্টচেক

নির্বাচনের তারিখের বিষয়টি নিশ্চিত করতে জাতীয় নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা জনাব মোঃ রুহুল আমিন মল্লিকের সাথে যোগাযোগ করে ডিসমিসল্যাব। তিনি বলেন, “কমিশন এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি।” 

অর্থাৎ, জাতীয় সংসদ নির্বাচনের জন্য কোনো নির্দিষ্ট তারিখের আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। গণভোটের বিষয়েও কোনো ঘোষণা নির্বাচন কমিশন দেয়নি। অর্থাৎ, দাবিটি সত্য নয়। 

প্রসঙ্গত, গত ১ নভেম্বর নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে এবং ভোট গ্রহণ আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে।

আরো কিছু লেখা