তাসনিম তাবাস্সুম মুনমুন

ফেলো, ডিসমিসল্যাব
অক্টোবর ২৭, ২০২৫
১৩:০২:১৮
চাকরির পরীক্ষা বাসায় নেওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি উপদেষ্টা আসিফ মাহমুদের মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার নয়

চাকরির পরীক্ষা বাসায় নেওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি উপদেষ্টা আসিফ মাহমুদের মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার নয়

অক্টোবর ২৭, ২০২৫
১৩:০২:১৮

তাসনিম তাবাস্সুম মুনমুন

ফেলো, ডিসমিসল্যাব

উপদেষ্টা আসিফ মাহমুদের মন্ত্রণালয়ের অধীনে সরকারি চাকরির পরীক্ষা বাসায় নেওয়া হচ্ছে দাবিতে একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ভিডিওটি কুষ্টিয়া সিভিল সার্জন অফিসে কর্মচারী নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে প্রকাশিত ভিডিও প্রতিবেদন থেকে নেওয়া। এই নিয়োগ পরীক্ষা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীনে নেওয়া হয়। এই মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নন।

“অবশেষে সরকারি চাকরির জন্য মেধার পরীক্ষা হচ্ছে বাসা বাড়িতে 🤣” ক্যাপশনসহ একটি ভিডিও ছড়িয়ে পড়েছে একাধিক সামাজিক মাধ্যমে (, )। ভিডিও এর ভেতরে লেখা, “উপদেষ্টা আসিফের মন্ত্রণালয়ের জন্যে সরকারি চাকরির পরীক্ষা বাসা বাড়িতে নেয়া হচ্ছে।” ডিবিসি নিউজের লোগোযুক্ত এই ভিডিওতে একটি বাসা থেকে কয়েকজনকে দৌড়ে বের হতে দেখা যায়। ভিডিওটি এই পর্যন্ত ৫ লক্ষ ব্যবহারকারী দেখেছেন, শেয়ার হয়েছে ৬ হাজার বারেরও বেশি।

কি-ওয়ার্ড সার্চে একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের (, , , ) মাধ্যমে এই ভিডিও-এর মূল ঘটনা খুঁজে পাওয়া যায়। এতে ডিবিসি নিউজের লোগোযুক্ত মূল প্রতিবেদনও পাওয়া যায়। প্রতিবেদনের তথ্যমতে, কুষ্টিয়া সিভিল সার্জন অফিসে কর্মচারী নিয়োগ পরীক্ষার দিন সকালে ২৫–৩০ জন প্রার্থীকে ডাক্তার মোহাম্মদ হোসেন ইমামের বাড়ি থেকে একসঙ্গে বের হতে দেখা যায়। ডা. ইমাম কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের রেসিডেন্ট মেডিকেল অফিসার (আরএমও)। অভিযোগ উঠেছে, পরীক্ষার আগমুহূর্তে এই কর্মকর্তার বাসায় উত্তরপত্র তৈরি ও প্রস্তুতিমূলক পরীক্ষা নেওয়া হচ্ছিল। ভিডিও ছড়িয়ে পড়ার পর নিয়োগ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে নিয়োগ কমিটি।

কুষ্টিয়া সিভিল সার্জন অফিসে ৩য়/৪র্থ শ্রেণির কর্মচারী নিয়োগের এই পরীক্ষাটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীনে অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম, আসিফ মাহমুদ নন। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন।

অর্থাৎ, কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের নিয়োগ পরীক্ষা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে হয়। এর সঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদের কোনো মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। 

আরো কিছু লেখা