নোশিন তাবাসসুম

কুষ্টিয়ায় কুমিরের আক্রমণের শিকার নারী দাবিতে ছড়াচ্ছে ভারতের ভিডিও
নোশিন তাবাসসুম
কুষ্টিয়ার গড়াই নদীতে কুমির এক নারীকে টেনে নিয়ে যাচ্ছে দাবিতে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাব ফ্যাক্টচেক করে দেখেছে, ভিডিওটি ভারতের ওড়িশা রাজ্যের। এর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, একটি কুমির একজন মানুষকে মুখে নিয়ে এগিয়ে যাচ্ছে সামনে। মানুষটির একটি হাতও দেখা যায়, যেই হাতে চুড়ি পরা। ভিডিওটি উপর থেকে ধারণ করা হয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা, “কুষ্টিয়ার গড়াই নদীতে কুমির এক নারীকে ধরে নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে”।
ফেসবুকের একাধিক ফেসবুক প্রোফাইল থেকে (১, ২, ৩, ৪, ৫, ৬) একই দাবিতে ভিডিওটি শেয়ার করতে দেখা যায়।

ঘটনাটি যাচাইয়ের জন্য ভিডিওটির কি-ফ্রেম ধরে সার্চ করলে, ফেসবুকে ৭ সেকেন্ডের একটি ভিডিও পাওয়া যায়, যা ছড়িয়ে পড়া ভিডিওটির সাথে সাদৃশ্যপূর্ণ। দ্য টাইমস অব ইন্ডিয়ার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ভিডিওটি গত ৮ অক্টোবর পোস্ট করা হয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা, “#ওড়িশা। #খরস্রোতা নদীতে ৫৯ বছর বয়সী এক নারী নিহত। লবণাক্ত পানির #কুমিরের আক্রমণে তার দেহটি আংশিকভাবে খুবলে খাওয়া অবস্থায় পাওয়া গেছে। ওই নারী কাপড় ধুতে গেলে ঘটনাটি ঘটে।”
এছাড়া একাধিক ফেসবুক পেজ থেকে (১, ২, ৩, ৪, ৫) ভিডিওটি ভারতের দাবিতে শেয়ার করতে দেখা যায়।
ওড়িশার সূত্র ধরে কিওয়ার্ড সার্চ-এ বিভিন্ন গণমাধ্যমে ওই ঘটনার একাধিক (১, ২, ৩, ৪) প্রতিবেদন পাওয়া যায়। টাইমস অব ইন্ডিয়ার ৭ অক্টোবরের প্রতিবেদনেও ঘটনাটির বিবরণ পাওয়া গেছে। প্রতিবেদন অনুসারে, ভারতের ওড়িশা রাজ্যের খরস্রোতা নদীতে ওই দুর্ঘটনাটি ঘটে। প্রতিবেদনের শিরোনাম ছিলো, “কুমিরে খুবলে খাওয়া অবস্থায় নারীর মরদেহ উদ্ধার”। প্রতিবেদনে বলা হয়, “ব্যাংকুপালা গ্রামের কাছে জাজপুর বনাঞ্চলের খরস্রোতা নদীতে মঙ্গলবার নোনা পানির কুমিরের আক্রমণে নিহত ৫৯ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। কুমির মরদেহের অর্ধেকই খুবলে খেয়েছে। নিহত নারীর নাম সৌদামিনি মহালা। সোমবার নদীতে কাপড় ও বাসন ধোয়ার সময় কুমিরটি তাকে আক্রমণ করে পানির ভেতরে টেনে নেয়। ঘটনাটি পরে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।”

প্রতিবেদন অনুসারে, গত ৬ অক্টোবর সোমবার ওই নারী হামলার শিকার হন এবং পরদিন মঙ্গলবার, ৭ অক্টোবর তার মরদেহ উদ্ধার করা হয়।
অর্থাৎ, কুষ্টিয়ার গড়াই নদীতে কুমিরের নারীকে টেনে নিয়ে যাওয়ার দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটি বাংলাদেশের নয়। এটি ভারতের ওড়িশা রাজ্যের ঘটনা।