সুদেষ্ণা মহাজন অর্পা

ইন্টার্ন, ডিসমিসল্যাব
অক্টোবর ৮, ২০২৫
১৮:২৫:৪০
আওয়ামী লীগ নেতার ছেলের লাশ উদ্ধারের দাবিতে ছড়াচ্ছে শেরপুরের ভিন্ন ঘটনার ভিডিও

আওয়ামী লীগ নেতার ছেলের লাশ উদ্ধারের দাবিতে ছড়াচ্ছে শেরপুরের ভিন্ন ঘটনার ভিডিও

অক্টোবর ৮, ২০২৫
১৮:২৫:৪০

সুদেষ্ণা মহাজন অর্পা

ইন্টার্ন, ডিসমিসল্যাব

নোয়াখালীতে আওয়ামী লীগ নেতার ছেলেকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। টাকা দিতে ব্যর্থ হওয়ায় ছেলেটিকে হত্যা করা হয়। পরে ফেলে যাওয়া লাশ বাড়ির পেছন থেকে উদ্ধার করা হয় এমন দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। তবে ডিসমিসল্যাবের যাচাইয়ে দেখা যায়, ঘটনাটি চলতি বছরের ১৯ সেপ্টেম্বর শেরপুরের চেল্লাখালী নদীতে পাহাড়ি ঢলে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধারের ভিডিও।

গত ৩ অক্টোবর ২০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “03/10/25 নোয়াখালী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেনের ছেলেকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যায় এবং তার কাছে ১০ লাখ টাকা দাবি করে। টাকা দিতে অপারগতা স্বীকার করায় তার পুত্র সন্তানকে হত্যার পর তারই বাসার পিছনে ফেলে রেখে পালায় দুর্বৃত্তরা।” একই দিন আরেকটি ফেসবুক পোস্টে ভিডিওটি যুক্ত করে বিএনপি-জামাতের সন্ত্রাসীরা এই কাজ করেছে বলে উল্লেখ করা হয়। এই প্রতিবেদন লেখার আগপর্যন্ত এমন একটি ভিডিও ৭৮ হাজার বারের বেশি দেখা হয়েছে এবং প্রায় ২৮০ বার শেয়ার করা হয়েছে। 

একাধিক ফেসবুক প্রোফাইল ও পেজ (,,,,,,) থেকে একই দাবিতে ভিডিওটি শেয়ার হতে দেখা যায়। এছাড়া ইনস্টাগ্রামে (,,) একই দাবিতে ভিডিওটি পোস্ট করা হয়। আরেকটি সামাজিক মাধ্যম থ্রেডস -এর একটি প্রোফাইল থেকে একই দাবিতে ভিডিওটি পোস্ট করা হয়। তবে এক্ষেত্রে ক্যাপশনের বিবরণে ঘটনাস্থল ভিন্ন বলা হয়েছে। মন্তব্যের ঘরে এক ব্যবহারকারী লিখেছেন, “এইগুলার কোনো বিচার নাই দেশে”, আরেকজন লিখেছেন, “দুর্বৃত্তরা নয় এটা বিএনপি জাতাম এনসিপির জারজ সন্তানদের কাজ”।

ভিডিওর সূত্র যাচাইয়ে বিভিন্ন কিফ্রেম ধরে রিভার্স ইমেজ সার্চ করলে, শেরপুর সংবাদ নামের একটি ফেসবুক পেজ থেকে চলতি বছরের ১৯ সেপ্টেম্বর প্রকাশিত ২৬ সেকেন্ডের একটি ভিডিও খুঁজে পায় ডিসমিসল্যাব। ভিডিওটির প্রথম ২০ সেকেন্ডের সাথে ছড়িয়ে পড়া ভিডিওর হুবহু মিল আছে। ভিডিওর ক্যাপশনে লেখা, “নালিতাবাড়ী উপজেলার বুরুঙ্গা বাতকুচি এলাকায় চেল্লাখালী নদীতে নিখোঁ’জ হুমায়ুন নামে ১০ বছর বয়সী এক শি’শুর ম’র’দেহ উদ্ধার। এলাকায় শোকের মাত’ম! আ’হা জীবন”।

এই বিষয়ে আরও বিস্তারিত জানতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে দেখে ডিসমিসল্যাব। একাধিক গণমাধ্যমে (,,,) ঘটনাটি নিয়ে সংবাদ প্রচারিত হয়েছে। প্রথম আলোতে প্রকাশিত গত ১৯ সেপ্টেম্বর একটি প্রতিবেদনে বলা হয়, “শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পাহাড়ি ঢলের পানিতে ভেসে গিয়ে হুমায়ুন (১০) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিখোঁজের সাত ঘণ্টা পর গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। হুমায়ুন উপজেলার বুরুঙ্গা গ্রামের দুলাল মিয়ার ছেলে। সে বুরুঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।”

অর্থাৎ শেরপুরের ঘটনাকে সম্প্রতি নোয়াখালীর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেনের ছেলের লাশ উদ্ধারের ভিডিও দাবি করে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে যা সম্পূর্ণ ভিত্তিহীন।

আরো কিছু লেখা