মো. তৌহিদুল ইসলাম

তোফায়েল আহমেদ মারা যাওয়ার দাবিটি ভুয়া
মো. তৌহিদুল ইসলাম
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন দাবিতে বেশকিছু পোস্ট সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তে দেখা গেছে। তবে ফ্যাক্টচেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন তিনি। এছাড়া তোফায়েল আহমেদ মারা যাওয়ার খবরটি গুজব বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী সচিব (এপিএস)।
ফেসবুকে গত ২৮ সেপ্টেম্বর থেকে একাধিক প্রোফাইল ও পেজে পোস্ট করে (১, ২, ৩, ৪, ৫) দাবি করা হয়, আওয়ামী লীগের সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা গেছেন। এক্সেও একই দাবিতে একাধিক পোস্ট খুঁজে পাওয়া যায় (১, ২, ৩, ৪)।

তথ্যটির সত্যতা যাচাইয়ে আজ (২৯ সেপ্টেম্বর) ঢাকা স্কয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) বিভাগে খোঁজ নেয় ডিসমিসল্যাব। স্বশরীরে যাচাইয়ে সিসিইউর সামনে তোফায়েল আহমেদের এপিএস আবুল হাসনাতকে খুঁজে পাওয়া যায়। তিনি ডিসমিসল্যাবকে বলেন, “উনার মারা যাওয়ার খরবটা গুজব। উনার অবস্থা গতকালকের চাইতে কিছুটা ভালো। চোখ মেলেও তাকাচ্ছেন। হালকা নড়াচড়াও করছেন।” দুপুর ৩টায় এই তথ্য নিশ্চিত করেন তিনি। এসময় তোফায়েল আহমেদের এক আত্মীয় তাকে দেখতে সিসিইউ কক্ষে প্রবেশ করেন এবং কিছুক্ষণ পর বেড়িয়ে আসেন।
পরবর্তীতে বেলা ৪টা ৩০ মিনিটের দিকে আবুল হাসনাতকে পুনরায় মোবাইল কলের মাধ্যমে তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হয়। এসময় তিনি বলেন, “উনি এখনো লাইফ সাপোর্টে আছেন।”
সামাজিকমাধ্যমে তোফায়েল আহমেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর একাধিক সংবাদমাধ্যমেও তথ্যটি গুজব বলে খবর প্রকাশত (১, ২) হয়। অনলাইন সংবাদমাধ্যম বিডি নিউজ টুয়েন্টিফোরের ওয়েবসাইটেও গতকাল এ প্রসঙ্গে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটিতে স্কয়ার হাসপাতালের নির্বাহী কর্মকর্তা ইউসুফ সিদ্দিকের বরাত দিয়ে জানানো হয়, তোফায়েল আহমেদের মৃত্যুর তথ্যটি সঠিক নয়।

অর্থাৎ, গতকাল থেকে সামাজিকমাধ্যমে ছড়ানো তোফায়েল আহমেদের মৃত্যুর তথ্যটি ভুয়া।
প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল-মে মাসেও তোফায়েল আহমেদ মারা যাওয়ার দাবি সামাজিকমাধ্যমে ছড়িয়েছিল (১, ২)। সেসময় তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের প্রতিবেদনে দাবি দুইটিকে মিথ্যা বলে জানানো হয়েছিল।