মো. তৌহিদুল ইসলাম

জয়পুরহাটে মন্দির ভাঙচুরের পুরোনো ঘটনা সাম্প্রতিক দাবিতে প্রচার
মো. তৌহিদুল ইসলাম
জয়পুরহাট সদর উপজেলার শুকতাহার গ্রামে সম্প্রতি দুই জায়গায় মন্দির ভাঙচুর করা হয়েছে দাবিতে একটি পোস্ট সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ডিসমিসল্যাবের যাচাইয়ে দেখা গেছে ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়, বরং চার বছর আগের।
একাধিক ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে ভাঙা প্রতিমার তিনটি ছবি সম্বলিত পোস্টটি সাম্প্রতিক সময়ের দাবিতে ছড়াতে দেখা যায় (১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮)।

ফেসবুক এবং এক্সে ভুয়া দাবিতে ছড়ানো পোস্ট
ফেসবুকের একটি প্রফাইল থেকে পোস্ট হওয়া ছবিগুলোর ক্যাপশনে লেখা হয় “জয়পুরহাট শুকতাহার গতকাল রাতে একই গ্রামে দুই জায়গায় প্রতিমা ভেঙ্গে দিয়েছে।পুলিশ করিম মন্ডলের ছেলে বাবু মণ্ডল কে এরেস্ট করেছে।জানি না এ খেলার শেষ কোথায়? সবাই নিজ নিজ জায়গা থেকে সাবধানে থাকবেন।” এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত পোস্টটি ২০ বার শেয়ার করা হয়েছে। পোস্টটির মন্তব্যে কয়েকজন ফেসবুক ব্যবহারকারী প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। একজন লিখেছেন, “শুকরের তান্ডব শুরু হয়ে গেছে। কিছু কিছু মায়েরা কেন বেজন্মা সৃষ্টি করেন??” আরেকজন ব্যবহারকারী লিখেছেন, “তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই……….এই দেশে এর শেষ কোথায়?।”
ফেসবুক ছাড়াও একইধরনের পোস্ট এক্সেও ছড়াতে দেখা যায়।
ঘটনার সত্যতা যাচাইয়ে ছড়িয়ে পড়া পোস্টের ছবিগুলো রিভার্স ইমেজ সার্চ করে ডিসমিসল্যাব। এতে বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমের কয়েকটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এসব প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে সম্প্রতি ছড়িয়ে পড়া ছবিগুলোর হুবহু মিল রয়েছে।
২০২১ সালের ২৫ সেপ্টেম্বর সংবাদমাধ্যম প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিগুলোর একটির হুবহু মিল খুঁজে পাওয়া যায়।
প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী এটি জয়পুরহাট সদর উপজেলার শুকতাহার গ্রামের দুটি মন্দিরে গভীর রাতে প্রতীমা ভাঙচুরের ঘটনা। এ ঘটনায় জড়িত অভিযোগে শামসুল আলম মণ্ডল ওরফে লাল বাবু (৩৫) নামের একজনকে গ্রেপ্তারও করা হয়েছিল। যা চার বছর আগের একটি ঘটনা।
সাম্প্রতিক দাবিতে ছড়ানো তৃতীয় ছবিটি মিলে যায় যমুনা টেলিভিশনের একটি প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে। এটিও ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছিল। প্রতিবেদনে থাকা তথ্যগুলো প্রথম আলো ও চ্যানেল একাত্তরের প্রতিবেদনের সঙ্গে মিলে যায়।
অর্থাৎ, ঘটনাটি জয়পুরহাটের শুকতাহার গ্রামের হলেও, এটি সাম্প্রতিক সময়ের কোনো ঘটনা নয়। এটি অন্তত চার বছরের পুরোনো ঘটনা।
উল্লেখ্য, আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিমা তৈরির কাজ চলছে। জয়পুরহাটের ঘটনাটি পুরোনো হলেও সাম্প্রতিক সময়ে প্রতিমা ভাঙচুরের বেশ কয়েকটি ঘটনা সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। প্রথম আলোর একটি প্রতিবেদন অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামের একটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। এছাড়াও গত ১০ দিনে কুষ্টিয়া, গাজিপুর ও নেত্রকোনায় প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে প্রথম আলোর একাধিক প্রতিবেদনে (১, ২, ৩, ৪) উঠে আসে।