সুদেষ্ণা মহাজন অর্পা

ইন্টার্ন, ডিসমিসল্যাব
সেপ্টেম্বর ১৫, ২০২৫
১৬:৪২:৩৬
ঢাকার ডেমরায় অগ্নিকাণ্ডের দাবিতে ছড়াচ্ছে নেপালের ভিডিও

ঢাকার ডেমরায় অগ্নিকাণ্ডের দাবিতে ছড়াচ্ছে নেপালের ভিডিও

সেপ্টেম্বর ১৫, ২০২৫
১৬:৪২:৩৬

সুদেষ্ণা মহাজন অর্পা

ইন্টার্ন, ডিসমিসল্যাব

সম্প্রতি সামাজিক মাধ্যমগুলোতে অগ্নিকাণ্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়তে দেখা গেছে। একই দাবিতে শেয়ার করা ভিডিওতে বলা হচ্ছে, এটি ঢাকার ডেমরায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। তবে যাচাইয়ে দেখা গেছে, মূল ভিডিওটি চলতি বছর নেপালে জেন-জি আন্দোলনের সময় বানেপা অঞ্চলের পুলিশ কার্যালয়ে অগ্নিসংযোগের একটি দৃশ্য। বাংলাদেশের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

ফেসবুকের একাধিক পেজ, প্রোফাইল ও গ্রুপে (, , , , , , , ) গত ১৪ সেপ্টেম্বর থেকে একই দাবিতে ভিডিওটি শেয়ার হতে দেখা যায়। একটি ১ মিনিট ৩০ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায়, একটি ভবনে আগুন জ্বলছে, চারদিক স্ফুলিঙ্গ আর কালো ধোঁয়ায় ছেয়ে আছে। বহু মানুষের চিৎকার শোনা যাচ্ছে এবং অনেক মানুষ ভবনের বাইরে জড়ো হয়েছে। কেউ কেউ ভবন থেকে লাফিয়ে প্রাণে বাঁচার চেষ্টা করছে। ভবনের নিচে কিছু মানুষ আটকে পরা মানুষদের উদ্ধারের জন্য বিছানার চাদর মেলে ধরেছে।

  • ভিডিওটি নেপালের - ফ্যাক্টচেক
  • ডেমরা ভিডিও ফ্যাক্টচেক

ঢাকার ডেমরায় অগ্নিকাণ্ডের দাবিতে একই ভিডিও আরও কিছু সামাজিক মাধ্যমে ছড়াতে দেখা গেছে। একই দাবিতে ভিডিও শেয়ার হয়েছে ইউটিউব (, , ), ইনস্টাগ্রাম (, , ) ও থ্রেডসের (, , , ) একাধিক অ্যাকাউন্ট থেকে।

ছড়িয়ে পড়া ঘটনার সত্যতা যাচাইয়ে ভিডিওটির বিভিন্ন কিফ্রেম ধরে সার্চ করলে সামাজিক মাধ্যম টিকটকে ১ মিনিট ৫০ সেকেন্ডের একটি ভিডিও পাওয়া যায়। গত ৯ সেপ্টেম্বরে শেয়ার করা ভিডিওটির বিবরণে লেখা, “Banepa Police Station😂 #banepa #police #genz.”। এই ভিডিওর প্রথম দেড় মিনিটের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওটি হুবহু মিলে যায়।

ভিডিওটি নেপালের - ফ্যাক্টচেক
টিকটক ভিডিওটির বিবরণে লেখা, “Banepa Police Station”

টিকটকের সেই ভিডিওটির বিবরণ থেকে পাওয়া তথ্য থেকে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করলে একই স্থানের ভিন্ন ভিন্ন ফুটেজের বেশকিছু (, , , , , , ) ভিডিও খুঁজে পায় ডিসমিসল্যাব। ফুটেজগুলোতে যে স্থাপনায় আগুন জ্বলতে দেখা যায় এর সঙ্গে টিকটকে নেপালের বলে দাবি করা ভিডিওতে থাকা স্থাপনার মিল রয়েছে। এছাড়া খুঁজে পাওয়া ফুটেজগুলোর একটিতে স্থাপনার সামনের অংশে নেপালি ভাষায় কিছু লেখা দেখতে পাওয়া যায়। ছবি থেকে লেখা আলাদা করে নিয়ে গুগলে অনুবাদ করলে দেখা যায়, সেখানে লেখা– “এরিয়া পুলিশ অফিস বানেপা।”

  • ভিডিওটি নেপালের - ফ্যাক্টচেক
  • ভিডিওটি নেপালের - ফ্যাক্টচেক

ঘটনার সম্পর্কে আরও নিশ্চিত হতে “এরিয়া পুলিশ অফিস বানেপা” দিয়ে গুগল ম্যাপে সার্চ করলে একই নামে নেপালের একটি থানার খোঁজ পাওয়া যায়। থানার ওই ভবনের সঙ্গে ঢাকার ডেমরার বলে শেয়ার করা ভিডিওর ও টিকটকে নেপালের একটি থানার বলে শেয়ার করা ভিডিওর হুবহু মিল রয়েছে। যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি ধারণ করা হয়েছে পুলিশ অফিস ভবনের পেছনের অংশ থেকে। গুগল ম্যাপে ভবনটির চাপা সাদা রঙ ও কার্ণিশে আকাশি রঙের হুবহু মিল রয়েছে। ছাদে থাকা পানির ট্যাংক ও অ্যান্টেনারও মিল আছে।

  • ডেমরা ভিডিও ফ্যাক্টচেক
  • ডেমরা ভিডিও ফ্যাক্টচেক

এছাড়া নেপালের একাধিক অনলাইন পোর্টালের (, ) প্রতিবেদনে দেশটির জেন-জি আন্দোলনে সহিংসতায় বিক্ষোভকারীরাদের বানেপা পৌরসভা অফিসে হামলা এবং থানায় অগ্নিসংযোগের খবর পাওয়া যায়।

অর্থাৎ, বাংলাদেশের ডেমরায় অগ্নিকাণ্ডের ঘটনা দাবিতে ছড়ানো ভিডিওটি সম্পূর্ণ ভিত্তিহীন; এর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। 

আরো কিছু লেখা