নোশিন তাবাসসুম

ফেলো, ডিসমিসল্যাব
আগস্ট ২৪, ২০২৫
১৭:৩৭:৪৩
নৈশ্যপ্রহরী হত্যার পুরোনো ভিডিও ছড়াচ্ছে ছাত্রলীগ কর্মী দাবিতে
This article is more than 2 months old

নৈশ্যপ্রহরী হত্যার পুরোনো ভিডিও ছড়াচ্ছে ছাত্রলীগ কর্মী দাবিতে

আগস্ট ২৪, ২০২৫
১৭:৩৭:৪৩

নোশিন তাবাসসুম

ফেলো, ডিসমিসল্যাব

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে রশি দিয়ে বাঁধা অবস্থায় এক যুবকের ভিডিও শেয়ার করে বলা হচ্ছে এটি জামালপুরের এক ছাত্রলীগ নেতার লাশ। তবে যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি দেড় বছরেরও বেশি পুরোনো। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, মূল ঘটনাটি ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারিতে চাঁদপুরের এক নৈশপ্রহরীর হাত-পা বাঁধা লাশ উদ্ধারের ।

ফেসবুকের একাধিক ব্যবহারকারীকে (, , , , , , ) ২৪ আগস্ট থেকে একই দাবিতে ভিডিওটি শেয়ার করতে দেখা যায়। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও একই দাবিতে ভিডিওটি শেয়ার করতে দেখা যায়।

একই দাবিতে শেয়ার করা ফেসবুকের একটি ভিডিও পোস্ট বিশ্লেষণে দেখা যায়, সেটি এখন পর্যন্ত প্রায় ৭০ হাজার বার দেখা হয়েছে এবং হাজারেরও বেশিবার শেয়ার করা হয়েছে। ভিডিওর বিবরণে লেখা, “জামালপুরে গজরা বাজারে কৃষি ব‍্যাংকের ছাদের উপর পাওয়া গেলো হাত-পা বাঁধা অবস্থা নিখোঁজ ছাত্রলীগ নেতার লাশ। ছেলেটি আওয়ামীলীগ পরিবারের সন্তান এবং কলেজ শাখা ছাত্রলীগ নেতা ছিলেন। তাকে রশি দিয়ে শ্বাসরোধ করে,খুঁটিতে বেঁধে হত্যা করে হয়। ফ‍্যাসিস্ট ইউনুছ হঠাও দেশ বাঁচাও”। পোস্টটিতে “স্টেপডাউনফ্যাসিস্টইউনূস (#StepDownFescistYounus)” হ্যাশট্যাগ যুক্ত করা হয়েছে। ৩০ সেকেন্ডের সেই ভিডিওটিতে দেখা যায়, একটি ভবনের ছাদ থেকে এক ব্যক্তির হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হচ্ছে।

ভিডিওটির সত্যতা যাচাইয়ে জন্য কিফ্রেম ধরে সার্চ করলে দেখা যায় একই ভিডিও ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি, ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে আপলোড করা হয়েছিল। পোস্টের বিবরণে উল্লেখ করা হয়, “চাঁদপুরের মতলব উত্তর উপজেলাধীন গজরা ইউনিয়নের গজরা বাজার কৃষি ব্যাংকের  ছাদে একটি পিলারের সাথে বাঁধা শাহাদাত হোসেন নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই নিমর্ম হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবী জানাচ্ছি।” (বানান অপরিবর্তিত) একই তারিখে একাধিক ফেসবুক প্রোফাইল (, , , , , , ), গ্রুপ (, , ) ও পেজ (, , ) থেকেও ভিডিওটি পোস্ট করা হয়।

ঘটনাটি নিয়ে সেসময় একাধিক সংবাদমাধ্যমে (, , , , , , ) প্রতিবেদন প্রকাশিত হয়। ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারিতে প্রকাশিত প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা বাজার এলাকায় কৃষি ব্যাংকের কার্যালয়ের ছাদ থেকে ওই ব্যাংকের নৈশপ্রহরীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের বরাতে সেই প্রতিবেদনে বলা হয় পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে আলোচিত ঘটনাটি নিয়ে প্রকাশিত এই প্রতিবেদনগুলোতে কোথাও নিহত ব্যক্তির রাজনৈতিক সম্পৃক্ততা উল্লেখ করা হয়নি কিংবা মৃত্যুর পেছনে রাজনৈতিক বিবাদ থাকতে পারে বলেও জানানো হয়নি।

অর্থাৎ, ছড়িয়ে পড়া ভিডিওটি জামালপুরের নয়, বরং চাঁদপুরের। আবার ভিডিওটি দেড় বছরের পুরোনো এবং ভিন্ন ঘটনার যা অসত্য দাবিতে শেয়ার করা হচ্ছে সাম্প্রতিক বলে।

আরো কিছু লেখা