ফাতেমা তাবাসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
আগস্ট ১৫, ২০২৫
২১:৩৮:৫১
চাঁপাইনবাবগঞ্জে বন্যা পরিস্থিতি দাবিতে শেয়ার করা এই ছবিগুলো ভারতের
This article is more than 2 months old

চাঁপাইনবাবগঞ্জে বন্যা পরিস্থিতি দাবিতে শেয়ার করা এই ছবিগুলো ভারতের

আগস্ট ১৫, ২০২৫
২১:৩৮:৫১

ফাতেমা তাবাসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

চাঁপাইনবাবগঞ্জে বন্যায় ঘরবাড়ি নদীতে ভেসে যাচ্ছে দাবি করে সম্প্রতি কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। কিন্তু ডিসমিসল্যাবের যাচাইয়ে জানা গেছে, ছবিগুলো বাংলাদেশের নয়। এগুলো মূলত ভারতের উত্তর প্রদেশের বালিয়া অঞ্চলের বন্যার দৃশ্য, যা অন্তত এক সপ্তাহ আগের ঘটনা।

ফেসবুকে ‘পদ্মাটাইমস২৪’ নামের একটি পেজ ১৪ আগস্ট তিনটি ছবি শেয়ার করে দাবি করে, এগুলো চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী নারায়নপুরের বন্যা পরিস্থিতির দৃশ্য। পোস্টে বলা হয়, বন্যায় ওই এলাকার ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। একই দাবি করে একাধিক ব্যক্তিগত প্রোফাইল (, , ) এবং চল্লিশ হাজারের বেশি সদস্য থাকা একটি গ্রুপেও ছবিগুলো পোস্ট হতে দেখা যায়। সব পোস্টেই একই তিনটি ছবি দেখা যায়। ছবিগুলোতে বন্যার পানিতে গাছ ও ঘর ভেঙে পড়তে দেখা যায়।

চাঁপাইনবাবগঞ্জের বন্যা বলে ভারতের ছবি প্রচার

ছবিগুলো রিভার্স ইমেজ অনুসন্ধানে একই দৃশ্যের একটি ভিডিও পাওয়া গেছে ভারতীয় সংবাদমাধ্যম ‘ফার্স্ট ইন্ডিয়া নিউজ’ নামের ইউটিউব চ্যানেলের শর্টসে। ভিডিওটি চলতি বছরের ২ আগস্টে প্রকাশিত হয়। শিরোনাম ও ভিডিওর বর্ণনা থেকে জানা যায়, এটি ভারতের ‘বালিয়া’ এলাকার বন্যা পরিস্থির একটি সাম্প্রতিক ফুটেজ। সেখানে বলা হয়, “প্রবল বৃষ্টিপাতের কারণে বাড়ি ভেঙে পড়ার দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে, গঙ্গার তীব্র ঢেউয়ের কারণে ভাঙন শুরু হয়েছে, যার কারণে কংক্রিটের আবাসিক বাড়িগুলিও নদীতে ডুবে যাচ্ছে…।” একই দৃশ্যের ভিডিওটি ভারতের আরেকটি ইউটিউব চ্যানেল ‘ভারতের আওয়াজ’-এও চলতি বছরের ৩ আগস্টে প্রকাশ করা হয়। একই তথ্য পাওয়া যায় নিউজ এইটিন ইউপি উত্তরাখণ্ড চ্যানেলের ভিডিওতে

কি-ওয়ার্ড অনুসন্ধানে দেখা গেছে, ভারতীয় সংবাদমাধ্যম ‘জি উত্তর প্রদেশ উত্তরাখন্ড’-এর এক প্রতিবেদনে আলোচ্য ছবিগুলোর মূল ঘটনার একটি ভিডিও ফুটেজ রয়েছে। প্রতিবেদনে ভারতের উত্তর প্রদেশের বালিয়া জেলার বন্যা পরিস্থিতি তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রবল নদীভাঙনের কারণে অনেক ঘরবাড়ি নদীতে বিলীন হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ছবির ঘটনাটি বালিয়া জেলার “চকিয়া নৌরঙ্গা” গ্রামের ঘটনা।

ভারতের বন্যা নিয়ে সেদেশের সংবাদ

অর্থাৎ, চাঁপাইনবাবগঞ্জে বন্যায় ঘরবাড়ি নদীতে ভেসে যাওয়ার দাবিতে শেয়ার করা ছবিগুলো বাংলাদেশের নয়, বরং ভারতের উত্তর প্রদেশের বালিয়া জেলার “চকিয়া নৌরঙ্গা” গ্রামের ঘটনা। 

প্রসঙ্গত, আগস্টের শুরুর দিকে অতিবৃষ্টির কারণে উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা দেখা দেয়। বন্যাকবলিত হয় উত্তর প্রদেশের বালিয়া, কানপুর, লখিমপুর খেরি, আগ্রা, গাজীপুর, মির্জাপুরসহ আরও কয়েকটি জেলা। ভারী বৃষ্টির কারণে উত্তরাখণ্ডে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ভাষায়, কমলা সতর্কতা মানে ২৪ ঘণ্টায় খুব ভারী বৃষ্টিপাত, তীব্র বজ্রপাত বা ধুলোঝড়ের মতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার বার্তা।

অন্যদিকে, বাংলাদেশের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জেও সম্প্রতি বন্যা দেখা দিয়েছে। টানা বৃষ্টি আর ফারাক্কা বাঁধের কিছু গেট খুলে দেওয়ায় উজান থেকে ঢল নামে। এতে শিবগঞ্জ ও সদর উপজেলার পদ্মা নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়। তবে সর্বশেষ বন্যা পরিস্থিতির খবর অনুযায়ী, পদ্মা নদীর পানি কমতে শুরু করেছে।

আরো কিছু লেখা