সুদেষ্ণা মহাজন অর্পা

ইন্টার্ন, ডিসমিসল্যাব
আগস্ট ১৫, ২০২৫
১৫:১৩:৪৩
শোক দিবসে ছাত্রলীগের মিছিল দাবিতে ছড়ানো ভিডিওটি পুরোনো
This article is more than 2 months old

শোক দিবসে ছাত্রলীগের মিছিল দাবিতে ছড়ানো ভিডিওটি পুরোনো

আগস্ট ১৫, ২০২৫
১৫:১৩:৪৩

সুদেষ্ণা মহাজন অর্পা

ইন্টার্ন, ডিসমিসল্যাব

শোক দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরের সামনে ছাত্রলীগের মিছিল করেছে– এমন দাবিতে একটি ভিডিও ছড়াতে দেখা গেছে সামাজিক মাধ্যমে। তবে ডিসমিসল্যাবের যাচাইয়ে দেখা যায় ভিডিওটি পুরোনো। এটি মূলত ২০২৪ সালে “জয় বাংলা”-কে রাষ্ট্রীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত করার পর আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতিবাদ কর্মসূচির একটি দৃশ্য।

গুরুদাসপুর উপজেলা যুবলীগ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ১৪ই আগস্ট কালের কন্ঠের লোগোযুক্ত ১৫ সেকেন্ড একটি ভিডিও শেয়ার করা হয়। পোস্টের বিবরণে লেখা, “এই মুহূর্তে জাতীয় শোক দিবস উপলক্ষে, ধানমন্ডি ৩২ নম্বরে বাড়ির সামনে ছাত্রলীগের মিছিল! জয় বাংলা জয় বঙ্গবন্ধু”। ভিডিওটি এখন পর্যন্ত একশ বারেরও বেশি শেয়ার হয়েছে। একই ভিডিও একই দাবিতে শেয়ার করা হয়েছে (, , , ) আরও বেশ কিছু ফেসবুক পেজ ও প্রোফাইল থেকে।

শোক দিবসে মিছিলের দাবিটি ভুয়া

ভিডিওটির সূত্র যাচাইয়ের জন্য কিফ্রেম সার্চ করলে দেখা যায় একই ভিডিও ২০২৫ সালের ৬ জানুয়ারিতে সানি ভাই নামের একটি ফেসবুক পেজ থেকেও শেয়ার করা হয়েছিল। সেখানেও পোস্টের বিবরণে ধানমন্ডি ৩২ নাম্বারে জয় বাংলা স্লোগানের কথা বলা হয়েছে। তবে ভিডিওটি সেদিনেরও নয়।

এ বিষয়ে আরো জানতে ভিডিওটির ক্যাপশন থেকে বিভিন্ন কিওয়ার্ড নিয়ে অনলাইনে সার্চ করলে ২০২৪ সালের ১৩ ডিসেম্বর কালের কণ্ঠ-র ইউটিউব চ্যানেলে প্রকাশিত ৬ মিনিট ৮ সেকেন্ডের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

কালের কণ্ঠের ভিডিও প্রতিবেদন

ভিডিওর ক্যাপশনে লেখা, “জয় বাংলা শ্লোগান দিয়ে শুক্রবার ভোরে আ.লীগ কর্মীদের ঝটিকা মিছিল।” ভিডিওটির ২ মিনিট ৫১ সেকেন্ড থেকে ৩ মিনিট ০৬ সেকেন্ড পর্যন্ত সময়ের সঙ্গে সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওটির হুবহু মিল রয়েছে। পুরো ভিডিওতে দেখা যায় ধানমন্ডি ৩২ নাম্বারে জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামীলীগের নেতাকর্মীরা মিছিল করছেন। এ প্রসঙ্গে সেসময় একাধিক অনলাইন পত্রিকায় (, , ,)  খবর প্রকাশিত হয়।

প্রসঙ্গত, “জয় বাংলা”কে জাতীয় স্লোগান ঘোষণা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত করা হয় ২০২৪ সালের ১০ ডিসেম্বরে। এর প্রতিবাদে ধানমন্ডি ৩২ নম্বরের সামনে মিছিল করেছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

৮ মাস পুরোনো সেই মিছিলের ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করে দাবি করা হচ্ছে এটি শোক দিবসের কর্মসূচি উপলক্ষে ছাত্রলীগের মিছিল।

আরো কিছু লেখা