মো. তৌহিদুল ইসলাম
টাঙ্গাইলের পুরোনো ঘটনাকে সাম্প্রতিক দাবিতে প্রচার
মো. তৌহিদুল ইসলাম
সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় যুবলীগের দুইজন নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে দাবিতে একটি ভিডিও ছড়িয়ে পড়তে দেখা গেছে। তবে ডিসমিসল্যাবের যাচাইয়ে দেখা যায়, ঘটনাটি একই এলাকার হলেও তা অন্তত দুই বছরের পুরোনো।
ফেসবুকের বেশ কয়েকজন ব্যবহারকারী একই ভিডিও (১, ২, ৩, ৪) পোস্ট করেন অভিন্ন দাবিতে। পোস্টের বিবরণে লেখা, “সুখিপুর উপজেলায় ককড়াজান ইউনিয়নে দুজন যুবলীগের নেতাকে রাতের আধারে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত শাহজাহান আবুল হোসেনের ছেলে এবং মজনু মিয়া ওই এলাকার লবু মিয়ার ছেলে। আর কত লাশ চাই এই সরকারের।” (বানান অপরিবর্তিত)। পোস্টগুলোতে “#StepDownFescistYounus” হ্যাশট্যাগও ব্যবহার করতে দেখা যায়।

শেয়ার হওয়া এমন একটি পোস্ট পর্যবেক্ষণে দেখা যায়, সেটি এখন পর্যন্ত এক লাখের বেশিবার দেখা হয়েছে এবং দেড় হাজারের বেশি ব্যবহারকারী পোস্টটি শেয়ার করেছেন। এছাড়া পাঁচশোর বেশি ব্যবহারকারী সেখানে প্রতিক্রিয়া জানিয়েছেন। পোস্টটিতে অনেক ব্যবহারকারী এটিকে সাম্প্রতিক ঘটনা বলে মন্তব্য করেছেন। এক ব্যবহারকারী লিখেছেন, “আর কত লাশ হলে এই সরকার ইনুস সরকার খুশি হবে।” আরেকজন লেখেন, “কি এক্টা অবস্থা, দেশটা রসাতলে চলে যাচ্ছে।”
ভিডিওটির শুরুতে দেখা যায়, দুজন মানুষের নিথর দেহ একটি উন্মুক্ত জায়গায় মাটিতে পড়ে আছে এবং আশেপাশে অনেক মানুষ তা দাঁড়িয়ে দেখছেন। কয়েকজন পুলিশকেও সেখানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
ঘটনাটির সত্যতা যাচাইয়ে, ছড়িয়ে পড়া ভিডিওটির ক্যাপশন থেকে বিভিন্ন কিওয়ার্ড নিয়ে অনলাইনে সার্চ করলে, ২০২৩ সালের ২০ জুলাই হুবহু একই দৃশ্যের একটি ফেসবুক রিল খুঁজে পাওয়া যায়। “Oxygen-অক্সিজেন” নামের ফেসবুক পেজ থেকে রিলটি পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা, “সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি গ্রামে দুইজনকে রাতের আধারে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শাহজালাল আবুল হোসেনের ছেলে এবং মজনু মিয়া ওই এলাকার নবু মিয়ার ছেলে।”

ভিডিও দুটি পর্যবেক্ষণে দেখা যায়, সম্প্রতি ছড়ানো ভিডিওটির সঙ্গে আগের ছড়িয়ে পড়া ভিডিওটির শুরুর দৃশ্য হুবহু মিলে যায়। দুটি ভিডিওর ব্যপ্তিই ৫৭ সেকেন্ডে; যার প্রথম থেকে শেষ পর্যন্ত হুবহু মিল রয়েছে। এমনকি দুটি ভিডিওর অডিওতেও মিল রয়েছে।
ঘটনাটি নিয়ে সে সময়ে প্রকাশিত একাধিক সংবাদ প্রতিবেদনও (১, ২, ৩) খুঁজে পাওয়া যায়। ২০২৩ সালের ২০ জুলাইয়ে প্রকাশিত বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) একটি প্রতিবেদনে বলা হয়, টাঙ্গাইলের সখীপুরে ফ্লেক্সিলোড ও বিকাশ ব্যবসায়ীসহ দুইজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি বাংলাবাজার এলাকায় সড়কে তাদের মরদেহ পাওয়া যায়। নিহতরা হলেন- কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে ফ্লেক্সিলোড ও বিকাশ ব্যবসায়ী শাহজালাল মিয়া (৩৫) ও একই গ্রামের নবু মিয়ার ছেলে মজনু মিয়া (৪৫)।

অর্থাৎ, ফেসবুকে পোস্ট হওয়া ভিডিওটির ঘটনা সত্যি হলেও এটি সাম্প্রতিক সময়ের নয়। অন্তত দুই বছর আগের ঘটনাটি অসত্য দাবিতে শেয়ার করা হচ্ছে বতর্মানের বলে।