তাসনিম তাবাস্সুম মুনমুন

বিএনপির নেতাকর্মীদের অস্ত্র জব্দের পুরোনো ভিডিও ছড়াচ্ছে আওয়ামী লীগের ট্রাকবোঝাই অস্ত্র দাবিতে
তাসনিম তাবাস্সুম মুনমুন
ঢাকা লকডাউন করতে আওয়ামী লীগের জোগাড় করা ট্রাকবোঝাই অস্ত্র সেনাবাহিনীর অভিযানে জব্দ হয়েছে- এমন দাবিতে একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফ্যাক্টচেকে দেখা যায়, দাবিটি ভুয়া। মূল ভিডিওটি সাতক্ষীরা-৩ আসনে বিএনপির মনোনয়ন ঘোষণার পর দলটির স্থানীয় দুই পক্ষের নেতাকর্মীদের সংঘর্ষের প্রস্তুতিকালে সেনাবাহিনীর অভিযানে লাঠি, ইট-পাটকেল জব্দের সময়কার।
“ভ’য়ংক’র অবস্থা! ১৩ তারিখে ঢাকা লকডাউন করতে ট্রাকবোঝাই দেশীয় অস্ত্র আনছিল আওয়ামী লীগ! সেনাবাহিনীর অভিযানে জব্দ!” লেখা একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তায় সেনাবাহিনীর তল্লাশি চলছে। এ সময় কয়েকটি পিকআপ থেকে লাঠি ও ইট-পাটকেল উদ্ধার করা হয়েছে।
ভিডিওটি এ পর্যন্ত চার হাজারের বারের বেশি শেয়ার হয়েছে, দেখা হয়েছে ৭ লাখের অধিকবার। ২৮ সেকেন্ডের একই ভিডিও শেয়ার করে কেউ (১, ২) লিখেছেন, “আলীগ এভাবে গাড়ি ভরে ইট পাথর লাঠি নিয়ে ঢুকতাছে ঢাকায়”। আরেকজন লিখেছেন, “১৩ নভেম্বর আ’লীগ দেশকে অস্থিতিশীল করতে ঢাকায় এগুলো ঢুকাচ্ছে।”

ভিডিওটির কি-ফ্রেম ধরে সার্চ করলে একাধিক গণমাধ্যমে গত ৬ নভেম্বর প্রকাশিত ভিডিও প্রতিবেদন (১, ২) খুঁজে পায় ডিসমিসল্যাব। যাচাই করা ভিডিওতে দৃশ্যমান পিকআপের রং, ডিজাইন, আটককৃত ব্যক্তির পোশাক, উদ্ধার করা সরঞ্জামের সঙ্গে ভিডিও প্রতিবেদনগুলোর উপাদানের হুবহু মিল পাওয়া যায়। গণমাধ্যমের এসব প্রতিবেদন থেকে জানা যায়, সাতক্ষীরা-৩ আসনে বিএনপি মনোনয়ন ঘিরে উত্তেজনায় লাঠি, ইটপাটকেল জব্দের ভিডিও এটি।

কিওয়ার্ড সার্চে এ ঘটনার বেশকিছু অনলাইন প্রতিবেদন (১, ২, ৩) সামনে আসে। প্রতিবেদনগুলো থেকে জানা যায়, ৬ নভেম্বর সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দীন ও মনোনয়ন বঞ্চিত প্রার্থী শহিদুল আলমের সমর্থকদের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দেয়। সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে, গোপন সূত্রে তারা জানতে পারে যে একদল নাশকতাকারী লাঠিসোঁটা, ইটপাটকেল, গুলতি, লোহার বল ও ধারালো অস্ত্রসহ সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছিল।
খবর পাওয়ার পর কালীগঞ্জ সেনা ক্যাম্পের বিশেষ টহল দল ফুলতলা এলাকায় অভিযান চালায়। অভিযানে সেনাসদস্যরা চারজনকে আটক করে এবং একটি মিনি ট্রাক ও তিনটি পিকআপ ভ্যানসহ মোট চারটি গাড়ি জব্দ করে পুলিশে হস্তান্তর করে। ঘটনাস্থল থেকে লাঠি, ইটপাটকেল, গুলতি, লোহার পাইপ ও ধারালো লোহার টুকরাও উদ্ধার করা হয়।
অর্থাৎ, বিএনপির নেতাকর্মীদের অস্ত্র জব্দের পুরোনো ভিডিও আওয়ামী লীগের ট্রাকবোঝাই অস্ত্র দাবিতে ছড়াচ্ছে, যা সঠিক নয়। মূল ঘটনা বিএনপির মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় সেনাবাহিনীর অভিযানের।