সুদেষ্ণা মহাজন অর্পা

ইন্টার্ন, ডিসমিসল্যাব
নভেম্বর ১৩, ২০২৫
১২:৩১:৪৪
রাজনৈতিক দলগুলোর সংঘর্ষের দাবিতে ছড়াচ্ছে জুলাই আন্দোলনের পুরোনো ভিডিও

রাজনৈতিক দলগুলোর সংঘর্ষের দাবিতে ছড়াচ্ছে জুলাই আন্দোলনের পুরোনো ভিডিও

নভেম্বর ১৩, ২০২৫
১২:৩১:৪৪

সুদেষ্ণা মহাজন অর্পা

ইন্টার্ন, ডিসমিসল্যাব

সামাজিক মাধ্যম ফেসবুকে শেয়ার করা একটি ভিডিওতে দাবি করা হচ্ছে, সেটি চাঁদপুরে যুবদল, বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার সাম্প্রতিক দৃশ্য। তবে ফ্যাক্টচেক করে দেখা গেছে, মূল ভিডিওটি গত বছরের ৪ আগস্টের। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, জুলাই আন্দোলন চলাকালে চাঁদপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষের একটি দৃশ্য এটি।

গত ১১ নভেম্বর ফেসবুকে একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে ভিডিওটি পোস্ট করা হয়। বিবরণে লেখা, “এই মুহূর্তে চলছে……. জয় বাংলা জয় বঙ্গবন্ধু। যুবদল বিএনপি ও আওয়ামী লীগ ধাওয়া পাল্টা ধাওয়া। পিছু উঠেছে বিএনপি জামাত। শেখের বেটি আসবে বাংলাদেশ কাঁপবে।জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক শেখ হাসিনার।” এ পর্যন্ত ভিডিওটি ১৪ হাজারের বেশিবার দেখা হয়েছে এবং প্রায় তিনশো বার শেয়ার করা হয়েছে।

১ মিনিট ৪৭ সেকেন্ডের ভিডিওর ভেতরে সম্পাদনা করে সাদা রঙের হরফে লেখা “চাঁদপুর আওয়ামী লীগ।” এছাড়া ভিডিওটি সাম্প্রতিক ঘটনার বোঝাতে সেখানে “11-11-2025” তারিখ এবং সময় “10: 30 am” উল্লেখ করা রয়েছে।

ফেসবুকের বেশকিছু প্রোফাইল থেকেও (,, ,,,,,) একই দাবিতে ভিডিওটি পোস্ট করতে দেখা যায়। সেখানে দেখা যায়, দিনদুপুরে একদল লোক লাঠিসোঁটা হাতে নিয়ে সড়কজুড়ে বিক্ষোভ করছে। বিক্ষুব্ধ জনতা রাস্তা থেকে কুড়িয়ে ইট-পাটকেল এবং পাথর নিক্ষেপ করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

ভিডিওর ঘটনাটির সত্যতা যাচাইয়ে বিভিন্ন কিফ্রেম ধরে রিভার্স ইমেজ সার্চ করলে সংবাদমাধ্যম দীপ্ত নিউজের ইউটিউব চ্যানেলে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। গতবছরের ৪ আগস্ট প্রকাশিত সেই ভিডিওর বিবরণে লেখা, “চাঁদপুরে ছাত্রলীগ শিক্ষার্থী সংঘর্ষে, দীপ্ত টিভির সাংবাদিকসহ আ’হ’ত ৩০ |” সংবাদমাধ্যমটির ভিডিও প্রতিবেদনের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওটির হুবুহু মিল খুঁজে পাওয়া যায়।

ঘটনাটি নিয়ে অধিকতর যাচাইয়ে জন্য প্রাসঙ্গিক বিভিন্ন কিওয়ার্ড সার্চ করে দেখে ডিসমিসল্যাব। দেখা যায়, একই ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে একাধিক (,,,,,) প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

দৈনিক ইত্তেফাকের প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলমান অসহযোগ আন্দোলনে চাঁদপুরে ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ৩০জন আহত হয়। ছাত্রলীগের কর্মীরা শিক্ষার্থীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এরপর শিক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে তাদেরকে ধাওয়া করে।

  • জুলাই আন্দোলনের ভিডিও আওয়ামী লীগ ও বিএনপির মারামারি বলে প্রচার
  • জুলাই আন্দোলনের ভিডিও আওয়ামী লীগ ও বিএনপির ধাওয়া বলে প্রচার

অর্থাৎ, ছড়িয়ে পড়া ভিডিওটি আসলে গতবছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চলমান অসহযোগ আন্দোলনে, ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভের একটি ভিডিও, যা সম্প্রতি বিএনপি ও আওয়ামী লীগের মধ্যকার সংঘর্ষের ভুয়া দাবিতে প্রচার করা হচ্ছে।

আরো কিছু লেখা